বিএনপি-জামায়াতের কর্মসূচি ঘিরে রাজধানীতে ব্যাপক নিরাপত্তাবলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনী। ফলে জাতীয় প্রেসক্লাব থেকে মতিঝিল পর্যন্ত অনেকটাই নীরব। ফুটপাত হকারমুক্ত। ফাঁকা সড়কে মাঝেমধ্যে দু-একটা রিকশা চলতে দেখা যাচ্ছে।
দৈনিক বাংলা মোড় থেকে মতিঝিল পর্যন্ত কাউকে ঢুকতে দিচ্ছে না পুলিশ। পুরানা পল্টন মোড়ে কাঁটাতারের বেড়া থাকলেও তল্লাশির পর কাকরাইলের দিকে লোকজন যেতে পারছে। বাইতুল মোকাররম মার্কেটে তালা দেওয়া হয়েছে। তবে ভেতরে কিছু দোকানপাট খোলা দেখা গেছে। প্রেস ক্লাবের সামনে সমাবেশের প্রস্তুতির হিসেবে মঞ্চ করেছে গণতন্ত্রমঞ্চ। পুরে এলাকায় সাধার মানুষের উপস্থিতি খুবই কম। আশপাশের মার্কটগুলো বন্ধ রয়েছে।
মন্তব্য করুন