বিএনপির চলমান সকাল-সন্ধ্যা হরতাল সফলে রাজধানীতে মিছিল ও পিকেটিং করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের নেতৃত্বে নেতাকর্মীরা।
রোববার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মগবাজার মোড় থেকে রেলগেট পর্যন্ত বিক্ষোভ ও পিকেটিং করেন তারা।
এ সময় ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা মগবাজার মোড় এবং রেললাইনে টায়ারে অগ্নিসংযোগ করে। পরে তারা সরকারের পদত্যাগ ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিয়ে বিক্ষোভ করেন।
বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকাল শনিবার অনুষ্ঠিত মহাসমাবেশে আওয়ামী লীগ ও পুলিশের হামলার প্রতিবাদে রোববার দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয় দলটি।
মন্তব্য করুন