শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ১২:০০ এএম
অনলাইন সংস্করণ
শেষ দিনে বিদায়ের সুর

স্পিকারের প্রশংসায় পঞ্চমুখ বিরোধী দলের এমপিরা

জাতীয় সংসদ। ছবি : সংগৃহীত
জাতীয় সংসদ। ছবি : সংগৃহীত

একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশনের শেষ দিনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন বিরোধী দল জাতীয় পার্টির এমপিরা। এসময় কেউ কেউ স্পিকারকের বাংলাদেশ তথা বিশ্বের শ্রেষ্ঠ স্পিকার হিসেবেও উল্লেখ করেন। কেউ আবার স্পিকারের হাসির প্রশংসা করে মাধুরী দীক্ষিতসহ সেলিব্রেটিদের সাথে তুলনা করে বলেন, তারা যদি জজের সামনে হাসি দেন তাহলে জজও ওনাদের বিরুদ্ধে ফাঁসির রায় দিতে পারবেন না। চতুর্থ হিসেবে আপনি এখানে থাকবেন। কোনো কোনো এমপির মুখে ও কথায় ছিল বিদায়ের করুন সুর!

বৃহস্পতিবার (২ নভেম্বর) শেষ দিনে বেশকিছু বিল পাস হয়। এসব বিল বাছাই কমিটিতে পাঠানো সংশোধনী প্রস্তাবের ওপর আলোচনা করেন বিরোধী দল জাতীয় পার্টির এমপির। দলটির এমপি শামীম হায়দার পাটোয়ারী পরিত্যক্ত বাড়ি বিলের ওপর আলোচনা কালে সংসদের অধিবেশন শেষ হওয়ার বিষয়টি নিয়ে কথা বলেন। এ সময় তিনি সংসদে ৫ বছরের অভিজ্ঞতা ও কার্যক্রম নিয়ে কথা বলেন। এক পর্যায়ে স্পিকারের হাসির ব্যাপক প্রশংসা করেন। স্পিকারের হাসি দেখলে মন ভালো হয়ে যায় বলেও মন্তব্য করেন। এ সময় সংসদে হাসির রোল পড়ে যায়।

শামীম হায়দার বলেন, বিগত ৫ বছর এই সংসদে ছিলাম। অসংখ্য মিনিট আমরা কথা বলেছি। অনেকের বিরুদ্ধে সমালোচনা করেছি এবং কঠোরভাবে সমালোচনা করেছি। সকলে তা শুনেছেন। কখনো উগ্র ভাষায় জবাব দেননি। এটা আমাদের দায়িত্ব ছিল। দেশের কিছু স্বার্থও এর মধ্য দিয়ে আমরা করেছি। আপনি আমাদের প্রতি অত্যন্ত স্নেহশীল। এই সময়ে মনে পড়ছে আমাদের ডেপুটি স্পিকারর কথা (মরহুম ফজলে রাব্বী মিয়া)। উনিও আমাদের প্রতি স্নেহশীল ছিলেন।

তিনি বলেন, যখন বিএনপির বন্ধুদের সাথে বসি। তারাও কখনো আপনার বিরুদ্ধে অভিযোগ তুলতে পারেনি। আপনি সেভাবে তাদের সময় দিয়েছেন। আমাদের সময় দিয়েছেন। আপনি বাংলাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ স্পিকার এবং পৃথিবীর ইতিহাসেও অন্যতম শ্রেষ্ঠ স্পিকার।

স্পিকারকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আপনার হাসি খুব সুন্দর। আপনাকে যখন দেখতে যাই- আপনার হাসি দেখলে মন ভালো হয় যায়। এ মন্তব্য করার পর শামীম হায়দার নিজে হেসে ফেলেন। স্পিকারও হেসে ফেলেন। সংসদেও হাসির রোল পড়ে যায়।

তিনি বলেন, তিনজনের হাসি বলা হয়- মাধুরী দীক্ষিত, রেনুকা সাহানে এবং জুলিয়া রবার্ট। তারা যদি জজের সামনে হাসি দেন তাহলে জজও ওনাদের বিরুদ্ধে ফাঁসির রায় দিতে পারবেন না। চতুর্থ হিসেবে আপনি এখানে থাকবেন। আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আপনি অত্যন্ত ফেয়ারলী সংসদ চালিয়েছেন।

পাটোয়ারি বলেন, আজকে এই সংসদ অধিবেশনের হয়তোবা শেষদিন। এজন্য সকলের কাছে দোয়াও চাচ্ছি। জুনিয়র সংসদ সদস্য হিসেবে অনেক কথা বলেছি। অনেকে ব্যক্তিগতভাবে আঘাতপ্রাপ্ত হতে পারেন। এজন্য ক্ষমাও চাচ্ছি। তবে আমরা জনগণের জন্য কথা বলেছি।

জাতীয় পার্টির কাজী ফিরোজ রশিদও স্পিকারের প্রশংসা করে বলেন, আপনি অত্যন্ত সুন্দরভাবে সংসদ অধিবেশন পরিচালনা করেছেন। করোনা ভাইরাসের কারণে প্রায় তিন বছর সংসদ সদস্যরা কাজ করতে পারেনি দাবি করে জাতীয় পার্টির রওশন আরা মান্নান প্রধানমন্ত্রীকে তাদের কথা স্মরণ রাখার অনুরোধ করেন।

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে রওশন আরা মান্নান বলেন, আমাদের দুই বছর এমনি নষ্ট হয়ে গেছে করোনাভাইরাসের কারণে। অনেক সময় নষ্ট হয়ে গেছে আমরা কাজ করতে পারি নাই। এসময় পাশ থেকে কয়েকজন সংসদকে বলতে শোনা যায় দুই বছরের বেশি। পরে রওশন আরা মান্নান বলেন, প্রায় তিন বছর।

তিনি বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর যখন সবাই পরিচিতি পাচ্ছিলাম, মালাটালা নিয়ে এক বছর, কাজকর্ম ধরতে ধরতে এক বছর চলে গেল। পরের বছরই করোনাভাইরাস আরম্ভ হল। তার পরের বছর করোনার কারণে ঘরে বসা। করোনাভাইরাস শেষে ধকল সামলাতে সামলাতে আরও এক বছর। তিন বছর আমরা কোনো কাজ করতে পারি নাই।

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে রওশন আরা মান্নান বলেন, আমরা যারা এখানে আছি তাদের এ সময়টা নষ্ট হয়ে গেছে, কাজকর্ম করতে পারি নাই। আমাদের কথাটা যেন মনে থাকে। প্রধানমন্ত্রীকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই।

এসময় তিনি বলেন, আবার কবে আসতে পারি কি না, হয়ত দেখা হবে। তবে এত বড় জায়গায় আল্লাহর হুকুম ছাড়া এখানে কেউ আসতে পারে না। আবার আসব কিনা জানি না। আজকে শেষ সংসদ।

হাফিজ উদ্দিন আহম্মেদ বলেন, আমাদের সংসদ সদস্য রওশন আরা মান্নান বললেন দুই তিন বছর নষ্ট হয়ে গেছে। উনি পরোক্ষভাবে সংসদের মেয়াদ দুই বছর বাড়িয়ে দেওয়ার কথা বলতে চাচ্ছেন। আমি যেটা বুঝেছি। উনি পরোক্ষভাবে বলেছেন, আমি সোজা মানুষতো তাই সোজাভাবে বললাম। একটু বিবেচনা করে দেখতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

১০

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

১১

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

১২

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

১৩

থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড

১৪

পিআর পদ্ধতিতে সব ভোটারের মূল্যায়ন হয় : চরমোনাই পীর

১৫

তিস্তায় কার্টুন বক্সে ভাসছিল নবজাতকের মরদেহ

১৬

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

১৭

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

১৮

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

১৯

যেসব অনিয়মে বাতিল হবে এজেন্সির নিবন্ধন

২০
X