আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে তৃণমূল বিএনপির উদ্যোগে এক যোগদান অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আজ বুধবার (০৮ নভেম্বর) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে এ অনুষ্ঠান হবে।
মঙ্গলবার (০৭ নভেম্বর) রাতে তৃণমূল বিএনপির ভাইস চেয়ারপারসন সালাম মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সারা দেশ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের অসংখ্য নেতাকর্মী, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, সাংবাদিক, আইনজীবী আনুষ্ঠানিকভাবে তৃণমূল বিএনপিতে যোগদান করবেন।
তৃণমূল বিএনপির কো-চেয়ারপারসন কে এ জাহাঙ্গীর মাজমাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে দলের চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী প্রধান অতিথি, নির্বাহী চেয়ারপারসন অন্তরা সেলিমা হুদা বিশেষ অতিথি এবং মহাসচিব তৈমূর আলম খন্দকার প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।
বিএনপি শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে। তবে বিএনপি থেকে নেতারা নির্বাচনে অংশ নেবেন বলে মনে করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। গত সোমবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক শান্তি সমাবেশে হাছান মাহমুদ বলেন, অনেকেই লাইন ধরে আছে তৃণমূলে যোগ দেওয়ার জন্য।
তথ্যমন্ত্রীর ওই বক্তব্যের পর তৃণমূল বিএনপির এই যোগদান অনুষ্ঠানে বিএনপি থেকে কারা যোগদান করছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে এক ধরনের কৌতূহল সৃষ্টি হয়েছে।
তৃণমূল বিএনপির শীর্ষ পর্যায়ের একজন নেতা জানিয়েছেন, বিভিন্ন জেলায় তাদের কমিটি গঠনের কাজ চলছে। যেসব জেলায় কমিটি নেই, সেখানকার বিএনপিসহ বিভিন্ন দলের নেতারা তৃণমূল বিএনপিতে যোগদান করবেন। তাদের দিয়ে ওইসব জেলার কমিটি গঠন করা হবে।
তবে এ যোগদান অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির কেউ যোগদান করবেন কিনা, তা জানা সম্ভব হয়নি।
মন্তব্য করুন