বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ০৬:০৮ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

নূর হোসেনের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে সরকার : গণতন্ত্র মঞ্চ

শহীদ নূর হোসেন দিবসে রাজধানীতে স্মৃতিস্তম্ভে শহীদের প্রতি শ্রদ্ধা জানান গণতন্ত্র মঞ্চের নেতারা। ছবি : কালবেলা
শহীদ নূর হোসেন দিবসে রাজধানীতে স্মৃতিস্তম্ভে শহীদের প্রতি শ্রদ্ধা জানান গণতন্ত্র মঞ্চের নেতারা। ছবি : কালবেলা

গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, বর্তমান সরকার নূর হোসেনের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করে দেশের গণতন্ত্র, ভোটাধিকারসহ গণতান্ত্রিক সব অধিকার কেড়ে নিয়েছে। দেশে নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের পথ বন্ধ করে দিয়েছে। নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় টিকে থাকতে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েম করে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছে। রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে ক্ষমতাসীন দল দেশের অর্থ সম্পদ লুট করে ব্যক্তিগত বিত্ত-বৈভবের পাহাড় গড়ে তুলছে। দেশের নাগরিক হিসেবে সাধারণ মানুষ সরকার ও সরকারি দলের কাছে চরম অপমানিত ও মূল্যহীন হয়ে পড়ছে।

তারা বলেন, নূর হোসেনসহ আরও অনেকের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বৈরশাসক এরশাদকে ক্ষমতা থেকে নামাতে পেরেছিলাম। কিন্তু তার স্বপ্নের সেই বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারিনি।

শুক্রবার (১০ নভেম্বর) শহীদ নূর হোসেন দিবসে রাজধানীতে স্মৃতিস্তম্ভে শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন গণতন্ত্র মঞ্চের নেতারা।

নেতৃবৃন্দ বলেন, সত্যি সত্যি যদি নূর হোসেনের চেতনাকে সম্মান জানাতে হয়, তাহলে আজকে এই ফ্যাসিবাদী সরকারকে বিদায় দিয়ে দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। দেশের সব অগণতান্ত্রিক আইনকানুন বাতিল করে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তুলতে হবে। সেই লক্ষ্যে গণতন্ত্র মঞ্চ, বিএনপিসহ প্রায় সব বিরোধী দলকে সাথে নিয়ে রাজপথে আন্দোলন-সংগ্রাম করছে।

গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের নেতৃত্বে সকালে নূর হোসেন চত্বরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে নুর হোসেনের চেতনাকে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভুঁইয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলনের রাজনৈতিক সমন্বয়ক ফরিদুল হক।

এখান থেকে নেতৃবৃন্দ পুরানা পল্টনের তোপখানা রোডে অনুষ্ঠিত বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদের প্রয়াত আহ্বায়ক আ ফ ম মাহবুবুল হকের স্মরণ সভায় যোগ দেন এবং পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ও সংক্ষিপ্তভাবে স্মৃতিচারণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের পর বিনিয়োগের খরা কাটবে

মামুন হত্যা / সেই দুই শুটারসহ গ্রেপ্তার ৩, অস্ত্র উদ্ধার 

হাজার কোটি টাকার খেলাপি ঋণ, চট্টগ্রামের ব্যবসায়ী বশর ও মাসুদের বিরুদ্ধে মামলা

ইসির ১২ কর্মকর্তাকে বদলি

রমজানে ১০ পণ্য আমদানি নিয়ে নতুন নির্দেশনা

১১ বছর পর জামায়াত কর্মীর মরদেহ উত্তোলন

দেখামাত্র সন্ত্রাসীদের গুলির নির্দেশ সিএমপি কমিশনারের

বগুড়ায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মুশফিককে ছাড়িয়ে টেস্টে নতুন উচ্চতায় লিটন দাস

বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়

১০

এক বছর ধরে বিদ্যুৎহীন ২ হাজার পরিবার

১১

‘আমগরে কেডা খাওয়াইবো, কেডা দেখবো’

১২

শরীয়তপুরে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

১৩

রাউজান থেকে এনিসিপির মনোনয়ন নিলেন মোহাম্মদ মহিউদ্দীন জিলানী

১৪

শিশু ধর্ষণের চেষ্টা, চড়-থাপ্পড়ে মীমাংসা

১৫

বরিশালে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

১৬

চুয়েটে ‘ইঞ্জিনিয়ারিং এক্সপিডিশন ২০২৫’-এ প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

১৭

অসংক্রামক রোগ মোকাবিলায় ভোজ্যতেলে ভিটামিন সমৃদ্ধকরণ জরুরি

১৮

৪৪তম বিসিএসের পরিবর্ধিত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৭৬

১৯

আজহারীর বই নকলের অভিযোগ, তদন্তে ডিবি

২০
X