গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, বর্তমান সরকার নূর হোসেনের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করে দেশের গণতন্ত্র, ভোটাধিকারসহ গণতান্ত্রিক সব অধিকার কেড়ে নিয়েছে। দেশে নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের পথ বন্ধ করে দিয়েছে। নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় টিকে থাকতে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েম করে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছে। রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে ক্ষমতাসীন দল দেশের অর্থ সম্পদ লুট করে ব্যক্তিগত বিত্ত-বৈভবের পাহাড় গড়ে তুলছে। দেশের নাগরিক হিসেবে সাধারণ মানুষ সরকার ও সরকারি দলের কাছে চরম অপমানিত ও মূল্যহীন হয়ে পড়ছে।
তারা বলেন, নূর হোসেনসহ আরও অনেকের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বৈরশাসক এরশাদকে ক্ষমতা থেকে নামাতে পেরেছিলাম। কিন্তু তার স্বপ্নের সেই বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারিনি।
শুক্রবার (১০ নভেম্বর) শহীদ নূর হোসেন দিবসে রাজধানীতে স্মৃতিস্তম্ভে শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন গণতন্ত্র মঞ্চের নেতারা।
নেতৃবৃন্দ বলেন, সত্যি সত্যি যদি নূর হোসেনের চেতনাকে সম্মান জানাতে হয়, তাহলে আজকে এই ফ্যাসিবাদী সরকারকে বিদায় দিয়ে দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। দেশের সব অগণতান্ত্রিক আইনকানুন বাতিল করে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তুলতে হবে। সেই লক্ষ্যে গণতন্ত্র মঞ্চ, বিএনপিসহ প্রায় সব বিরোধী দলকে সাথে নিয়ে রাজপথে আন্দোলন-সংগ্রাম করছে।
গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের নেতৃত্বে সকালে নূর হোসেন চত্বরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে নুর হোসেনের চেতনাকে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভুঁইয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলনের রাজনৈতিক সমন্বয়ক ফরিদুল হক।
এখান থেকে নেতৃবৃন্দ পুরানা পল্টনের তোপখানা রোডে অনুষ্ঠিত বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদের প্রয়াত আহ্বায়ক আ ফ ম মাহবুবুল হকের স্মরণ সভায় যোগ দেন এবং পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ও সংক্ষিপ্তভাবে স্মৃতিচারণ করেন।
মন্তব্য করুন