বিএনপিসহ সমমনা দল ও জোটের ডাকা ৪৮ ঘণ্টা হরতাল সফলে রাজধানীর মগবাজার রেলগেট-হাতিরঝিল এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার দুপুরে এই মিছিল বের করা হয়। এ সময় সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবি ও অবৈধ নির্বাচনী তপশিল বাতিল, গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন।
ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি নিজাম উদ্দিন রিপনের নেতৃত্বে হাতিরঝিল মোড় থেকে মগবাজার রেলগেট পর্যন্ত শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাসুম বিল্লাহ, মহানগর পূর্বের যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন বাপ্পি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহসভাপতি সাঈদ ফকির, সহসভাপতি প্রান্ত, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন তুহিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আপ্যায়নবিষয়ক সম্পাদক মোজাম্মেল ডেনি, ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় ৭১ হলের সিনিয়র যুগ্ম সম্পাদক বজলুর রহমান বিজয়, সাংগঠনিক সম্পাদক আল আমিন পলাশ, খিলগাঁও থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শোভন শোয়াইব খানসহ মিছিলে উপস্থিত ছিল বিভিন্ন ইউনিটের নেতারা।
মন্তব্য করুন