দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার প্রতিবাদ এবং সরকারের পদত্যাগের একদফা দাবিতে ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে রাজধানীতে মশাল মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর হাতিরঝিল থেকে রামপুরা টিভি সেন্টার পর্যন্ত মশাল মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি জসিম সিকদার রানা।
এ সময় নেতাকর্মীরা সরকারের পদত্যাগ এবং নির্বাচনের তপশিল প্রত্যাখ্যান করে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল হামিদ নিরব, সাবেক সহসাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম আরিফ, রামপুরা থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক পাভেল, রিমন, বাড্ডা থানার নাসির, ইমন, হাতিরঝিল থানার তন্ময়, সাইফুল, শিল্পাঞ্চল থানার আরিফ বিল্লাহ, দুলাল, বনানী থানার সোহাগ, ফারহান, শেরেবাংলা নগর থানার সাইদুল হীরা, সবুজ, হাসিব, তেজগাঁও থানার ফরহাদ ও হাফিজ এবং গুলশান থানার আরিফ হোসেন, জুয়েল প্রমুখ।
মন্তব্য করুন