কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ১১:৪৫ এএম
অনলাইন সংস্করণ

অবরোধের সমর্থনে জামায়াতের বিক্ষোভ মিছিল

রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। ছবি : কালবেলা
রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য নাসির উদ্দীন বলেছেন, আওয়ামী লীগের নেতারা দেশ ও জাতিসত্তাবিরোধী আত্মঘাতী খেলায় মেতে উঠেছে। তাই এই গণবিরোধী অপশক্তির হাত থেকে দেশ ও জাতিকে বাঁচাতে জনগণ আজ রাজপথে ঐক্যবদ্ধ।

তিনি জনগণকে প্রতিপক্ষ না বানিয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগ এবং কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহবান জানান। অন্যথায় জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য সরকারকে চড়ামূল্য দিতে হবে।

বুধবার (২২ নভেম্বর) রাজধানীর মিরপুর-১১ নং-এ পল্লবী অঞ্চল আয়োজিত একতরফা নির্বাচনী তপশিল বাতিল, সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবিতে কেন্দ্র ঘোষিত ৪৮ ঘণ্টার লাগাতার অবরোধ কর্মসূচির সমর্থনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শনকালে এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য সাইফুল কাদের, আবু হানিফ, জোবায়ের হোসাইন রাজন, মোশাররফ হোসেন ও যুবনেতা মো. হাসানুল বান্না চপলসহ অন্যান্য নেতারা।

নাসির উদ্দীন বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। কমিশনের দায়িত্ব হলো দেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করা। কিন্তু বর্তমান কমিশন সরকারের ক্ষমতার নিশ্চয়তা প্রদানের ঠিকাদারি গ্রহণ করে রীতিমতো তামাশা ও ইন্তিকাল কমিশনে পরিণত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারসহ অপরাপর কমিশনাররা সরকারি দলের নেতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তাই এই দলদাস নির্বাচন কমিশনকে দিয়ে দেশে কোনো অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন করা সম্ভব নয়। তিনি কালক্ষেপণ না করে বর্তমান কমিশনকে পদত্যাগ করার আহবান জানান।

পান্থপথে মিছিল-পিকেটিং

তেজগাঁও-হাতিরঝিল জোনের উদ্যোগে পান্থপথে মিছিল, পিকেটিং করেছে জামায়াতের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য মাওলানা আমিনুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবু তানসিফ মণ্ডল, জামায়াত নেতা আবু জুনাইরা, জাওয়াদুল করিম, শ্রমিক নেতা আক্তার হোসেন, ছাত্রনেতা তাফহিম, আসিফুল হক ও ইসমাঈল চৌধুরী প্রমুখ।

আজমপুরে জামায়াতের অবরোধ

টানা ৪৮ ঘণ্টার অবরোধে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ ২২ নভেম্বর সকালে ঢাকা মহানগরী উত্তরের উত্তরা পূর্ব অঞ্চলের জামায়াত নেতাকর্মীরা দক্ষিণখানের আজমপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে। ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য এম আলমের নেতৃত্বে অবরোধে আরও উপস্থিত ছিলেন মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য এম শাহনেওয়াজ, এইচ আহমদ ও উত্তরাপূর্ব জোনের টিম সদস্য এ এইচ মুরাদ।

শেওড়াপাড়ায় জামায়াতের অবরোধ

অবরোধের সমর্থনে কাফরুল অঞ্চলের নেতাকর্মীরা শেওড়াপাড়ায় পিকেটিং ও মিছিল করে। ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য এস আলম টুটুলের নেতৃত্বে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শূরা সদস্য আব্দুল মতিন খান, আনিসুর রহমান, আতিক হাসান রায়হান, ছাত্রনেতা গোলাম রাব্বানী ও নাজমুল হাসান ও শ্রমিক নেতা মিজান প্রমুখ।

মিরপুরে জামায়াতের অবরোধ

চলমান অবরোধের সমর্থনে মিরপুর অঞ্চলের নেতাকর্মীরা মিরপুর-২ নং চিড়িয়াখানা রোড অবরোধ করে বিক্ষোভ করে। এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য মোহাম্মদ নকিব ফেরদৌস, গোলাম মোহাম্মদ হাফিজ, রিমন, ছাত্রনেতা হিশাম, ইমরান ও আসাদুজ্জামান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেও থেমে নেই ইসরায়েলি হামলা

বোর্ডসভায় শৃঙ্খলা ফেরাতে নতুন নিয়ম চালু করলেন নবনির্বাচিত সভাপতি

নতুন দুই দিবস চালু সরকারের, একটি আজ

মুক্তির অপেক্ষায় দেবের ‘প্রজাপতি ২’

কিউআর কোড স্ক্যান করার আগে সতর্ক থাকুন

মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা, জেনে নিন কবে কখন ম্যাচ

প্রবারণা পূর্ণিমার শোভাযাত্রায় ফানুস থেকে আগুন

প্রথম সপ্তাহে যা আয় করল ‘কান্তারা চ্যাপ্টার ১’

প্রজ্ঞাপন জারি / আইসিটিতে কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে অংশ নেয়া যাবে না নির্বাচনে

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

১০

আজ দেশের সব শিল্পকলায় আবরার ফাহাদের প্রমাণ্যচিত্র প্রদর্শনী

১১

স্বর্ণের দাম আকাশছোঁয়া, আসল কারণ কী

১২

নির্বাচন বিশেষজ্ঞ-নারী নেত্রীদের সঙ্গে ইসির সংলাপ আজ

১৩

এলপি গ্যাসের দাম বাড়বে নাকি কমবে, জানা যাবে আজ

১৪

রাতে এই ৫ লক্ষণ দেখলে সতর্ক হোন, হতে পারে কিডনি সমস্যার সংকেত

১৫

তরুণ থাকতে সকালে গড়ে তুলুন এই ৫ অভ্যাস

১৬

ইউক্রেন যুদ্ধে চীনের সহায়তা নিয়ে মুখ খুলল রাশিয়া

১৭

সকালে খালি পেটে এক মুঠো কাঁচা ছোলার যত উপকার

১৮

ঢাকায় কখন হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

১৯

থানার সামনের দোকানে ব্যবসায়ীকে গলাকেটে হত্যা

২০
X