বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ০৩:৫১ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ০৩:৫২ পিএম
অনলাইন সংস্করণ

এম এ মোতালেবকে আ.লীগের প্রার্থী হিসেবে চান ১৮০ জনপ্রতিনিধি ও দলীয় নেতা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এম এ মোতালেব। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এম এ মোতালেব। ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে এম এ মোতালেব সিআইপিকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চেয়েছেন ১৮০ জন ব্যক্তি। যারা সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি এবং জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এই দাবি তুলে ধরেন।

সাতকানিয়া উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যবসায়িক ব্যস্ততা, বিরামহীন পরিশ্রমের মাঝেও ‘মিনি পাকিস্তান’ খ্যাত সাতকানিয়ায় আওয়ামী রাজনীতির নেতৃত্বও গ্রহণ করতে হয় তাকে। সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নিয়ে দলকে শক্তিশালী সাংগঠনিক ভিত তৈরি করতে গত ৯ বছরে অহর্নিশ কাজ করেছেন তিনি। স্থানীয় নেতাকর্মীরা বলছেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় সাতকানিয়া আওয়ামী লীগ আজ অনেক বেশি শক্তিশালী, কর্মীবান্ধব, সাংগঠনিক।

সমাজসেবা ও সংগঠনিক দক্ষতাসহ শিক্ষাবিস্তারে অনন্য ভূমিকা রেখে চলেছেন এম এ মোতালেব। তিনি চট্টগ্রাম চেম্বারের পরিচালক ছিলেন একাধিকবার। এ ছাড়া অসংখ্য সামাজিক, সাংস্কৃতিক সংগঠনে সম্পৃক্ত হয়ে দিনবদলে ভূমিকা রাখছেন।

এম এ মোতালেবকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চেয়ে প্রদান করা বিবৃতিতে স্বাক্ষরদাতাদের মধ্যে আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, সদস্য ডা. আ ম ম মিনহাজুর রহমান, সন্তোষ কুমার মল্লিক, সদস্য শহীদুল কবির সেলিম, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক সাজেদা সুরাত, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, সাতকানিয়া উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঞ্জুমান আরা বেগম, ভাইস চেয়ারম্যান সালাহউদ্দিন হাসান চৌধুরী, চেয়ারম্যান রমজান আলী, চেয়ারম্যান মোজাম্মেল হক চৌধুরী, চেয়ারম্যান আবু ছালেহ, চেয়ারম্যান রিদোয়ানুল ইসলাম, চেয়ারম্যান ওসমান আলী, চেয়ারম্যান নাসির উদ্দীন টিপু, চেয়ারম্যান তাপস দত্ত, চেয়ারম্যান সেলিম উদ্দীন, চেয়ারম্যান জসিম উদ্দিন, পদুয়া ইউপি চেয়ারম্যান হারুন উর রশিদ, চুনতী ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন, আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীন।

স্বাক্ষরদাতাদের মধ্যে আরও আছেন- লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন হিরু, যুগ্ম সম্পাদক কাশেম মিয়া, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, কেন্দ্রীয় যুব মহিলা লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সুরাইয়া খানম লিলি, লোহাগাড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদিন, সাইফুল হাকিম, নাজিম উদ্দীন, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদোয়ানুল হক সুজন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক ইমরান হোসেন রকি, প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন অভি।

বিবৃতিতে আরও স্বাক্ষর করেছেন- সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ লিটন, যুগ্ম সম্পাদক এম হোসেন কবির, সাংগঠনিক সম্পাদক জাফর আলম, কৃষি ও সমবায় সম্পাদক এনামূল হক, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম সিকদার, শ্রমবিষয়ক সম্পাদক চেয়ারম্যান আকতার হোসেন, সদস্য আমানুল আলম, সদস্য আবুল কালাম, সদস্য আসাদুজ্জামান জনি, সাতকানিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর লালু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজ বেগম, চরতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাকিম চৌধুরী, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, নলুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল দাশ মানিক, কাঞ্চনা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মাসুদ জাহাঙ্গীর, যুগ্ম আহ্বায়ক কাজী আসাদুজ্জামান, আমিলাইশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক আবু বক্কর।

এ ছাড়া মাদার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক, ঢেমশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দীন, সাধারণ সম্পাদক মোহাম্মদ রিদোয়ান, পশ্চিম ঢেমশা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক নুরুল ইসলাম আবু, ছদাহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোরশেদ আলম দুলু, সাতকানিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাসিমুল করিম শিকদার, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সোনাকানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাতকানিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম সুমন, সেক্রেটারি নবাব মিয়া রকিব, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ রিদুয়ান, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা তাঁতীলীগের সভাপতি সৌরভ হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি নির্ঝর বড়ুয়া জয়, জয়নাল উদ্দীন জয়, আশেক হাসান, সাতকানিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোহাম্মদ ইদ্রীস, সাতকানিয়া সরকারী কলেজের সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সাতকানিয়া সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ, সহ সভাপতি রিজবী ওয়াহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ সাদ্দাম, প্রচার সম্পাদক তামিরিন, ধর্ম বিষয়ক সম্পাদক তানিম, তথ্য ও গবেষণা সম্পাদক ফখরুদ্দিন, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম ইমন, বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেমি হাসান প্রমুখ বিবৃতিতে স্বাক্ষর করেছেন।

বিবৃতিতে জানানো হয়, একমাত্র এম এ মোতালেব সিআইপি দলের মনোনয়ন পেলে বিজয়ী হয়ে চট্টগ্রাম-১৫ নির্বাচনী আসনটি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইঞ্জিন সংকটে ‘নাজুক’ রেল অপারেশন

স্পেনে রিয়ালের আর্জেন্টাইন তারকাকে নিয়ে অদ্ভুত বিতর্ক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হলেন আবু তাহের

মানবিক ড্রাইভার গড়তে নারায়ণগঞ্জে ডিসির যুগান্তকারী উদ্যোগ

গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত

পিএসসি সদস্য হলেন অধ্যাপক শাহীন চৌধুরী

রিয়ালের হয়ে ইতিহাস গড়লেন আর্জেন্টিনার ‘মাস্তান’

দাম্পত্য কলহ এড়ানোর সহজ ৫ উপায়

‘গণতন্ত্রের জন্য আরও কঠিন পথ পাড়ি দিতে হতে পারে’

আর্থিক খাত নিয়ে খারাপ খবর দিলেন গভর্নর

১০

পৌরসভার ফাইল নিয়ে দুই কর্মকর্তার হাতাহাতি

১১

কর্মস্থলে ‘অনুপস্থিত’, এবার পুলিশের ২ এসপি বরখাস্ত

১২

এশিয়া কাপ দল নিয়ে তোপের মুখে বিসিসিআই

১৩

নারী-শিশুসহ ছয় ভারতীয় নাগরিক আটক

১৪

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে সরকার : উপদেষ্টা আসিফ

১৫

পিয়াইন নদীতে অবাধে বালু লুট, হুমকিতে বসতবাড়ি 

১৬

সোনালী ও জনতা ব্যাংকের অফিসার পদের ফল প্রকাশ

১৭

নরসিংদীতে একজনকে কুপিয়ে হত্যা

১৮

হোয়াটসঅ্যাপে নতুন কৌশলে অর্থ চুরি, যেভাবে নিরাপদ থাকবেন

১৯

টিটিইসহ ৫ জন আসামি / তিন মাসেও শেষ হয়নি ট্রেন থেকে ফেলে হত্যার তদন্ত

২০
X