আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এনপিপির নেতৃত্বাধীন জোট গণতন্ত্র বিকাশ মঞ্চ।
রোববার (২৬ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র বিকাশ মঞ্চের মনোনয়ন বোর্ড ৫৯৩টি ফরম যাচাই-বাছাই করে জোটের এই প্রার্থী তালিকা চূড়ান্ত করে। পরে মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান ও বিকাশ মঞ্চের সমন্বয়ক শেখ ছালাউদ্দিন ছালু এই চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন।
গণতন্ত্র বিকাশ মঞ্চের প্রার্থীরা জোটের প্রধান শরিক এনপিপির দলীয় ‘আম’ প্রতীকে নির্বাচন করবেন। রোববার সন্ধ্যায় এনপিপির সহদপ্তর সম্পাদক এসএম আল আমিন কালবেলাকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় আম প্রতীকে ৮৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এনপিপি।
মন্তব্য করুন