সরকারের পদত্যাগের এক দফা ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল বাতিলের দাবিতে বিএনপির ডাকা অবরোধ সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতাকর্মীরা।
সোমবার (২৭ নভেম্বর) সকালে বিএনপির সপ্তম ধাপের অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের সামনে অনুষ্ঠিত মিছিলে নেতৃত্ব দেন মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য সচিব আবদুর রহিম।
মিছিলটি পীরজঙ্গি মাজার থেকে শুরু হয়ে আরামবাগ দেওয়ানবাগীর মোড়ে এসে শেষ হয়। এসময় নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্বাচনের তপশিল বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল নেতাকর্মীর মুক্তির দাবি জানান
মিছিলে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সেলিম মিয়া, ওমর ফারুক পাটোয়ারী, কবির উদ্দিন মাস্টার, এমএ হান্নান মল্লিক, জহিরুল ইসলাম বাশার, কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক আমির হোসেন আমির, কেন্দ্রীয় সদস্য মো. ইব্রাহিম চৌধুরী, এইচ এম আবু সাঈদ, এম এ জি বাবুল, শরিফুর রহমান রিপন, মহানগর নেতা মো. শাহাদত হোসেন ও মোশাররফ হোসেন প্রমুখ।
মন্তব্য করুন