বিএনপির ডাকা ২৪ ঘণ্টা হরতাল সফলে রাজধানীর গুলশানে বিক্ষোভ মিছিল করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
আজ বৃহস্পতিবার দুপুর দেড়টায় মিছিলটি গুলশান-১ নম্বর গোল চত্বর থেকে শুরু হয়ে গুলশানের আজাদ মসজিদের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক রয়েল সর্দার, সাবেক সদস্য আজিজুল হক পাটোয়ারি আজিম, সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান, সহসাংগঠনিক সম্পাদক সাদেক মিঞা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাবির সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক, সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের মো. মোখলেসুর রহমান, হাবিবুর রহমান, নাঈম হোসেন, আনোয়ার হোসেন আকাশ, কাজী কাওসার, মো. কাজল হোসেন, রেজাউল করিম বাদল ও সাখাওত হোসেন রাজু, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের আজাদ হোসেন, সুজন চন্দ্র দাস, আল আমিন, খন্দকার ইমরান, ইজাহার মজুমদার, জাহিদুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের মিলন, জাকির, লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের নাঈমুল ইসলাম হৃদয়, সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের মো. রিমু হোসেন, মেহেদী হাসান চয়ন, মেহেদী হাসান রনি, ছাত্রনেতা ফরহাদ হোসেন, সাব্বির, মফিজুল ইসলাম, সুমন হোসেন, সজিব আহমেদ, সোহাগ বিশ্বাস, লিমন, রাব্বি হোসেন, তানভীর রহমান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ছাত্রনেতা মো. ফরিদুল ইসলাম হৃদয় প্রমুখ।
মন্তব্য করুন