বর্তমান সরকারের সকল উন্নয়ন ও দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে নেতাকর্মীদের ঘরে-ঘরে যাওয়ার অনুরোধ জানিয়ে কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক এমপি বলেছেন, বাংলাদেশে ১৫ বছরে যে উন্নয়ন হয়েছে তা আজ সারা পৃথিবীর মানুষ তাকিয়ে দেখছে। ১৫ বছরে দেশ ও জাতির নিকট যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেগুলো আমরা পূরণ করেছি।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে নিজ সংসদীয় আসন টাঙ্গাইল-১ (ধনবাড়ী-মধুপুর) মনোনয়ন ফরম জমা দেওয়ার আগমুহূর্তে ধনবাড়ী আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে ড. রাজ্জাক এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, ‘বিএনপি একটি বড় রাজনৈতিক দল। কিন্তু বারবার ভুলের কারণে দ্বাদশ সংসদ নির্বাচনের মাধ্যমে রাজনীতি থেকে বিএনপি বিলুপ্ত হয়ে যাবে। আমরা প্রতিটি ক্ষেত্রেই উন্নয়ন করেছি, নতুন দিগন্ত উন্মোচন করেছি। দেশের উন্নয়নে আওয়ামী লীগের নেতাকর্মীরা দীর্ঘদিন পরিশ্রম করেছেন। বাংলাদেশে আওয়ামী লীগ একটি শক্তিশালী ও শ্রেষ্ঠ দল।’
বিএনপি-জামায়াত ও রাজাকারদের উদ্দেশ করে ড. রাজ্জাক বলেন, ‘তারা এখনো দেশে আছে। এই স্বাধীনতাবিরোধী শক্তি আবারও ক্ষমতায় এসে দেশকে ধ্বংস করতে চায়। নির্বাচনকে বানচালের চেষ্টা চালাচ্ছে। ২০১৪ সালের নির্বাচনে ভোটের দিন স্কুল-কলেজে আগুন দিয়েছিল। জনগণ ভোট দিতে পারে নাই। ২০১৫ সালে একটানা ৯০ দিন অবরোধ-হরতাল চালিয়েছে। কিন্তু তারা সফল হতে পারেনি। আমরা তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে এখনো টিকে আছি। তারা সন্ত্রাস, চাঁদাবাজ ও ট্রেন্ডারবাজ। আমরা এখনো তাদের এদেশে শান্তিতে রেখেছি। কেও বলতে পারবে না আওয়ামী লীগ এ সকল কর্মকাণ্ডে জড়িত।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামছুন নাহার চাঁপা, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর ফারুখ আহমাদ ফরিদ, সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন প্রমুখ।
মন্তব্য করুন