যাচাই-বাছাই শেষে অবশেষে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান রাঙ্গার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (২ ডিসেম্বর) বিকেলের দিকে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
এর আগে সকালের দিকে রংপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে রাঙ্গার মনোনয়ন সাময়িক স্থগিত করা হয়। তার সঙ্গে আরও তিন প্রার্থীর মনোনয়ন সাময়িক স্থগিত করা হয়।
এ বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, রাঙ্গার মনোনয়নপত্রে মামলা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের ঘাটতির কারণে প্রথমে মনোনয়ন স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা। পরে দুপুরে রাঙ্গার প্রতিনিধি প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করলে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
মন্তব্য করুন