আন্তর্জাতিক মানবাধিকার দিবসে রোববার (১০ ডিসেম্বর) দুপুরে গণঅধিকার পরিষদ (একাংশ) রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিলটি বিজয়নগর পানির ট্যাংকির সামনে থেকে শুরু হয়ে পুরানা পল্টন মোড় অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদের একাংশের সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ফারুক হাসান বলেন, আজ বিশ্ব মানবাধিকার দিবস। মানবাধিকার দিবসে বাংলাদেশ সরকার ভয়াবহভাবে মানবাধিকার লঙ্ঘিত করছে। আজকে দেশের জনগণের মানবাধিকার থেকে শুরু করে কোনো অধিকারই নেই। আমরা কথা বলতে গেলেই আমাদের ওপর চালানো হচ্ছে নির্যাতন। সরকার আমাদের নানাভাবে চাপ দিয়েও নির্বাচনে অংশ নেওয়াতে পারেনি। আমরা গণঅধিকার পরিষদ পরিষ্কার ভাষায় বলতে চাই, এই সরকারের অধীনে কোনো নির্বাচন আমরা এ দেশে হতে দেব না।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর ইমানের পরীক্ষা শুরু হয়ে গেছে। যারা ইমানের এই পরীক্ষায় পাস করবে তারা ইতিহাস হবে, আর যারা সরকারের সাথে আঁতাত করবে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। যতই চাপ আসুক, যতই নির্যাতন আসুক, আমরা প্রয়োজনে কেরানীগঞ্জ কারাগারে যাব, তবুও এই সরকারের পাতানো ফাঁদে পা দিব না। সরকার এখন লাগামছাড়া পাগলা ঘোরার মতোন আচরণ শুরু করেছে। তারা যেকোনো মূল্যে ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে।
গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মসিউজ্জামান বলেন, সরকার এখন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কেনাবেচা শুরু করেছে। যারা এই সরকারের অধীনে নির্বাচনে যাচ্ছে, তারা নব্য রাজাকার। এদের অধীনে আমরা কোনো নির্বাচন হতে দেব না।
গণঅধিকার পরিষদের নেতা আতাউল্লাহর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- গণঅধিকার পরিষদ নেতা সাদ্দাম হোসেন, তারেক রহমান, অ্যাডভোকেট শিরিন আকতার, জিয়াউর রহমান, আরিফ বিল্লাহ, মোহাম্মদ শামসুদ্দিন, মোজাম্মেল মিয়াজি, মাববুবুল হক শামীম, ঢাকা মহানগর দক্ষিণের নেতা ইমাম উদ্দিন, ফায়সাল, উত্তরের নেতা মোহাম্মদ আব্দুল্লাহ, শফিকল ইসলাম রতন, যুব অধিকার পরিষদের আহ্বায়ক সাকিব হোসাইন, সদস্য সচিব সোহেল মৃধা, ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব মুনতাসীর মাহমুদ প্রমুখ।
মন্তব্য করুন