কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ০২:২৮ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

জনগণের অধিকারগুলোকে চরমভাবে লঙ্ঘিত করছে সরকার : ১২ দল 

বিজয়নগর পানির ট্যাংকির সামনে ১২ দলীয় জোটের মানববন্ধন হয়েছে। ছবি : কালবেলা
বিজয়নগর পানির ট্যাংকির সামনে ১২ দলীয় জোটের মানববন্ধন হয়েছে। ছবি : কালবেলা

জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেছেন, বাংলাদেশে অতীতেও একতরফা নির্বাচন ও বর্তমানে এক দলীয় শাসনব্যবস্থা জনগণের অধিকারগুলোকে চরমভাবে লঙ্ঘিত করছে। সরকার গত পনের বছরে অত্যাচার- নির্যাতনের আঘাত জনগণের পিঠে বসিয়েছে। সরকারের পতন না ঘটানো পর্যন্ত আমাদের সংগ্রাম-জনতার সংগ্রাম চলছে, চলবে।

রোববার (১০ ডিসেম্বর) দুপুরে বিজয়নগর পানির ট্যাংকির সামনে ১২ দলীয় জোট আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন- এই সরকার দেশপ্রেমিক ছাত্র-যুবক, পেশাজীবী, ব্যবসায়িসহ অগণিত মানুষ গুম করেছে। হত্যা করেছে বাংলাদেশের বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা। বর্তমানে চলছে ভোটাধিকার আদায়ের গণআন্দোলন। সরকার জনগণের অধিকারগুলোকে কেড়ে নিয়ে তাদের ওপর একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়েছে।

বাংলাদেশ এলডিপির মহাসচিব ও ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম বলেন, এই সরকার ক্ষমতায় থাকতে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন অব্যাহত রেখেছে। এর বিরুদ্ধে চলমান আন্দোলনে জনগণ রাস্তায় নেমেছে। এবার আর এই সরকারের শেষ রক্ষা হবে না। জনসম্পৃক্ত চলমান আন্দোলনেই আওয়ামী লীগ সরকারের পতন হবে।

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি ও ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান বলেন, সরকার ধারাবাহিকভাবে মানবাধিকার লঙ্ঘন করে আসছে। রাজনৈতিক নিপীড়নের মধ্য দিয়ে এখন একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু জনগণ এ দেশে আর কোনো একতরফা প্রহসনের নির্বাচন হতে দেবে না। চলমান আন্দোলনেই এই সরকারের পতন ঘটবে।

জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে ও বাংলাদেশ এলডিপির অতিরিক্ত মহাসচিব তমিজ উদ্দিন টিটুর পরিচালনায় আরও বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মো. ফারুক রহমান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান শামসুল আহাদ, জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মাওলানা রুহুল আমীন, আলহাজ সেলিম মাস্টার।

আরও বক্তব্য রাখেন বাংলাদেশ এলডিপির সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম রওনক, এম এ বাশার, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) অধ্যাপক ইকবাল হোসেন, আসাদুর রহমান খান, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা রশীদ বিন ওয়াক্কাস, বাংলাদেশ লেবার পার্টি মো. আমিনুল ইসলাম, মো. শরিফুল ইসলাম, হান্নান আহম্মেদ বাবলু, কাজী মো. নজরুল, ইসলামী ঐক্যজোটের বীর মুক্তিযোদ্ধা শওকত আমিন, ইলিয়াস রেজা, বাংলাদেশ জাতীয় দলের বেলায়েত হোসেন শামীম, মো. মনসুর প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেকর্ড দরপতনে ইরানের রিয়াল, ডলার ছাড়াল ১৪ লাখ ৭০ হাজার

বিপিএল ছাড়ার হুমকি ঢাকা ক্যাপিটালসের

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই : জামায়াত

প্রিমিয়ার লিগ জয়ের জন্য শক্তি বাড়াল ম্যানসিটি

যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, নিবিড় পর্যবেক্ষণে ভারত

আলজাজিরার এক্সপ্লেইনার / কেন বাংলাদেশে জেএফ-১৭ যুদ্ধবিমান বিক্রি করতে চাইছে পাকিস্তান

খালেদা জিয়া জনগণের মুক্তির দূত হিসেবে আবির্ভূত হয়েছিলেন : কবীর ভূঁইয়া

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেডআরএফের দোয়া মাহফিল

মাঠেই মৃত্যুর কোলে ঢোলে পড়লেন ক্রিকেটার

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ 

১০

বিড়িতে সুখটান দেওয়া বক্তব্যের ব‍্যাখ‍্যা দিলেন ফয়জুল হক

১১

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ইউট্যাবের শ্রদ্ধাঞ্জলি

১২

ফাইনালের রাজা হ্যান্সি ফ্লিক

১৩

মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে হাসনাত-মঞ্জুরুলের পাল্টা আবেদন

১৪

মিয়ানমার সীমান্তের ওপারে ফের গোলাগুলি, সতর্ক অবস্থানে বিজিবি

১৫

খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির গভীর শোক

১৬

ইরানে বিক্ষোভ কেন, সরকার কি পতনের মুখে?

১৭

ট্রাম্পকে হুমকি দিয়ে মার্কিন হামলার আশঙ্কায় কলম্বিয়ার প্রেসিডেন্ট

১৮

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হলেন নাজিমুদ্দিন

১৯

অস্ত্র ও হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার 

২০
X