কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩, ১০:৪৭ পিএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ভোট বর্জন নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন

দেশবাসীকে ভোটদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ছবি : কালবেলা
দেশবাসীকে ভোটদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ছবি : কালবেলা

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে একতরফা ও প্রহসনের আখ্যা দিয়ে তা বর্জন ও ভোট দান থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসঙ্গে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধভাবে গণআন্দোলন গড়ে তোলার জন্য সবাইকে আহ্বান জানিয়েছে দলটি।

সংগঠনের ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে বলেন, ‘২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ লগি-বৈঠা দিয়ে সারা দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছিল। ২০০৮ সালে সমঝোতার নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা নিয়েই বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন চালায়। দেশকে রাজনৈতিক নেতৃত্ব শূন্য করার হীন উদ্দেশে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। এমনকি সরকার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জড়িয়ে সাজা প্রদান করে রাজনীতি করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। দেশের প্রায় সকল রাজনৈতিক দল, সুশীল সমাজ, লেখক, বুদ্ধিজীবী, কলামিস্ট, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানাচ্ছে। কিন্তু সরকার সকল মহলের দাবি ও মতকে অগ্রাহ্য করে আজ্ঞাবহ নির্বাচন কমিশনের মাধ্যমে তপশিল ঘোষণা করে প্রহসনের নির্বাচনের আয়োজন করেছে।’ তিনি আরও বলেন, ‘বিরোধীদল যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেজন্য সরকার শুরু থেকেই পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে আসছে। বিশেষ করে গত ২৮ অক্টোবর অত্যন্ত পরিকল্পিতভাবে বিরোধীদল ঘোষিত সমাবেশের ওপর হামলা করে। নির্বাচনের আগে বিরোধীদলের নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটক রেখে নির্বাচনে অংশগ্রহণের পথ রুদ্ধ করে দিয়েছে। জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেলসহ প্রায় সাড়ে ৩ হাজার নেতাকর্মীকে অন্যায়ভাবে কারাগারে আটক রেখেছে। জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে এ পর্যন্ত সরকারের দায়ের করা মামলার সংখ্যা ১৪,৮৪৯টি। সরকার জনগণের মতামতকে তোয়াক্কা না করে প্রহসনের নির্বাচনের যে আয়োজন করেছে, জনগণ তা কোনো অবস্থাতেই মেনে নেবে না। দেশের বিদ্যমান পরিস্থিতিতে আমাদের আহ্বান হচ্ছে- প্রহসনের ও ভাগাভাগির নির্বাচনের বিরুদ্ধে নিজ নিজ অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তুলুন।’

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ ও প্রশাসনের অবৈধ চাপ, হুমকি, ভয়-ভীতি অগ্রাহ্য করে নিজে ভোটদান থেকে বিরত থাকুন ও অপরকে বিরত রাখুন। ভোটের যে কোনো কাজে সরকারকে সহযোগিতা করা থেকে বিরত থাকুন। সরকারের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করুন। এই লক্ষ্যে আমাদের কর্মসূচি হচ্ছে- ২১ থেকে ২৩ ডিসেম্বর দেশব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ এবং রোববার দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক অবরোধ।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এএইচএম হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় প্রচার-মিডিয়া সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমীর আব্দুর রহমান মুসা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দল হিসেবে আ.লীগকে বিচারের আওতায় আনতে হবে : সাকি

আরও কমানো হলো সোনার দাম

আ.লীগের সব কার্যক্রম নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস

মধ্যপ্রাচ্য ইস্যুতে নেতানিয়াহু-ট্রাম্পের দূরত্ব বাড়ছে : ইসরায়েলি মিডিয়া

বিএনপিপন্থি প্রকৌশলীদের ওপর আওয়ামীপন্থিদের হামলা

জুলাই ঘোষণাপত্র নিয়ে যে সিদ্ধান্ত এলো

যুদ্ধবিরতি কার্যকর / ভারত এখনো স্থগিত রেখেছে পাক-ভারত সিন্ধু জলচুক্তি

সিএনজি ফিলিং স্টেশনের কমিশন ৫ টাকা ১০ পয়সা বাড়ানোর দাবি

বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ

ভারতের রাফাল ধ্বংসকারী সেই যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

১০

ফেনীতে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও সেনা ব্রিগেড দাবি

১১

পারিবারিক অনুষ্ঠানে ছোট ভাইয়ের বাসায় গেলেন খালেদা জিয়া

১২

পিকআপভ্যান চাপায় দুই ভাইসহ নিহত ৩

১৩

সিলেটে আ.লীগ নিষিদ্ধের মিছিলে ছাত্রলীগ নেতাকে গণপিটুনি

১৪

চবির পঞ্চম সমাবর্তনকে ঘিরে চলছে শেষ প্রস্তুতি

১৫

প্রথমবারের মতো হলো ‘বরিশাল ক্যারিয়ার ফেস্ট ২০২৫’

১৬

ইনডোর ইস্যুতে টনক নড়েছে এনএসসির

১৭

যুদ্ধে ভারত-পাকিস্তানের ক্ষয়ক্ষতির পরিমাণ

১৮

ধামরাইয়ে গ্রামবাসীর গণ অর্থায়নে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আরিফুলকে সংবর্ধনা

১৯

রিয়ালের দুইয়ে দুইয়ে চার মিলে গেছে

২০
X