রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও আশপাশে আজ শুক্রবার কোনো পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা যায়নি।
গতকাল বৃহস্পতিবার রাত থেকেই পোশাকধারী পুলিশের অবস্থান দেখা যায়নি। তবে হোটেল ভিক্টোরিয়ার পাশের গলিতে কিছু পুলিশ অবস্থান করছে।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান না থাকার বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার কালবেলাকে বলেন, এমন কোনো বিষয় জানা নেই। এখন নেই, হয়তো থাকবে। পুলিশের পক্ষ থেকে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
প্রসঙ্গত, গত ২৮ অক্টোবরের ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রাখে। ২৪ ঘণ্টা পর্যায়ক্রমে পুলিশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও কার্যালয়ের আশপাশে নিয়োজিত ছিল। শুরুতে সেখানে সাধারণ মানুষের চলাচলেও বাধা দেওয়া হয়। এরপর থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ অবস্থায় রয়েছে।
মন্তব্য করুন