আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটদানে বিরত থাকতে জনগণকে আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে ‘ডামি নির্বাচন‘ বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে রাজধানীর পল্টন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগকালে নেতৃত্ব দেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় ১নং যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ ও ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ফিরোজ।
এ সময় আরও উপস্থিত ছিলেন শেরেবাংলা নগর থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবদুল হালিম, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের এ কে মামুন, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সম্রাট ভুইয়া, হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নসরুল্লাহ সৈকত, ছাত্রদল নেতা আফ্রিদিসহ বিভিন্ন ইউনিটের ১৫-২০ জন ছাত্রনেতা।
নেতাকর্মীরা আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে পথচারী, দোকানদার, রিকশাচালকসহ জনগণের কাছে লিফলেট তুলে দেন।
মন্তব্য করুন