ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি এ বি এম ইজাজুল কবির রুয়েলকে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে।
ঢাবি ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল কারাগারে থাকায় সংগঠনের গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে রুয়েলকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল রোববার (৩১ ডিসেম্বর) এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
রোববার রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ২৮ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ।
মন্তব্য করুন