কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০২:২৯ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি কি ভোট ঠেকাতে পারবে?

বিএনপির লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিএনপির লোগো। গ্রাফিক্স : কালবেলা

আর মাত্র কয়েক ঘণ্টা পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু। এখনো নির্বাচন বানচাল করতে মরিয়া বিএনপি। শেষ সময়ে এসেও একের পর এক পরিকল্পনা করছে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দলটি। তবে কোনো কিছুতেই ফায়দা হাসিল করতে পারছে না তারা।

হরতাল-অবরোধ এমনকি অসহযোগ আন্দোলনের মতো টানা কর্মসূচি দিলেও তা আমলে নিচ্ছে না ক্ষমতাসীন আওয়ামী লীগ। সুষ্ঠু ভোট করতে সব আয়োজন শেষ করার কথা বলছে সরকার। কিন্তু এখনো যে কোনো অপ্রিতিকর পরিস্থিতির শঙ্কা উড়িয়ে দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী।

এরই মধ্যে ট্রেনে বাসে-আগুন দেওয়ার পাশাপাশি বিভিন্ন ভোটকেন্দ্রে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটছে। এসব ঘটনার সঙ্গে ভোট বানচাল এবং হরতাল সমর্থকদের হাত রয়েছে বলে অভিযোগ পুলিশের। আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা বলছেন, সারা দেশে গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রের তালিকা করা হয়েছে।

প্রশাসনের শঙ্কা নির্বাচন ঠেকাতে জ্বালাও-পোড়াওসহ নানা নাশকতা করেছে দুর্বৃত্তরা। তাতে সফল না হওয়ায় এখন ভোটের দিন বা এর আগের দিন কেন্দ্রভিত্তিক নাশকতার পরিকল্পনা করা হচ্ছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানানো হয়েছে। দেশজুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার জাল।

পুলিশ সূত্র বলছে, ভোট রোববার হলেও ৫ জানুয়ারি থেকে চিহ্নিত ৫৩ আসনসহ অন্যান্য আসনের ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা দিতে শুরু করেছে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সরকার ভোটারদের কেন্দ্রে যেতে বলছে। আর ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানাচ্ছে বিরোধীরা। ভোটারদের কেন্দ্রবিমুখ করতে পরিকল্পনা করছে একটি চক্র। ভোটাররা যাতে কেন্দ্রে না যান, সেজন্য ভোটকেন্দ্রে হাতবোমা ছোড়া, কেন্দ্রের কাচ ভাঙা, বিকট শব্দে পটকা ফোটানোর মতো ঘটনা ঘটতে পারে বলেও জানায় সংশ্লিষ্ট সূত্র।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন কালবেলাকে বলেন, ভোটকেন্দ্রে নাশকতার পরিকল্পনার তথ্য পাওয়ার পর তা ঠেকাতে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, ভোটকেন্দ্রে চোরাগোপ্তা হামলা, হাতবোমার বিস্ফোরণ ঘটানো, ভাঙচুর চালানোর মতো ঘটনা ঘটতে পারে বলে গোয়েন্দা তথ্য আছে। এসব বিষয় মাথায় রেখে আমরা নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। সন্দেহভাজনদের চিহ্নিত করে গতিবিধি নজরদারি করা হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এসব করে শেষ পর্যন্ত ভোট ঠেকাতে পারবে না বিএনপি। তবে মাঠের রাজনীতিতে সক্রিয় এই দলটি হাইকমান্ডও বলছে, পরিস্থিতি বুঝে তারাও কঠোর অবস্থান থেকে সরে এসেছে।

বিএনপি মনে করছে, ভোট হয়ে গেলেও বেশি দিন টিকবে না এই সরকার। যে কোনো মূল্যে বিশ্বের কাছে এই নির্বাচনকে অগ্রহণযোগ্য করতে তুলতে পারলেই তারা সফল হবে বলে দাবি করছে বিএনপি। এ জন্য ভোটারদের কেন্দ্রে যেতে নিরুৎসাহিত করা হচ্ছে। আর নির্বাচন কমিশন এবং সরকার ভোটারদের কেন্দ্রে নিতে নানামুখী প্রচারণা চালিয়ে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই হলের নাম পরিবর্তন

সাবেক ছাত্রদল নেতার ওপর দফায় দফায় হামলার অভিযোগ

জবির হল সংসদে ইসলামী ছাত্রী সংস্থা সমর্থিত প্যানেলের জয়

বিজয়ী হয়ে যা বললেন রিয়াজুল

সুখবর পেলেন বিএনপি নেত্রী রাহেনা

এবার সহযোগিতা চাইলেন আমজনতার তারেক

গোপালগঞ্জে শতাধিক আ.লীগ কর্মীর বিএনপিতে যোগদান

বিশ্বকাপ বাছাইয়ে কবে নামছে বাংলাদেশ, কারা প্রতিপক্ষ—জানাল আইসিসি

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা

স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যার সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

১০

শীর্ষ ৩ পদে কত ভোট পেয়ে জিতল ছাত্রশিবির সমর্থিত প্যানেল

১১

জকসু নির্বাচনে শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয়

১২

জুলাইয়ে বীরত্ব : সম্মাননা পেল ১২শ আহত, শহীদ পরিবার ও সাংবাদিক

১৩

পাকিস্তানের আকাশসীমায় অসুস্থ হওয়া বিমানের যাত্রীর মৃত্যু, তদন্তের মুখে পাইলট

১৪

ফারহানের ফিফটিতে লঙ্কান দুর্গে পাকিস্তানের দাপুটে জয়

১৫

আয় ও সম্পদ নিয়ে অপপ্রচার, মুখ খুললেন নাহিদ ইসলাম

১৬

৪৮৯ উপজেলায় বিজিবি মোতায়েন থাকবে

১৭

ব্যবসায়ীকে গুলি করে হত্যায় মামলা, বিচারের দাবিতে মানববন্ধন

১৮

কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নূরুল আবছারকে কারাদণ্ড

১৯

‘সন্ধ্যার পর শিক্ষার্থীরা বাড়ির বাইরে থাকতে পারবে না’

২০
X