খেলাফত মজলিসের আমীর মাওলানা আবদুল বাছিত আজাদ বলেছেন, আওয়ামী লীগ অবৈধ সাজা দিয়ে সম্পূর্ণ গায়ের জোরে একটি নির্বাচন করলেও জনগণ ভোট বর্জনের মাধ্যমে তার জবাব দিয়েছে। সরকার গত ৭ জানুয়ারি বিরোধী দল ও মতকে কণ্ঠরোধ করে জেল-নিপীড়ন চালিয়েছে। দেশপ্রেমিক জনগণ কখনো এই সরকারকে মেনে নিবে না।
শনিবার (২৭ জানুয়ারি) সকালে রাজধানীর একটি রেস্টুরেন্টে খেলাফত মজলিসের কেন্দ্রীয় শূরার সাধারণ অধিবেশনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অবিলম্বে এই অবৈধ সংসদ ভেঙে দিয়ে দল নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। চাল-ডাল, তেল-আটাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সব জিনিসের দাম। মৌসুমী শাক-সবজি ও ফলমূলের দামও এখন আকাশচুম্বী। সামনে গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির পাঁয়তারা চলছে।
আব্দুল বাছিত আজাদ বলেন, জাতীয় শিক্ষাব্যবস্থার মাধ্যমে ট্রান্সজেন্ডারের মতো সমকামিতার পশ্চিমা অপসংস্কৃতি মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে স্বাভাবিক করার পাঁয়তারা করা হচ্ছে। কোমলমতি শিশু-কিশোর/কিশোরীদের এমন বিষয়াদি শেখানো হচ্ছে যা এ দেশের ধর্মীয় সংস্কৃতি ও মূল্যবোধের সাথে সরাসরি সাংঘর্ষিক। পাঠ্যপুস্তকের প্রচ্ছদ থেকে ভেতরের কন্টেন্ট এমনভাবে রচিত হয়েছে যা আলিয়া মাদরাসা শিক্ষার স্বকীয়তা নষ্ট করেছে।
দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা সাখাওয়াত হোসাইন, আহমদ আলী কাসেমী, আবদুল্লাহ ফরিদ, সিরাজুল হক, জিয়াউল হক শামীম, ফেরদাউস বিন ইসহাক, জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মো. আবদুল জলিল, মিজানুর রহমান, আহমদ আসলাম, সামছুজ্জামান চৌধুরী, আবদুল মজিদ, এএসএম খুরশীদ আলম, শেখ সালাহউদ্দিন, কাজী মিনহাজুল আলম, ডা. রিফাত হোসেন মালিক, আবদুল হাফিজ খসরু।
আরও উপস্থিত ছিলেন তাওহীদুল ইসলাম তুহিন, মাহফুজুর রহমান, ডা. আসাদুল্লাহ, খন্দকার শাহাবুদ্দিন আহমদ, আবদুল হক আমিনী, মো. জহিরুল ইসলাম, জিল্লুর রহমান, বোরহান উদ্দিন সিদ্দিকী, ফয়জুল ইসলাম, শাইখুল ইসলাম, আবদুল হাই, সৈয়দ মুশাহিদ আলী, সাঈদ আহমদ, আবু সালমান, আবু হানিফ, নূর হোসেন, আফতাব উদ্দিন, সাখাওয়াত হোসাইন মোহন, মো. সিরাজুল ইসলাম, কাজী ফিরোজুল ইসলাম, নুরুল হক, নেহাল আহমদ, আবদুল হান্নান, সাইফুদ্দিন আহমদ খন্দকার, মো. আবুল হোসেন, আজিজুল হকসহ মজলিসে শূরার অন্যান্য সদস্যবৃন্দ।
মন্তব্য করুন