শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ০৪:৪৮ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

‘সংখ্যালঘুদের ওপর নিপীড়ন ঠেকাতে সরকারকেই ব্যবস্থা নিতে হবে’

‘নির্বাচন, সহিংসতা ও মানবাধিকার : উত্তরণের পথ’- শীর্ষক মতবিনিময় সভায় কথা বলেন শাহরিয়ার কবির। ছবি : কালবেলা
‘নির্বাচন, সহিংসতা ও মানবাধিকার : উত্তরণের পথ’- শীর্ষক মতবিনিময় সভায় কথা বলেন শাহরিয়ার কবির। ছবি : কালবেলা

ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, গত ৭ জানুয়ারি নির্বাচনে আবারও সংখ্যালঘুদের ওপর নিপীড়ন চালানো হয়েছে। এমন নিপীড়ন ঠেকাতে সরকারকেই ব্যবস্থা নিতে হবে।

শনিবার (২৭ জানুয়ারি) ‘নির্বাচন, সহিংসতা ও মানবাধিকার : উত্তরণের পথ’- শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

শাহরিয়ার কবির বলেন, এই নির্বাচনে অত্যন্ত স্পষ্টভাবে সংখ্যালঘুবিরোধী, হিন্দুবিরোধী, যারা দুর্নীতি করছেন, নানাভাবে লুটতরাজের সঙ্গে যুক্ত ছিলেন তারা সহিংসতা করেছেন। এদেশে সংখ্যালঘু সুরক্ষা আইন ও কমিশন গঠন করা ছাড়া নির্বাচনকে কেন্দ্র করে নির্যাতন বন্ধ করা সম্ভব না। আওয়ামী লীগের আমলে সংখ্যালঘুদের ওপরে হামলা-নিপীড়ন হয়েছে। কিন্তু এর থেকে ভয়াবহভাবে বিএনপি-জামায়াতের আমলে হামলা হয়েছে।

তিনি বলেন, বিএনপির আমলে সংখ্যালঘুরা নির্মম হামলার শিকার হয়েছে। আ.লীগ পাঠ্যপুস্তকে অসাম্প্রদায়িক লেখকদের লেখা বাদ দিয়েছে। আওয়ামী লীগ মন্দের ভালো। এবারের নির্বাচনে প্রশাসন সতর্ক ছিল তারপরও সংখ্যালঘুদের ওপর সহিংসতা হয়েছে।

ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বলেন, আমরা একটা সহিংস সমাজের মধ্যে বসবাস করছি। প্রতিটি মানুষ আজকে সহিংসতার শিকার। যার শক্তি কম, তার প্রতিবাদও কম। সে জন্যই তাদের ওপর অত্যাচার অনেক বেশি হয়। কারণ অত্যাচারী জানে, এখানে সহিংসতা করলে সে পার পেয়ে যাবে। তাইতো সংখ্যালঘুরা নির্যাতনের শিকার বেশি হয়।

সভায় বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ডক্টর নিজাম ভূইয়া। তিনি বলেন, একটা সময় ছিল যখন আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি ও পরস্পরের পাশে দাঁড়াতাম কিন্তু আমার দেখা চট্টগ্রামের একটা নির্বাচনে সালাউদ্দিন কাদের চৌধুরী ভোটের দিন সংখ্যালঘু ভোটারদের ভোট দিতে দেয়নি। এ সংস্কৃতির পরিবর্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া সম্ভব নয়। সভায় জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত অভিযোগ করে বলেন, যারা সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে জড়িত তারা অনেকে ক্ষমতাশীল দলের লোক। সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা আইন ও কমিশন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতিদ্রুত গঠন করবেন বলেও জানান তিনি। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিকের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দ্রনাথ পোদ্দার। এ সময় আরও বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী (মানিক), বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা কাজল দেবনাথ, নির্বাচনী সহিংসতা শিকার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি নিমচন্দ্র ভৌমিকসহ অন্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যাম্প ন্যু প্রস্তুত না হলে লা লিগার কাছে যে অনুরোধ করতে চায় বার্সা

‘নির্বাচনে আমলাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করে গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে হবে’

সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার, যেসব বিষয়ে আলোচনা

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

১০

সুদ দিতে না পারায় বসতঘরে তালা, বারান্দায় রিকশাচালকের পরিবার

১১

দেশ বাঁচাতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে : চরমোনাই পীর

১২

এএসপির বাসায় চাঁদাবাজি-ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার

১৩

জেলের জালে বড় ইলিশ, ৯ হাজারে বিক্রি 

১৪

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা

১৫

আগামী সংসদ প্রথম তিন মাস ‘সংবিধান সংস্কার সভা’ হিসেবে কাজ করার প্রস্তাব

১৬

ধরলার তীব্র ভাঙন, টেকসই বাঁধ নির্মাণের দাবি

১৭

নেতা ও ভোটারের জবাবদিহিই হবে শ্রেষ্ঠ সংস্কার : মঈন খান

১৮

পাপের ফল ওদের ভোগ করতেই হবে : রাশেদ খান

১৯

ক্ষমা চাইলেন স্বাধীন খসরু 

২০
X