এই সরকার থাকলে নিত্যপণ্যের দাম কমবে না বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু।
রোববার (৩ মার্চ) রাজধানীর পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নীতি-নির্ধারণী কমিটির এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, প্রতিটি নিত্যপণ্যের দাম আজ আকাশচুম্বী। জনগণ বাজারে গিয়ে একটা পণ্য কিনলে আরেকটা কিনতে পারে না। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনগণ আজ দিশাহারা। অথচ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ নেই সরকারের। জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় দেশবাসীর কাছে তাদের কোনো জবাবদিহিতা নেই। এই সরকার ক্ষমতায় থাকলে নিত্যপণ্যের দাম কমবে না। তাই সরকারকে বিদায় করতে হবে। এ জন্য আন্দোলনকে আরও বেগবান করতে হবে।
সভায় দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও যৌথ আন্দোলনের কৌশল এবং সাংগঠনিক বিষয়েও আলোচনা হয়। সভায় সর্বসম্মত সিদ্ধান্তে ভাসানী অনুসারী পরিষদের ছাত্র সংগঠন এবং কৃষক সংগঠন বিলুপ্ত ঘোষণা করা হয়। একইসঙ্গে ভাসানী অনুসারী পরিষদের নামে অনুমোদনহীন ফেসবুক পেজ/ ফেসবুক গ্রুপ পরিচালনাকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।
ভাসানী অনুসারী পরিষদের নেতারা বলেন, কেন্দ্রীয় কমিটির অনুমোদন বা কোনো আলোচনা ছাড়াই ভাসানী অনুসারী পরিষদ কেন্দ্রীয় কমিটি/ভাসানী অনুসারী পরিষদ/ ভাসানী অনুসারী পরিষদ কেন্দ্রীয় দপ্তর নামে কেউ কেউ ফেসবুক পেজ/ ফেসবুক গ্রুপ পরিচালনা করছেন। সভায় এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে অবিলম্বে এসব এখতিয়ার বহির্ভূত কর্মকাণ্ড পরিচালনা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন