কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ১০:২৩ পিএম
অনলাইন সংস্করণ

‘বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ফিলিস্তিনের ওপর হামলা বন্ধ করতে হবে’

বিক্ষোভ সমাবেশে ভাসানী অনুসারী পরিষদের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
বিক্ষোভ সমাবেশে ভাসানী অনুসারী পরিষদের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবিলম্বে ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা, গণহত্যা ও দখলদারিত্ব বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু।

তিনি বলেছেন, সেখানে শিশুসহ মানুষকে যেভাবে হত্যা করা হচ্ছে- সেটি ভয়াবহ, অকল্পনীয় ও অগ্রহণযোগ্য। আমেরিকাসহ বিশ্ব নেতৃত্বকে অনুরোধ করব, এখনই দখলদার ইসরায়েলকে এ হামলা বন্ধ করার জন্য চাপ প্রয়োগ করুন। একই সঙ্গে তাদের খাদ্য ও চিকিৎসার ব্যবস্থা করুন।

বুধবার (০৯ এপ্রিল) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে বর্বর গণহত্যার প্রতিবাদে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের মানুষ সবসময় ফিলিস্তিনের জনগণের পাশে রয়েছে জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত ফিলিস্তিনের জনগণের জন্য অর্থ সহায়তা, খাদ্য সহায়তা এবং চিকিৎসা সহায়তা পাঠানো।

দলের সদস্য সচিব আবু ইউসুফ সেলিম বলেন, সৌদি আরবসহ সকল মুসলিম বিশ্বকে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে। অন্যথায় রোজ হাশরের মাঠে মহান রাব্বুল আলামিনের দরবারে জবাবদিহি করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস ফিলিস্তিনিদের স্বার্থে যেকোনো পদক্ষেপ নিলে ভাসানী অনুসারী পরিষদ তাকে সমর্থন দিয়ে যাবে।

এসময় ভাসানী অনুসারী পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবদুল কাদের বলেন, হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি জনগণকে হত্যা করেছে জুলুমবাজ ইসরায়েল। কিন্তু আমেরিকা, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ সকল মানবাধিকার সংস্থা মুখ বন্ধ করে বসে আছে। কেন? ফিলিস্তিনের জনগণ কি মানুষ না? তাদের বাঁচার অধিকার নেই? আমরা মানবতার পক্ষে। সারা পৃথিবীতে কোনো মানুষ অন্যায়ভাবে হত্যা হোক, সেটি কখনো কাম্য না। আর মুসলিম হিসেবে ইসরায়েলের গণহত্যা আমরা কোনোভাবেই মানতে পারি না। অবিলম্বে জাতিসংঘকে ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়াতে অনুরোধ জানান তিনি।

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক পারভীন নাসের খান ভাসানী, রফিকুল ইসলাম খান রনো, মোহাম্মদ জামিল আহমেদ, আরিফ আহমেদ, অ্যাড জসিম উদ্দিন, যুগ্ম সদস্য সচিব হারুন অর রশিদ, যুব পরিষদের আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান, নারী পরিষদের আহ্বায়ক সোনিয়া আক্তার প্রমুখ। পরে প্রেস ক্লাব ও এর আশপাশের এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিপক্ষকে ১০ গোল দেওয়ার ম্যাচে যে রেকর্ড গড়লেন পেপ গার্দিওলা

স্ট্রিট জার্নালের প্রতিবেদন / সম্ভাব্য ইরান হামলা নিয়ে ‘প্রাথমিক’ আলোচনা করেছে ওয়াশিংটন

তামিম বিতর্কে অবস্থান পরিষ্কার করল কোয়াব

কিউই সিরিজের আগে ভারতীয় শিবিরে দুঃসংবাদ

আরেকবার চেষ্টা করে দেখি : মাহফুজ আলম

১১ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

বরিশালে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

৯ ঘণ্টা পর আইন বিভাগের সেই শিক্ষককে ছাড়ল চবি প্রশাসন

জমি নিয়ে বিরোধে ধস্তাধস্তি, একজনের মৃত্যু

রোহিঙ্গা ক্যাম্পে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে নিহত ১

১০

পাকিস্তানে বোমা বিস্ফোরণে জমিয়ত নেতা নিহত

১১

প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫১, হারালেন ১ জন

১২

সুসংবাদ পেলেন বিএনপির আরও দুই নেতা

১৩

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় আইইবির দোয়া ও শীতবস্ত্র বিতরণ

১৪

সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ৮

১৫

কোনো দুষ্কৃতিকারী বিএনপি করতে পারবে না : রবিউল আলম

১৬

রবীন্দ্র কুঠিবাড়ির বকুলতলায় স্পাইনাল কর্ড ইনজুরিদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন

১৭

আ.লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

১৮

কবিতা মানুষের মনে সৌন্দর্য, অনুভূতি ও ভাবনা নিয়ে আসে : আবদুল্লাহ আবু সায়ীদ

১৯

খালেদা জিয়া ছিলেন জাতীয়তাবাদী শক্তির আদর্শ : পিএনপি

২০
X