কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ

একীভূত হলো ভাসানী অনুসারী পরিষদ ও ডেমোক্রেটিক পিপলস পার্টি

জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে দল দুটির নেতাকর্মীরা। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে দল দুটির নেতাকর্মীরা। ছবি : কালবেলা

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে ভাসানী অনুসারী পরিষদ এবং বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টি (বিডিপিপি) একীভূত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে দল দুটি আনুষ্ঠানিকভাবে একীভূত হলো। এখন থেকে তারা ভাসানী অনুসারী পরিষদের ব্যানারে যৌথভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন। তবে আগামী ২৬ এপ্রিল সম্মেলনের মধ্য দিয়ে নাম পরিবর্তন হতে পারে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ডেমোক্রেটি পিপলস পার্টি বিলুপ্ত ঘোষণা করা হয়। গত বছরের ১১ মে বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টির (বিডিপিপি) আত্মপ্রকাশ ঘটে। বিডিপিপির চেয়ারম্যান আব্দুল কাদের এর আগে যুগপৎ আন্দোলনের শরিক বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) মহাসচিব ছিলেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে গত বছরের ১৮ এপ্রিল বিপিপি থেকে পদত্যাগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে ভাসানী অনুসারী পরিষদ এবং বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টির এই একীভূত হওয়ার বিষয়টিকে যুগান্তকারী ঘটনা হিসেবে উল্লেখ করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এই সরকারকে নিয়ে দেশের মানুষের অনেক আশা-আকাঙ্ক্ষা, প্রত্যাশা ছিল। কিন্তু তারা জনগণের সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। সরকারকে বলব, তাড়াতাড়ি সংস্কার কার্যক্রম শেষ করে অতি দ্রুত নির্বাচন দিন। দীর্ঘদিন ধরে ভোটাধিকার বঞ্চিত দেশের মানুষ এখন ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।

সংবাদ সম্মেলনে বিলুপ্তকৃত বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টির চেয়ারম্যান মো. আব্দুল কাদের লিখিত বক্তব্যে বলেন, বিগত দিনগুলিতে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় রাজপথে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে ছোট দলগুলো বড় দলের সঙ্গে ঐক্যবদ্ধভাবে সংগ্রামে অংশগ্রহণ করলেও তারা উপযুক্ত মর্যাদা থেকে বঞ্চিত। এই উপলব্ধি থেকে তারা মনে করে, ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত না থেকে একটি বড় প্ল্যাটফর্মে দলভুক্ত হয়ে একটি বিকল্প শক্তি হিসেবে মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় তারা অবদান রাখবে। এ ছাড়াও সমমনা আরও ছোট দলগুলোকে একীভূত করার প্রচেষ্টা তারা অব্যাহত রাখবে।

এ সময় ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, সদস্য সচিব আবু ইউসুফ সেলিমসহ উভয় দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি নিয়ে রায় ৪ ডিসেম্বর

কঠোর গোপনীয়তায় কারাগার থেকে সরানো হলো স্ত্রীসহ সন্ত্রাসী সাজ্জাদকে

যমুনা অভিমুখে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীরা, পুলিশের বাধা

ছেলে-মেয়েকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যা

শীতে চুলের যত্নে যা করবেন

ঋণের বোঝা মাথায় নিয়ে উৎপাদনে যাচ্ছে জিলবাংলা চিনি কল

প্রবাসীদের জন্য কঠোর সিদ্ধান্ত কুয়েতের, ডিসেম্বরে কার্যকর

‘সুগার ড্যাডি’ চক্র বন্ধ চেয়ে আইনি নোটিশ

আপনারা সবটুকু জেনে সত্যটাই প্রকাশ করবেন: তানজিন তিশা

শাহজাহান চৌধুরীর বক্তব্যের প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের

১০

ধানের শীষ মানুষের আস্থার প্রতীক : জালাল উদ্দিন

১১

শীতের সকাল বা সন্ধ্যায় গরম গরম সুপ সারাবে ঠান্ডা ও গলার ব্যথা

১২

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

১৩

কুকুর কামড়ে কান ছিঁড়ে নিল শিশুর, মালিক গ্রেপ্তার

১৪

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ পাস

১৫

বৈশাখের বরুণ ফুটেছে অগ্রহায়ণে, বিলাচ্ছে মুগ্ধতা

১৬

সাগরে আরেকটি লঘুচাপ, কমবে তাপমাত্রা

১৭

অন্যদের কাছে সম্মান পেতে যা করা জরুরি

১৮

ম্যানচেস্টার ইউনাইটেড শিখবে কবে?

১৯

মেট্রোরেল কার্ডের অনলাইন রিচার্জের উদ্বোধন 

২০
X