কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ

একীভূত হলো ভাসানী অনুসারী পরিষদ ও ডেমোক্রেটিক পিপলস পার্টি

জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে দল দুটির নেতাকর্মীরা। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে দল দুটির নেতাকর্মীরা। ছবি : কালবেলা

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে ভাসানী অনুসারী পরিষদ এবং বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টি (বিডিপিপি) একীভূত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে দল দুটি আনুষ্ঠানিকভাবে একীভূত হলো। এখন থেকে তারা ভাসানী অনুসারী পরিষদের ব্যানারে যৌথভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন। তবে আগামী ২৬ এপ্রিল সম্মেলনের মধ্য দিয়ে নাম পরিবর্তন হতে পারে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ডেমোক্রেটি পিপলস পার্টি বিলুপ্ত ঘোষণা করা হয়। গত বছরের ১১ মে বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টির (বিডিপিপি) আত্মপ্রকাশ ঘটে। বিডিপিপির চেয়ারম্যান আব্দুল কাদের এর আগে যুগপৎ আন্দোলনের শরিক বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) মহাসচিব ছিলেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে গত বছরের ১৮ এপ্রিল বিপিপি থেকে পদত্যাগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে ভাসানী অনুসারী পরিষদ এবং বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টির এই একীভূত হওয়ার বিষয়টিকে যুগান্তকারী ঘটনা হিসেবে উল্লেখ করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এই সরকারকে নিয়ে দেশের মানুষের অনেক আশা-আকাঙ্ক্ষা, প্রত্যাশা ছিল। কিন্তু তারা জনগণের সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। সরকারকে বলব, তাড়াতাড়ি সংস্কার কার্যক্রম শেষ করে অতি দ্রুত নির্বাচন দিন। দীর্ঘদিন ধরে ভোটাধিকার বঞ্চিত দেশের মানুষ এখন ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।

সংবাদ সম্মেলনে বিলুপ্তকৃত বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টির চেয়ারম্যান মো. আব্দুল কাদের লিখিত বক্তব্যে বলেন, বিগত দিনগুলিতে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় রাজপথে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে ছোট দলগুলো বড় দলের সঙ্গে ঐক্যবদ্ধভাবে সংগ্রামে অংশগ্রহণ করলেও তারা উপযুক্ত মর্যাদা থেকে বঞ্চিত। এই উপলব্ধি থেকে তারা মনে করে, ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত না থেকে একটি বড় প্ল্যাটফর্মে দলভুক্ত হয়ে একটি বিকল্প শক্তি হিসেবে মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় তারা অবদান রাখবে। এ ছাড়াও সমমনা আরও ছোট দলগুলোকে একীভূত করার প্রচেষ্টা তারা অব্যাহত রাখবে।

এ সময় ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, সদস্য সচিব আবু ইউসুফ সেলিমসহ উভয় দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁকড়া নদীতে ভাসছিল ২ যুবকের মরদেহ

ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে যা বললেন মির্জা ফখরুল

‘মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব’

বাংলাদেশ থেকে উড়ে যাওয়া বেলুন নিয়ে ভারতে তুলকালাম

আইপিএল প্রসঙ্গ টেনে বিপিএলে প্রশ্ন, বিরক্ত নবী

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর

অর্থ আত্মসাৎ মামলায় অব্যাহতি পেলেন মেহজাবীন

টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

কিউবায় তেল সরবরাহ বন্ধের হুমকি ট্রাম্পের

৪০ বার হজ আদায়কারী ১৪২ বছরের হাজির মৃত্যু

১০

বার্সার কাছে হার, তবু নিরাপদ জাবির চেয়ার

১১

বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ১ হাজার ১৩ কোটি টাকা

১২

কিশোর বয়সে ইতিহাস গড়লেন ওয়েন কুপার

১৩

বড় ভাইয়ের পর এবার গ্রেপ্তার ছোট ভাই

১৪

কর্মজীবনে বিরতির পর ফিরে আসা, আত্মবিশ্বাস পুনর্গঠনে এক নারীর গল্প

১৫

ক্যারিয়ারের প্রথম গোল্ডেন গ্লোব জয় করলেন টিমোথি চালামেট

১৬

এক মাস জিহ্বা পরিষ্কার না করলে যেসব জটিলতা দেখা দিতে পারে

১৭

নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের

১৮

শৈত্যপ্রবাহ নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস

১৯

ঢাবিতে শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা শুরু ১৮ জানুয়ারি 

২০
X