আন্তর্জাতিক নারী দিবসে রাজধানীতে র্যালির কর্মসূচি ছিল জাতীয়তাবাদী মহিলা দলের। কিন্তু তারা র্যালি বের করেও পুলিশি বাধায় তা শেষ করতে পারেননি। তবে তারা র্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশ করেন। নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মহিলা দলের এই কর্মসূচিতে সংগঠনটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন। তবে কর্মসূচিতে সর্বসাকুল্যে একশজনের মতো নেতাকর্মীর উপস্থিতি ছিল। এর মধ্য দিয়ে মহিলা দলের সাংগঠনিক দীনতার চিত্রই ফুটে উঠেছে বলে অভিমত অনেকের।
শুক্রবার (০৮ মার্চ) মহিলা দলের নেতা-কর্মীরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত হয়ে সংক্ষিপ্ত সমাবেশের পর র্যালি বের করলে পুলিশ বাধা দেয়।
এ সময় স্লোগানের মাধ্যমে পুলিশের বাধার প্রতিবাদ জানায়। পরে পুলিশ তাদের ঘিরে ফেলে। একপর্যায়ে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে চলে যায়। এ জন্য র্যালির অনুমতি না থাকার কথা বলছে পুলিশ।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে বিএনপি কার্যালয়ের সামনে র্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশ করে মহিলা দল।
সরেজমিনে দেখা যায়, সংগঠনটির কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি মিলিয়ে কর্মসূচিতে সর্বসাকুল্যে একশজনের মতো নেতাকর্মী অংশগ্রহণ করেন। এর চেয়ে র্যালির কর্মসূচিকে ঘিরে সেখানে বেশি মহিলা পুলিশ মোতায়েন ছিল। অথচ মহিলা দলের কেন্দ্রীয় এবং মহানগর উত্তর ও দক্ষিণের কমিটিতেই পদধারী নেতা রয়েছেন ৩২৭ জন।
আন্তর্জাতিক নারী দিবসের মতো একটি গুরুত্বপূর্ণ কর্মসূচিকে ঘিরে মহিলা দলের এত কমসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিকে ভালোভাবে নেয়নি অনেকে। তাদের অভিমত, এর মধ্য দিয়ে কার্যত মহিলা দলের সাংগঠনিক দীনতার চিত্রই ফুটে উঠেছে।
বিশ্ব নারী দিবসে মহিলা দলের র্যালির এ অনুষ্ঠানে ব্যাপক পুলিশের উপস্থিতির প্রসঙ্গ তুলে সংগঠনের সভাপতি আফরোজা আব্বাস বলেন, ‘আজকের এ দিনে বিশ্ব নারী দিবসে আমরা নারীরা এখানে যতজন উপস্থিত হয়েছি তার চেয়ে দেখুন কত বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে এখান থেকে নাইটিঙ্গেল রেস্তোরাঁ পর্যন্ত। কতখানি ভয় পায় ওরা। আমরা যদি ৫ জন নারী থাকতাম, সেখানে পাঁচশ পুলিশ মোতায়েন থাকত। এখানেই আমাদের বিজয়।’
মহিলা দলের বর্তমান কেন্দ্রীয় কমিটি ২৬৫ সদস্যবিশিষ্ট। এর মধ্যে সংগঠনটির ১১ জন উপদেষ্টা রয়েছেন। ২০১৯ সালের ১৮ মার্চ এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় বিএনপি। অন্যদিকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ মহিলা দলের উভয় কমিটিই ৩১ সদস্যবিশিষ্ট। ২০২২ সালের ১১ ফেব্রুয়ারি অনুমোদন দেওয়া হয় মহিলা দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার ১০ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি।
মহিলা দলের আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের সহসভাপতি নেওয়াজ হালিমা আরলি, সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান, যুগ্ম সম্পাদক শাহানা আখতার শানু, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক নায়েবে ইউসুফ, দক্ষিণের আহ্বায়ক রুমা আখতার প্রমুখ নেতারা বক্তব্য দেন।
কর্মসূচিতে মহানগর উত্তর মহিলা দলের সদস্য সচিব রুনা লায়লা, দক্ষিণের সদস্য সচিব শাহীনূর নার্গিসসহ কেন্দ্রীয় এবং মহানগর উত্তর-দক্ষিণের নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন