কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ০১:২২ এএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০৮:৫১ এএম
অনলাইন সংস্করণ

আ.লীগ সরকার দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় : লেবার পার্টি

বাংলাদেশ ছাত্র মিশন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অতিথিবৃন্দ। ছবি : কালবেলা
বাংলাদেশ ছাত্র মিশন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অতিথিবৃন্দ। ছবি : কালবেলা

বুয়েটসহ সারা দেশের ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ মূলত গণতন্ত্রবিরোধী এবং সার্বভৌমত্ব বিরোধী জঙ্গিবাদ সৃষ্টি করতে চায় বলে অভিযোগ করেছেন ১২ দলীয় জোট শরিক বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান।

তিনি বলেছেন- বাংলাদেশ মুসলমানের দেশ, এ দেশে কখনোই জঙ্গিবাদের উত্থান হতে পারে না। জঙ্গিবাদের কথা বলে আওয়ামী লীগ সরকার দেশে অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে চায়। দেশবাসী মনে করে- আওয়ামী লীগই জঙ্গিবাদের সৃষ্টিকারী, তারাই জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক।

মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে একটি রেস্টুরেন্টে বাংলাদেশ ছাত্র মিশন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে লায়ন ফারুক এসব কথা বলেন।

১২ দলীয় জোটের অন্যতম এই শীর্ষ নেতা অবিলম্বে এই সরকারকে পদত্যাগ ও গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে দেশে একটি নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন এবং শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহসভাপতি রাশেদ প্রধান বলেন, কথাবার্তা পরিষ্কার, ৯০ ভাগ মুসলমানের দেশে শিক্ষাঙ্গনে ইফতার এবং নামাজ হবে। মসজিদে আজান হবে, মাদ্রাসায় ধর্মীয় শিক্ষা হবে। প্রয়োজনে শিক্ষাঙ্গনে আওয়ামী লীগ, ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে।

তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষ আজ অসহায়। কিন্তু নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের কার্যকরী কোনো পদক্ষেপ নেই, তারা লুটপাটে ব্যস্ত। জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় তাদের কোনো জবাবদিহিতা নেই। সংকট উত্তরণে এই সরকারকে বিদায় করতে হবে। এ জন্য ডান-বাম সবাইকে নিয়ে চলমান আন্দোলনকে আরো বেগবান করতে হবে।

বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি মো. হাবিবুল্লাহ’র সভাপতিত্বে ও বাংলাদেশ লেবার পার্টির যুগ্মমহাসচিব মো. শরীফুল ইসলামের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন ১২ দলীয় জোটভুক্ত বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, মহাসচিব মো. আবু হানিফ, বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জাকির হোসেন, মহাসচিব মো. আমিনুল ইসলাম, সিনিয়র যুগ্মমহাসচিব মো. হুমায়ুন কবির, যুগ্মমহাসচিব মো. শওকত হোসেন চৌধুরী, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুবারক হোসেন, ছাত্র আন্দোলন সম্পাদক জামাল খান, ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ, জাতীয় ছাত্রসমাজের সভাপতি কাজী ফয়েজ আহমেদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার, বাংলাদেশ ছাত্রলীগের (জেএসডি) সভাপতি তৌফিকুজ্জামান পিরাচা, মুসলিম ছাত্রলীগের সভাপতি মো. নুরে আলম, যুব মিশনের ইমরুল কায়েস প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে সব এলাকায়

রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

নিবন্ধনের সময় শেষ / পোস্টাল ব্যালটে ভোট দিতে ১৫ লাখের বেশি আবেদন

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

ঢাকার ৭ এলাকায় আজ বায়ুদূষণ মারাত্মক, সুরক্ষায় কিছু পরামর্শ

সুরভীর সঙ্গে ন্যায়বিচার হয়নি, পুরো বিষয়টি বানোয়াট : নাহিদ

ছুটির তালিকা সংশোধনের আহ্বান প্রাথমিক শিক্ষকদের

নাক বন্ধ? আরাম পেতে সহজ কিছু পরামর্শ

লবণের পরিমাণ কম না বেশি, কোনটা ক্ষতিকর

বিপিএল: সিলেট পর্বের বাকি ম্যাচে নিরাপত্তা দিতে নারাজ পুলিশ

১০

ভারতে বিশ্বকাপ খেলতে বিসিবিকে ‘রাজি করাতে’ নতুন প্রস্তাব বিসিসিআইয়ের

১১

ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নির্বাচিত হলেন কে. এম. মোজিবুল হক

১২

আজ রোদের দেখা মিলবে কি না যা জানা গেল

১৩

কতজন সেনা গিয়ে মাদুরোকে তুলে নিয়েছিল, জানাল যুক্তরাষ্ট্র

১৪

চুয়াডাঙ্গায় ৭ ডিগ্রির হাড় কাঁপানো শীত, জনজীবন স্থবির

১৫

জকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু 

১৬

ইরান নিয়ে একাট্টা যুক্তরাষ্ট্র-ইসরায়েল, কী হতে যাচ্ছে সামনে

১৭

রবিউলের লাশ ফেরত দিল বিএসএফ

১৮

জকসু নির্বাচন : ক্যাম্পাসে কড়া নজরদারিতে শিক্ষক-কর্মকর্তারা

১৯

ঠান্ডায় মাংসপেশির ব্যথা: কারণ, করণীয় ও প্রতিরোধের উপায়

২০
X