মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ মে ২০২৪, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

গরিব মানুষকে আরও গরিব করছে আ.লীগ : রিজভী 

রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য কাজ করেননি বরং কাজ করেছেন কাছের ব্যক্তির জন্য। সচ্ছল করেছেন ছাত্রলীগ, যুবলীগকে। আর কাউকে করেননি। গরিব মানুষকে আরও গরিব করছেন, পদদলিত করেছেন।

শুক্রবার (১০ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি-সুচিকিৎসা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং মহানগর বিএনপি নেতাসহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবিতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বলেন, প্রধানমন্ত্রী গোপালগঞ্জে বলেছেন, ‘দেশের মানুষকে সচ্ছল করেছি’। আমার কথা হলো- প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন তার সঙ্গে তো বাস্তবে কোনো মিল নেই। আপনি সচ্ছল করতে চাচ্ছেন তো অন্য কাউকে।

আজকেই দেখেছি, প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একজন ব্যক্তি তিনি পৃথিবীর ধনীদের তালিকায় তৃতীয় হয়েছেন। ফক্স বলে একটি পত্রিকা আছে যেখানে ধনীদের তালিকা করে সেই তালিকায় তার নাম চলে এসেছে। এর আগে তার নাম ছিল সিঙ্গাপুরের মধ্যে শীর্ষ ধনী তালিকায়, এবার গ্লোবালি (বৈশ্বিক) ধনী হয়েছেন।

উপজেলা নির্বাচন বর্জন করায় দেশের জনগণকে অভিনন্দন জানান রিজভী। তিনি অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী যে দুঃশাসন কায়েম করেছেন এটা চলতে দেওয়া যায় না।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় আরও বক্তব্য দেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আবুল খায়ের ভুইয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আব্দুল খালেক, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, প্রশিক্ষণ সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, যুববিষয়ক সহসম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, মহানগর বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ইউনুস মৃধা, তানভীর আহমেদ রবিন, লিটন মাহমুদ, মোশাররফ হোসেন খোকন প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ও ফকিরাপুল মোড় ঘুরে ফের সেখানে গিয়ে শেষ হয়। মিছিলে উক্ত নেতারাসহ বিএনপি নেতা কৃষিবিদ শামীমুর রহমান শামীম, কাজী রওনকুল ইসলাম টিপু, আ ক ম মোজাম্মেল হক, সালাউদ্দিন ভুইয়া শিশির, যুবদলের মামুন হাসান, এসএম জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবার খোঁজে ভারতে যাচ্ছেন এমপি আনারের মেয়ে

ফোর্বসের তালিকায় স্থান পাওয়া ৯ তরুণকে ছাত্রলীগের শুভেচ্ছা

মোবাইল কিনে না দেওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

উন্মুক্ত লাইব্রেরিতে বসে লাখ টাকার অবৈধ বিদ্যুৎ ব্যবসা

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু, ক্যাম্প কমান্ডারসহ প্রত্যাহার ৪

চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৫.৮২ শতাংশ : বিবিএস

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুর

জাল স্বাক্ষরে ওষুধ বিতরণের অভিযোগ

ফিলিস্তিনিদের সঙ্গে আরবদের মুনাফেকি ও সুপার হিরোদের অবদান

নোয়াখালীতে ৩০ কেজি হরিণের মাংস জব্দ

১০

নিপুণের পেছনে বড় কোনো শক্তি আছে : ডিপজল

১১

ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে চবিতে সাইক্লিস্টের র‍্যালি

১২

রাষ্ট্রপতির সঙ্গে আইআইইউসি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

১৩

আ.লীগ নেতার বিরুদ্ধে আপত্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগ

১৪

রাইসির মরদেহ কোথায়, জানাজার বিষয়ে কী সিদ্ধান্ত?

১৫

রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি ৫০ বছরের পুরোনো

১৬

মসজিদে ঢুকে ইমামকে যুবদল নেতার বেধড়ক মারধর

১৭

রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের পরও বেঁচে ছিলেন এক আরোহী

১৮

ছেলের আত্মহত্যায় মায়ের বিষপান

১৯

অপু বিশ্বাসের অভিযোগে ৩ জনকে সতর্ক করল পুলিশ

২০
X