হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এবং সাবেক সহ-সভাপতি মো. ঝলক মিয়ার চিকিৎসার খোঁজখবর নিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (২২ মে) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাদের দেখতে যান রিজভী। এসময় চিকিৎসার পাশাপাশি তাদের শারীরিক অবস্থারও খোঁজ নেন তিনি।
মঙ্গলবার (২১ মে) রাতে রাজধানীর শিল্পকলা একাডেমির সামনে কাজী রওনকুল ইসলাম শ্রাবণের ওপর ছাত্রলীগ হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এতে তিনি গুরুতর আহত হন। আহতাবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে সেখান থেকে তাকে এই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
মন্তব্য করুন