কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৪, ১০:১০ এএম
আপডেট : ২৩ মে ২০২৪, ১১:০৬ এএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতার হাত ধরে রাজনীতিতে আসেন এমপি আনার

সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। পুরোনো ছবি
সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। পুরোনো ছবি

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। দুদিন ধরেই খবরের শিরোনাম হচ্ছেন এই নামটি। কয়েক দিন আগেই চিকিৎসার জন্য ভারত গিয়েছিলেন তিনি। এরপর থেকেই নিখোঁজ ছিলেন আলোচিত এই সংসদ সদস্য। পরে জানা যায় তাকে হত্যা করা হয়েছে।

বুধবার (২২ মে) কলকাতার বাংলাদেশ উপদূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে। হত্যার তথ্যটি বেরিয়ে আসার পর থেকেই শুরু হয় নানা আলোচনা। কেন, কীভাবে তাকে হত্যা করা হলো এ নিয়ে শুরু হয় জল্পনা।

ইতোমধ্যে তার মৃত্যু ঘিরে দেখা দিয়েছে রহস্য। যার বেড়াজাল কাটতে তৎপর প্রশাসন। এখন প্রশ্ন হলো কে এই আনার? কিভাবে উঠে এসেছিলেন তিনি?

কালীগঞ্জ উপজেলার পার-শ্রীরামপুর গ্রামের ইয়াকুব আলীর চার পুত্রের মধ্যে ছোট ছিলেন আনার। ছোটবেলা থেকেই ফুটবল খেলার প্রতি আগ্রহী ছিলেন। অল্প বয়সে তিনি এ অঞ্চলের একজন জনপ্রিয় খেলোয়াড় হয়ে ওঠেন। ১৯৮৬ সালে ব্যবসা আর ৮৮ সালে রাজনীতির সঙ্গে যুক্ত হন। তৎকালীন বিএনপি নেতা ও পরে আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুল মান্নানের হাত ধরে রাজনীতিতে আসেন। ১৯৯২ সালে কালীগঞ্জ পৌরসভা গঠিত হলে আনার কাউন্সিলর নির্বাচিত হন। ১৯৯৫ সালে আবদুল মান্নান বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন। তখন আনারও আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তারা দুজনই এলাকায় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন।

২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এলে আনার ভারতে চলে যান। সেখানে দীর্ঘদিন অবস্থানকালে তিনি ২০০৪ সালে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর তিনি দেশে ফিরে আসেন।

২০০৯ সালের নির্বাচনে আবদুল মান্নান আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য এবং আনার দলের সমর্থনে কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকা অবস্থায় তার সঙ্গে আবদুল মান্নানের বিরোধ হয়। ২০১৪ সালে দলীয় মনোনয়ন নিয়ে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন আনার। টানা তিনবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, গত ১২ মে চিকিৎসার কথা বলে চুয়াডাঙ্গার দর্শনা-গেদে স্থলবন্দর দিয়ে ভারতে যান আনার। ওইদিন সন্ধ্যা ৭টার দিকে তিনি কলকাতায় তার পূর্বপরিচিত বন্ধু গোপাল বিশ্বাসের বাসায় ওঠেন। গোপালের সঙ্গে তার ২৫ বছরের পারিবারিক সম্পর্ক। পরের দিন কলকাতার স্থানীয় সময় দুপুর ২টায় আনার চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে গোপাল বিশ্বাসের বাসা থেকে বের হন। তখন গোপালকে বলে যান, তিনি সন্ধ্যায় বাসায় ফিরে আসবেন। এরপর আর বাসায় না ফেরায় ১৮ মে কলকাতার বরাহনগর থানায় গোপাল বিশ্বাস একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর পর থেকে ঢাকা ও কলকাতা পুলিশ তার অবস্থান শনাক্তে কাজ করে আসছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনাবাহিনীতে চাকরির সুযোগ

রেলক্রসিংয়ে ট্রাক বিকল, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

দুপুরে প্রধান উপদেষ্টার সংবাদ সম্মেলন

৩৯ ধরনের সেবা পেতে লাগবে আয়কর রিটার্ন জমার প্রমাণ

ভাত খাওয়ার সঠিক সময় কখন? জানালেন বিশেষজ্ঞ

নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগে নতুন পরিকল্পনা

হলের ছাদ থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

চাকরি দিচ্ছে আইএফআইসি ব্যাংক

যে কারণে কখনো মালায়লাম সিনেমায় অভিনয় করেননি শিল্পা শেঠি

বড় ফাইনালে হারেন না এনজো

১০

টেইলরের প্রেমিকের উদ্দেশে, ‘তোমার আছে বিশ্বের সেরা প্রেমিকা’

১১

চানখাঁরপুলে আনাসসহ ৬ হত্যার ঘটনায় অভিযোগ গঠনের আদেশ আজ

১২

পুলিশ পরিচয়ে খাদ্য কর্মকর্তাকে অপহরণ, সাড়ে ৫ ঘণ্টা পর উদ্ধার

১৩

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, সন্ধ্যার মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়

১৪

হারের পর চেলসির তারকাকে ঘুসি মারার চেষ্টা পিএসজি কোচের!

১৫

১৪ জুলাই: আজকের রাশিফলে কী আছে জেনে নিন

১৬

দুর্দান্ত জয়ের পর লিটনের আত্মবিশ্বাসী বার্তা

১৭

আলকারাজকে হারিয়ে প্রথম উইম্বলডন শিরোপা জিতলেন সিনার

১৮

বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

১৯

পাসপোর্ট অফিসে ৩ রোহিঙ্গা আটক

২০
X