বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হওয়ায় ক্ষমতায় টিকে থাকার জন্য পুলিশি ক্ষমতা ব্যবহার করছে। তবে পুলিশি ক্ষমতা ব্যবহার করে বেশিদিন টিকে থাকা যায় না।
রোববার (২৬ মে) সরকারবিরোধী আন্দোলনে আহত ও কারা নির্যাতিত ২৯নং ওয়ার্ড বিএনপি নেতা এনামুল হাসান হালিমের খোঁজ নিতে চকবাজারে তার বাসভবনে গিয়ে এ কথা বলেন তিনি।
সালাম বলেন, আওয়ামী লীগ এখন সম্পূর্ণভাবে রাজনৈতিক ঐতিহ্য হারিয়ে ফেলেছে। তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখন পুলিশ ও আমলাদের ওপর নির্ভর করে রাষ্ট্রক্ষমতায় টিকে আছে তারা।
তিনি বলেন, বিএনপির শান্তিপূর্ণ আন্দোলন দমাতে তাদের প্রতিটি কর্মসূচিতে টিয়ারশেল নিক্ষেপ করেছে, রাবার বুলেট ছুড়েছে, অনেক নেতাকর্মীকে বিনা পরোয়ানায় আটক করেছে। যে দেশে কোনো ঘটনার প্রতিবাদ করা যাবে না, সেই দেশে গণতন্ত্র থাকে কীভাবে?
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, সদস্য শহিদুল ইসলাম বাবুলসহ চকবাজার থানা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন