কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৪, ১০:০০ পিএম
আপডেট : ০১ জুন ২০২৪, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

দৃষ্টি ভিন্ন দিকে ঘোরাতেই তেলের দাম বৃদ্ধি : আমিনুল হক

জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি নেতা আমিনুল হক। ছবি : কালবেলা
জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি নেতা আমিনুল হক। ছবি : কালবেলা

আওয়ামী লীগ সরকার সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে নিজেদের স্বার্থে ব্যবহার করে এখন তাদের আস্তাকুঁড়ে ফেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক।

তিনি বলেন, আজিজ এবং বেনজীর ইস্যু থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নেওয়ার জন্যই সরকার আজকে জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিয়েছে। যাতে মানুষের আলোচনা তেলের দাম নিয়ে যায়। আওয়ামী সরকার এভাবেই পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের নাটক তৈরি করে। আসলে সরকারের এ নাটক জনগণের দৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য। কিন্তু বাংলাদেশের জনগণ এখন অনেক সচেতন।

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে শনিবার (১ জুন) দিনব্যাপী ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন থানা এলাকায় দুস্থদের মাঝে খাবার এবং শাড়ি-লুঙ্গি বিতরণ কর্মসূচিপূর্ব আলোচনায় আমিনুল হক এসব কথা বলেন।

তিনি বলেন, আজকে দেশের এক কঠিন দুঃসময়ে আমরা বসবাস করছি। আজকে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। মানবাধিকার কিছু রাষ্ট্রীয় যন্ত্রের কাছে জিম্মি হয়ে পড়েছে। দেশের মানুষ কেউ ভালো নেই। মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে আওয়ামী ভোটারবিহীন সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।

আমিনুল হক বলেন, জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ সরকার আজকে অবৈধভাবে ক্ষমতায় থাকতে গিয়ে দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। এভাবে একটি ক্ষতিগ্রস্ত বাংলাদেশ গড়ে তুলেছে তারা। এর থেকে উত্তরণের জন্য দেশে জনগণের সরকার দরকার। পরিবর্তন ছাড়া বিকল্প কিছু নেই।

তুরাগের ১২ নম্বর সেক্টরে আয়োজিত খাবার বিতরণ অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান ও মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হকের সঙ্গে উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি মো. মোস্তফা জামান, মহানগর সদস্য এ বি এম এ রাজ্জাক, থানার যুগ্ম আহ্বায়ক হাজি জহিরুল ইসলাম জহির, হারুনুর রশিদ খোকা, মো. চান মিয়া, আলী আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

রূপনগরের দুয়াড়িপাড়ায় আমিনুল হকের সঙ্গে মহানগর উত্তর বিএনপির সদস্য মাহাবুবুল আলম মন্টু, থানা আহ্বায়ক জহিরুল হক, যুগ্ম আহ্বায়ক মজিবুল হক, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল রহমান মামুনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ভাষানটেকের কচুক্ষেত বাজারের সামনে মহানগর উত্তর বিএনপির সদস্য কাজী গোলাম কিবরিয়া মাখন, কাদির মাহমুদ ও রেজা নূর সেলিম প্রমুখ ছিলেন। খিলক্ষেতে শাড়ি ও লুঙ্গি বিতরণে উত্তরের যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, হাজি মোস্তফা জামান, এস এম জাহাঙ্গীর হোসেন, আকতার হোসেন, মহানগর সদস্য হাজি ইউসুফ, এবিএমএ রাজ্জাক, থানা আহ্বায়ক এস এম ফজলুল হক, সোহরাব হোসেন স্বপন, যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন দেওয়ান, সি এম আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আদাবরে বিএনপির দোয়া মাহফিলে তোবারক বিতরণে দলের চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম এবং মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হকের সঙ্গে আদাবর থানা বিএনপির আহ্বায়ক নাসির উদ্দীন, যুগ্ম আহ্বায়ক মনোয়ার হাসান জীবনসহ অন্যরা অংশ নেন।

মোহাম্মদপুর টাউন হলে দোয়া মাহফিল ও শাড়ি-লুঙ্গি বিতরণে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, আব্দুস সালাম এবং মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হকের সঙ্গে স্থানীয় থানা বিএনপির আহ্বায়ক শুক্কুর মাহমুদ, যুগ্ম আহ্বায়ক এনায়েতুল হাফিজ, অ্যাড. সারোয়ার হোসেন সাকিব, এমএস আহমাদ আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

অবৈধ কার্যক্রম প্রতিরোধে সিলেট জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ : পুলিশ সুপার

বগুড়ায় সাহিত্য উৎসব শুক্রবার, অংশ নিবে দুই শতাধিক কবি

বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে নতুন নির্দেশনা

জুলাই শহীদদের স্মরণে জবিতে গ্রিন ভয়েসের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন

মার্কিন বিনিয়োগকৃত প্রতিষ্ঠানে রুশ হামলা

মালয়েশিয়ার পর চীন সফরে যাবেন নাহিদ

৩১ দফাই হচ্ছে আমাদের জাতীয় সনদ : সুব্রত চৌধুরী

১০

টিসিবির নিয়ন্ত্রণ হারানো ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

১১

ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল

১২

জেলেনস্কির টার্গেট তুরস্ক, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড

১৩

শিক্ষকের ওপর হামলা, ক্লাস বর্জন করে বিক্ষোভ

১৪

‘আপনাকে গভীরভাবে অনুভব করি প্রতি পদে পদে’

১৫

এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে প্রচার, শিক্ষা বোর্ডের বক্তব্য

১৬

হাসারাঙ্গাকে ছাড়াই শ্রীলঙ্কা দল ঘোষণা

১৭

ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের টাকা নিয়ে উধাও সমাজসেবা কর্মকর্তা

১৮

সিলেটে সাদাপাথর লুট / গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে স্থানীয় প্রশাসনের দ্বিমত

১৯

আমাদের আদর্শগত শত্রু বিজেপি, বললেন থালাপতি বিজয়

২০
X