সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্বাচন কমিশন পুনর্গঠন, খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তিসহ যুগপৎভাবে এক দফা দাবিতে পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী ২৭ জুলাই ঢাকায় শান্তিপূর্ণ মহাসমাবেশ করবে জাতীয়তাবাদী সমমনা জোট। শনিবার (২২ জুলাই) বিকেলে রাজধানীর মতিঝিলে জাতীয়তাবাদী সমমনা জোটের অস্থায়ী কার্যালয়ে জোটের এক জরুরি আলোচনা সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। তবে সমাবেশের স্থান পরবর্তীতে জানানো হবে।
জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে এরং এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাগপার খন্দকার লুৎফর রহমান ও এসএম শাহাদাত, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশ ন্যাপের এমএন শাওন সাদেকী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সুকৃতি কুমার মণ্ডল, বিকল্পধারার শাহ আহমেদ বাদল, সাম্যবাদী দলের ডা. সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ।
আগামী ২৭ জুলাই ঢাকায় শান্তিপূর্ণ মহাসমাবেশের ঘোষণা দিয়ে সভাপতির বক্তব্যে ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, আমরা আশা করি- শান্তিপূর্ণ এই কর্মসূচিতে সরকার ও সরকারি দল কোনো ধরনের উসকানি বা বাধা প্রদান করবে না।
মন্তব্য করুন