ভিসার মেয়াদ শেষ হওয়ায় বিমানবন্দর থেকে ১৩ জন প্রবাসী বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কুয়েত সিভিল এভিয়েশন। শনিবার (২৪ জুন) রাতের একটি ফ্লাইটে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর কথা রয়েছে।
জানা গেছে, ২২ জুন কুয়েতের আল ফয়সাল কোম্পানির ভিসায় তাদের কুয়েতে আসার কথা ছিল। কিন্তু কুয়েত এয়ারপোর্টে আসার পরে জানতে পারেন, তাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়েছে আরও কয়েক ঘণ্টা আগে।
ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার (২২ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট পাঠানোও হয় কুয়েতে। ফ্লাইটটি কুয়েতে পৌঁছানোর নির্ধারিত সময় ছিল কুয়েতের স্থানীয় সময় ২২ জুন রাত ১০টা ৫০ মিনিট। কিন্তু ফ্লাইটটি নির্ধারিত সময়ের ৫২ মিনিট পরে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ততক্ষণে ১৩ জন নতুন প্রবাসী কুয়েতে প্রবেশের সঙ্গে সঙ্গে ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। ভিসার মেয়াদ ছিল ২২ জুন ২০২৩ সাল পর্যন্ত। এ জন্য তাদের ইমিগ্রেশন থেকে কুয়েতে ঢুকতে দেওয়া হয়নি।
কুয়েতের একটি ভিসা ইস্যুর দিন থেকে তিন মাস পর্যন্ত মেয়াদ থাকে। কম টাকা দিয়ে টিকিট কিনে যাতে অধিক মুনাফার করা যায় সে জন্য বাংলাদেশের ট্রাভেলস এজেন্সিগুলো ভিসার মেয়াদের শেষ দিনেও ফ্লাইট থাকে। যার ফলে প্রায়ই এমন ঘটনায় পড়তে হয় নতুন আসা কুয়েত প্রবাসীদের।
বাংলাদেশ দূতাবাস কুয়েতের মন্ত্রী (শ্রম) মো. আবুল হোসেন বলেন, আমরা ফেরত ঠেকানোর জন্য কোম্পানির মালিকের সঙ্গে যোগাযোগ করছি। দেখা যাক কী করা যায়।
মন্তব্য করুন