যথাযোগ্য মর্যাদায় জার্মানির ফ্রাঙ্কফুর্টে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেল চারটায় জার্মানির ফ্রাঙ্কফুর্ট কনস্টবলারবাথ থেকে পদযাত্রা শুরু হয়। এতে ফ্রাঙ্কফুর্টে বসবাসরত সাংবাদিক, লেখক, সাহিত্যিক, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।
জার্মান বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান লিটনের তত্ত্বাবধানে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রাটি শহরের ব্যাস্ততম সড়ক মাই ছাইল হয়ে হোপটভাখে শেষ হয় । পদযাত্রায় মরহুম গাফফার চৌধুরীর গান বাজানো হয় এবং গাফফার চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করা হয় । হোপটবাকে শহীদ মিনারের ছবি টানিয়ে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্তিত ছিলেন- জার্মান বাংলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক বাবু সরদারসহ, কবি হাবিব বাবুল, মিনার হোসেন, এম এ গনি বিজু , মোহাম্মদ মোতালেব, নূরুল ইসলাম বকুল, মিনার হোসেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, সানাউল্লাহ শানা, জার্মান বাংলা সনাতন সমিতির সভাপতি সজন চক্রবর্তী, আমানউল্লাহ ও স্মিতা জাহান স্বর্না।
অনুষ্ঠানে বক্তারা বাংলা ভাষা যেন বিলুপ্ত না হয় তার প্রতি গুরুত্ব দিতে সবাইকে অনুরোধ জানান এবং ফ্রাঙ্কফুর্টে একটি শহীদ মিনার বানানোর কথা বলেন।
মন্তব্য করুন