কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

দ্রুত চাকরি হওয়ার আমল

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

আজকের বাস্তবতায় একটি ভালো চাকরি পাওয়া যেন অনেকের কাছেই সোনার হরিণের মতো। শিক্ষিত-অশিক্ষিত—সব শ্রেণির মানুষই কর্মসংস্থানের আশায় ছুটে চলেছেন প্রতিনিয়ত। চাকরির খোঁজে বছরের পর বছর কেটে যায়, হতাশা আর দুশ্চিন্তায় অনেকেই দিশাহারা হয়ে পড়েন। জীবিকার তাগিদে পরিবার-পরিজনের মুখে হাসি ফোটাতে চাওয়া এই মানুষগুলো পাড়ি দেন নানা পথ, তবু কাঙ্ক্ষিত গন্তব্য মেলে না সহজে।

তবে মুসলমান হিসেবে আমাদের অবশ্যই বিশ্বাস রাখতে হবে, রিজিকের মালিক একমাত্র আল্লাহতায়ালা। তিনিই আমাদের জীবনের যাবতীয় প্রয়োজন পূরণ করেন, আর তিনিই আমাদের জন্য উত্তম সময় ও উপায়ে রিজিকের ব্যবস্থা করেন। তাই চাকরির জন্য সাধ্যের সবটুকু চেষ্টা করার পাশাপাশি সর্বশক্তিমান আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করা চাই। তাঁর কাছে সাহায্য চাইলে, তিনি চাহিদা ও প্রয়োজন মোতাবেক পথ খুলে দেবেন ইনশাআল্লাহ।

বর্তমানে ইন্টারনেটে চাকরি লাভের নানা আমল বা দোয়া ঘুরে বেড়াচ্ছে, যেগুলোর অধিকাংশই নির্ভরযোগ্য দলিলবিহীন। তাই এখানে কোরআন শরিফে বর্ণিত একটি বিশুদ্ধ দোয়া বা আমল তুলে ধরা হলো, যা চাকরিপ্রত্যাশীদের জন্য হতে পারে আলোর দিশারি। বিশ্বাস ও ভরসার সঙ্গে এই আমল করলে আল্লাহতায়ালা দ্রুত উত্তম রিজিকের দ্বার খুলে দেবেন।

চাকরি লাভের কোরআনি আমল

এই দোয়াটি আল্লাহর নবী মুসাও (আ.) করেছিলেন। দোয়াটি হলো, رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ

উচ্চারণ : রাব্বি ইন্নি লিমা- আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির।

অর্থ : হে আমার পালনকর্তা, তুমি আমার প্রতি যে অনুগ্রহ পাঠাবে, আমি সেটার মুখাপেক্ষী। (সুরা আল-কাসাস : ২৪)

চাকরি পেতে তাসবিহ পাঠ

ভালো চাকরি লাভের জন্য আল্লাহর গুণবাচক নামের আমল করা এবং বেশি বেশি দরুদ পাঠ করা চাই। আর রাব্বুল আলামিনের গুণবাচক নামগুলোর একটি হলো, يَا وَهَّابُ

উচ্চারণ : ইয়া ওয়াহহাবু অর্থ : কোনোরূপ প্রতিদান ব্যতীত অধিক দানকারী।

উলামা হজারাতের দাবি, যারা এসব আমল বেশি বেশি করবেন; আল্লাহতায়ালা তাদের রিজিকে বরকত দান করবেন। তাদের কোনো অভাব-অনটন ও প্রয়োজন থাকলে দ্রুত সবকিছুর সমাধান দেবেন।

প্রসঙ্গত, ইসলামের মহান নবী হজরত মুসা (আ.) ফেরাউনের রোষানলে পড়ে মিসর ছেড়ে মাদায়িন শহরে গিয়ে পৌঁছান।কিন্তু সেখানে তার কোনো আশ্রয়ের কিংবা জীবিকার কোনো সংস্থান ছিল না। সেই ঘটনা উল্লেখ করে সুরা কাসাসে রাব্বুল আলামিন বলেন, ‘যখন তিনি মাদইয়ান অভিমুখে রওয়ানা হলেন, তখন বললেন, আশা করা করছি আমার পালনকর্তা আমাকে সরল পথ দেখাবেন। যখন তিনি মাদইয়ানের কূপের ধারে পৌঁছলেন, তখন কূপের কাছে একদল লোককে পেলেন, যারা পশুদের পানি পান করানোর কাজে ব্যস্ত ছিল। আর তাদের পেছনে দুইজন নারীকেও দেখলেন—তারা তাদের পশুগুলোকে আগলিয়ে রাখছে। তিনি (মুসা) বললেন, তোমাদের কী ব্যাপার? তারা বললেন, রাখালরা ওদের পশুগুলোকে নিয়ে সরে না গেলে আমরা আমাদের পশুগুলোকে পানি পান করাতে পারি না। আর আমাদের বাবা অশীতিপর বৃদ্ধ।’ ( আয়াত : ২২-২৩)

এরপরের আয়াতেই মুসা (আ.)-এর কাজ চেয়ে আল্লাহর মুখাপেক্ষী হওয়ার বিনীত নিবেদনের কথা বলা হয়েছে— ‘অতঃপর মুসা তাদের (দুই নারীর) জন্তুদের পানি পান করালেন। এরপর তিনি ছায়ার দিকে ফিরে গেলেন এবং বললেন, হে আমার পালনকর্তা, তুমি আমার প্রতি যে অনুগ্রহ অবতীর্ণ করবে, আমি সেটার মুখাপেক্ষী।’ (আয়াত : ২৪)

অর্থাৎ আমার আশ্রয়, কাজ ও কর্মসংস্থান দরকার। আর তুমি আমার জন্য যে কাজ বা জীবিকার ব্যবস্থা করবে, আমি সেটারই মুখাপেক্ষী। ভালো চাকরি ও উত্তম কর্মসংস্থান পেতে যে এ দোয়া কার্যকরী, তা পরের আয়াতেই বর্ণিত ঘটনায় প্রমাণিত।

আল্লাহ বলেন, ‘তখন (ওই) দুই নারীর একজন লজ্জাজড়িত পদে তার কাছে এসে বলল, আপনি যে আমাদের পশুগুলোকে পানি পান করিয়েছেন, তার পারিশ্রমিক দেওয়ার জন্য আমার বাবা আপনাকে ডাকছেন। অতঃপর মুসা (আ.) তার কাছে এসে সব ঘটনা বর্ণনা করলে বৃদ্ধ বলেন, ‘ভয় করো না, তুমি জালিম সম্প্রদায়ের কবল থেকে বেঁচে গেছ। ওদের (দুই নারীর) একজন বলল, হে আব্বা! আপনি একে মজুর-কর্মী হিসেবে নিযুক্ত করুন। কারণ, আপনার চাকর-মজুর হিসেবে নিশ্চয়ই সে (মুসা) উত্তম হবে, শক্তিশালী ও বিশ্বস্ত হবে।’ (আয়াত : ২৫-২৬)

হজরত মুসা (আ.) এভাবেই দোয়া ও অন্যকে সহযোগিতা করার মাধ্যমে মহান আল্লাহর পক্ষ থেকে উত্তম কর্মক্ষেত্র, জীবিকা এবং আশ্রয় লাভ করেছিলেন। সুতরাং যারা ভালো চাকরি বা কর্মসংস্থান খুঁজছেন, তাদের উচিত সার্বিক চেষ্টার পাশাপাশি আল্লাহর কাছে এসব আমলের মাধ্যমে সহযোগিতা কামনা করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বিএনপি নেতাকে হত্যা

২১ বছরে বৈশাখী টেলিভিশন, থাকছে দিনব্যাপী অনুষ্ঠান

দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

রোহিঙ্গা শিবিরে আগুন, কোটি টাকার ক্ষয়-ক্ষতি

‘নেতার রাজনৈতিক ভবিষ্যৎ কোনো জজ সাহেবের কলমের খোঁচায় নির্ধারিত হয় না’

বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান

গ্যাস নিয়ে গ্রাহকদের দুঃসংবাদ দিল তিতাস

তিনি আসলেন, দেখলেন, জয় করলেন : সালাহউদ্দিন

ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারি যেভাবে নির্বাচিত হন

বছরের শেষ সময়ে একসঙ্গে জায়েদ-ফারিয়া

১০

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন দিয়ে লাশ নিতে বললেন স্বামী

১১

প্রাথমিকের নিয়োগ পরীক্ষা স্থগিত 

১২

ছাত্রশিবিরের নতুন সভাপতি কে এই সাদ্দাম?

১৩

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান

১৪

তারেক রহমানের বক্তব্য নিয়ে ভারতীয় মিডিয়ায় মিথ্যাচার 

১৫

ছাত্রশিবিরের নতুন সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম

১৬

কাপ্তাই হ্রদে ১৯ পর্যটক নিয়ে উল্টে গেল নৌযান

১৭

হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ

১৮

জিয়া উদ্যানের পথে তারেক রহমান

১৯

সিলেটের ব্যাটিং দিয়ে শুরু হল বিপিএলের দ্বাদশ আসর

২০
X