ঝালকাঠিতে শ্রী শ্রী হরিগুরু গোপালচাঁদ মতুয়া মন্দিরের ভিত্তিপ্রস্থর স্থাপন উপলক্ষে মতুয়া সম্মেলন হয়েছে। এতে যোগ দিয়ে মন্দিরের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন ভারতীয় সহকারী হাইকমিশনার ইন্দ্রজিৎ সাগর। বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে সদর উপজেলার কৃত্তিপাশা ইউনিয়নের খাজুরা-ডুমুরিয়া এলাকায় ওই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলন ও মন্দিরের ভিত্তিপ্রস্থর উপলক্ষে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।
এ দিন মন্দিরের ভিত্তিপ্রস্থর ও সম্মেলন শেষে সন্ধ্যায় খুলনার উদ্দেশে রওনা হন ভারতীয় সহকারী হাইকমিশনার ইন্দ্রজিৎ সাগর।
সম্মেলনে উপস্থিত ছিলেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, বাংলাদেশ মতুয়া মহাসংঘের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মতুয়া আশ্চর্য ও হরি ঠাকুরের উত্তরসূরি সুব্রত ঠাকুর, বাংলাদেশ মতুয়া সংঘের উপদেষ্টা কানন দেবী সাধু ঠাকুর, প্রশান্ত কুমার রায় প্রমুখ।
মন্তব্য করুন