কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ১০:২৩ পিএম
আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

রোজা রাখতে না পারলে যা করণীয়

রোজা রাখতে না পারলে
রোজা রাখতে না পারলে যা করণীয় | ছবি : কালবেলা গ্রাফিক্স

রমজান মাসে প্রতিটি প্রাপ্তবয়স্ক মুসলমান নর-নারীর জন্য রোজা রাখা ফরজ। এটি ইসলামী শরিয়তের একটি অবশ্য পালনীয় ইবাদত। তবে অসুস্থতা কিংবা বার্ধক্যজনিত কারণে অনেকে রোজা রাখতে অক্ষম হয়ে পড়েন। এ অবস্থায় তাদের করণীয় কী?

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা এরশাদ করেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে সে যেন এ মাসে রোজা রাখে। (সুরা বাকারা : ১৮৫)।

কিন্তু কোনো ব্যক্তি অসুস্থতা বা বার্ধক্যজনিত কারণে রোজা রাখতে একেবারেই অক্ষম হন অর্থাৎ তার দ্বারা রোজা রাখা কোনোভাবেই সম্ভব না হয়, তাহলে শরিয়ত তার জন্য ফিদিয়া আদায়ের ব্যবস্থা রেখেছে।

ফিদিয়া কী?

কোনো ধরনের ভুলভ্রান্তি হলে শরিয়তের পক্ষ থেকে যে বিনিময় বাধ্যতামূলক করে দেওয়া হয়- তাকে ফিদিয়া বলে। অপারগতার কারণে কোনো শারীরিক ইবাদত থেকে মুক্তি পাওয়ার জন্য ওই বিনিময়কে শরিয়তের পক্ষ থেকে বাধ্যতামূলক করা হয়।

পবিত্র কোরআনে সুরা বাকারার ১৮৪ নম্বর আয়াতে আল্লাহ তায়ালা বলেন, ‘(রোজা) নির্দিষ্ট কয়েকটি দিনের জন্য, অতঃপর তোমাদের মধ্যে যে পীড়িত কিংবা মুসাফির সে অন্য সময় এ সংখ্যা পূরণ করে নেবে এবং শক্তিহীনদের (একেবারেই অক্ষম) ওপর কর্তব্য হচ্ছে ফিদিয়া প্রদান করা, এটা একজন মিসকিনকে অন্নদান করা এবং যে ব্যক্তি নিজের খুশিতে সৎ কাজ করতে ইচ্ছুক, তার পক্ষে যে কোনো অবস্থায় রোজা পালন করাই উত্তম, যদি তোমরা বোঝ।’

এ আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস (রা.) বলেন, ‘যারা রোজা পালনে সক্ষম নয়, তাদের জন্য একজন মিসকিনকে খানা খাওয়ানোই ফিদিয়া।’ তিনি আরও বলেন, ‘এ আয়াত রহিত হয়নি। এ বিধান ওই অতিবৃদ্ধ পুরুষ ও স্ত্রীলোকের জন্য, যারা রোজা পালনে অক্ষম। এরা প্রতিদিনের সওমের পরিবর্তে একজন মিসকিনকে পেট পুরে আহার করাবে।’

ফিদিয়া কখন দিতে হয়

পবিত্র রমজান মাসে যারা রোজা রাখতে অক্ষম, তাদের জন্য বিকল্প বিধান রাখা হয়েছে। কারণ, আল্লাহ তার প্রিয় বান্দাদের ওপর অসাধ্য কিছু চাপিয়ে দেননি।

তাই যদি কোনো ব্যক্তি অসুস্থতার কারণে ও অভিজ্ঞ ডাক্তারের বিবেচনায় রোজা রাখতে অক্ষম হন এবং পরে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সুস্থ হওয়ার পর রোজার কাজা আদায় করতে হবে।

ওই ব্যক্তির জন্য ফিদিয়া নয়। আর যদি ওই অসুস্থ ব্যক্তি কাজা করার আগেই ইন্তেকাল করেন, তাহলে তার পক্ষ থেকে আত্মীয়-স্বজন ফিদিয়া আদায় করবে। কেননা মারা যাওয়ার কারণে তার আর কাজা করার সুযোগ নেই। (হেদায়া : ২/১২০)

দরিদ্ররা যেভাবে ফিদিয়া দেবে

ফিদিয়া দেওয়ার ক্ষেত্রে ধনী-গরিবের মধ্যে কোনো তারতম্য নেই। তবে দারিদ্র্যের কারণে ফিদিয়া দিতে একেবারেই অক্ষম হলে- তওবা করবে। পরে কখনো সামর্থ্যবান হলে- অবশ্যই ফিদিয়া আদায় করে দেবে। (ফাতাওয়ায়ে ফকিহুল মিল্লাত : ৫/৪৫৫)

ফিদিয়ার পরিমাণ

রোজার ফিদিয়ার বিষয়ে কোরআনে এসেছে, ‘আর যাদের জন্য তা কষ্টকর হবে, তাদের কর্তব্য ফিদিয়া- একজন দরিদ্রকে খাবার খাওয়ানো।’ (সুরা বাকারা : ১৮৪)

অর্থাৎ কোনো ব্যক্তি রোজা রাখতে একান্ত অপারগ হলে সে প্রতিদিন একজন দরিদ্রের পেট ভরে দুই বেলা খাবারের ব্যবস্থা করবে। কেউ চাইলে নগদ টাকাও দিয়ে দিতে পারে। প্রত্যেক রোজার জন্য ফিদিয়ার ন্যূনতম পরিমাণ হলো, সদকায়ে ফিতরের সমান। (আল ইনায়াহ : ২/২৭৩)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: রমজান ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কার বিরোধীদের সঙ্গে এনসিপির জোট সম্ভব নয় : হাসনাত আব্দুল্লাহ

আগামী নির্বাচন ইনক্লুসিভ হবে : শফিকুল আলম

গাজা ঘিরে ঘনীভূত হচ্ছে নতুন সংকট

আ.লীগের লকডাউন নিয়ে সতর্ক আছে সরকার : স্বরাষ্ট্র উপদেষ্টা

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল

কোনো শক্তিই নির্বাচন বানচাল করতে পারবে না : প্রেস সচিব

মিডিয়ায় গলাবাজি করা নেতারা বিএনপির নেতাদের বাসায় গিয়ে ধরনা দেয় : আব্দুল কাদের

আসছে মাহাবুব আলমের বই ‘এনসিপির যাত্রা’

একসঙ্গে ৩ ভাইবোনের হজের লটারি, লুটিয়ে পড়লেন সিজদায়

স্ত্রীর মুখে ছ্যাঁকা দিয়ে রগ কেটে দিলেন স্বামী

১০

শ্রেয়ার প্রশংসায় নোরা ফাতেহি

১১

বিপিএল: দেশি ও বিদেশি ক্রিকেটারদের ভিত্তিমূল্য প্রকাশ

১২

জাল নোটের মামলায় যুবকের ১৪ বছরের কারাদণ্ড

১৩

সোনারগাঁও ইউনিভার্সিটিতে মুটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৪

ট্রেনের নিচে বিস্ফোরণ, অল্পের জন্য প্রাণরক্ষা কয়েকশ যাত্রীর

১৫

একা থাকার দিন আজ

১৬

ভোট হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না : মির্জা ফখরুল

১৭

সব ষড়যন্ত্র মোকাবিলা করে ধানের শীষকে বিজয়ী করুন : নীরব

১৮

সিলেটজুড়ে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

১৯

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ডিএমপি

২০
X