স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ০৯:০৪ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

অভিষেকের শতকে জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের দুর্দান্ত জয়

দুর্দান্ত এক শতক উপহার দিয়েছেন অভিষেক। ছবি : সংগৃহীত
দুর্দান্ত এক শতক উপহার দিয়েছেন অভিষেক। ছবি : সংগৃহীত

সবাইকে অবাক করে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হেরে যায় ভারত। তবে এরপর দ্বিতীয় ম্যাচেই স্বরূপে ফিরেছে শুভমান গিলের দল। হারারেতে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে ১০০ রানের বড় জয়ে সিরিজ সমতায় এনেছে তরুণ ভারত দল। গত ম্যাচে ভারতের জার্সি গায়ে চড়ানো অভিষেক শর্মা এবং ঋতুরাজ গাইকোয়াড়ের অসাধারণ পারফরম্যান্সে দলটি রোববার (৭ জুলাই) জয়লাভ করে।

অভিষেক শর্মা মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই তার প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরির মাধ্যমে মন জয় করেছেন। ২৩ বছর বয়সী এই ওপেনার, যিনি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতে চার বলের ডাকে আউট হয়েছিলেন পরের ম্যাচেই তিনি শক্তিশালী প্রত্যাবর্তন করেছেন।

শর্মা তার ইনিংসটি একটি বিশাল ছক্কার মাধ্যমে শুরু করেন এবং পুরো ইনিংসজুড়ে আক্রমণাত্মক মেজাজ বজায় রাখেন। তার ইনিংসে ৮টি ছক্কা এবং ৭টি বাউন্ডারি ছিল, যার ফলে ৪৬ বলে ১০১ রান করেন। উল্লেখযোগ্যভাবে, তিনি প্রথম পঞ্চাশ রান করেন ৩৩ বলে এবং পরবর্তী পঞ্চাশ রান করেন মাত্র ১৩ বলে।

৮ম ওভারে তিনি ২৭ রানে ড্রপ হওয়ার পরে তিনি জিম্বাবুয়ের বোলারদের উপর আধিপত্য বিস্তার করেন।

তিনে নামা ঋতুরাজ গাইকোয়াড় ৪৭ বলে অপরাজিত ৭৭ রান করে শক্তিশালী সমর্থন প্রদান করেন। ম্যাচটি এমএস ধোনির জন্মদিনের সাথে মিলে যায় এবং গাইকোয়াড়ের ৭৭ রান ৭ জুলাই মজার মিম এবং শ্রদ্ধা জাগিয়ে তোলে, হাস্যকরভাবে তাকে ধোনির উত্তরসূরি বলা হয়। তার ইনিংস সম্পর্কে তিনি বলেন, প্রথম দিকে কিছুটা সংগ্রাম করলেও, শর্মার সাথে কৌশলগত আলোচনায় তাদের সফল অংশীদারত্ব তৈরি হয়। এই জুটি ১৩৭ রানের পার্টনারশিপ করে ভারতের সর্বোচ্চ আন্তর্জাতিক টি-টোয়েন্টি স্কোর, ২৩৪ রান স্থাপন করে।

ভারতের বোলাররাও সমানভাবে পারফর্ম করে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপকে ধ্বংস করে দিয়েছেন। আভেশ খান, রবি বিষ্ণোই এবং মুকেশ কুমার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আভেশ খানের শর্ট-বল কৌশলটি কার্যকর প্রমাণিত হয়, বিশেষত জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজার আউটের মাধ্যমে। খান ২-১১ ফিগার নিয়ে শেষ করেন, আর বিষ্ণোই ৪ ওভারে ২-১১ স্পেল করেন। ওয়াশিংটন সুন্দর এবং মুকেশ কুমারও জিম্বাবুয়ের পতনে অবদান রাখেন, ১৮.৪ ওভারে তাদের ১৩৪ রানে অলআউট করে।

জিম্বাবুয়ের রান তাড়া আক্রমণাত্মকভাবে শুরু হয় ব্রায়ান বেনেটের দ্রুত ২৬ রানের ইনিংসে, তবে দ্রুতই ভারতের পক্ষে ম্যাচটি ঘুরে আসে। বেনেটের আউটের পরে দ্রুত বাকি ব্যাটারদের পতন ঘটে। লুক জংওয়ে এবং ওয়েসলি মাধভিরের প্রতিরোধ সত্ত্বেও, জিম্বাবুয়ে ভারতের নিরলস বোলিং আক্রমণের সামনে আত্মসমপর্ণ করে।

সিরিজটি এখন ১-১ সমতায়, উভয় দলই ১০ জুলাই বুধবার তৃতীয় ম্যাচের আগে একটি সংক্ষিপ্ত বিরতি নেবে। অভিষেক শর্মা এবং ঋতুরাজ গাইকোয়াড়ের নেতৃত্বে ভারতের দুর্দান্ত পারফরম্যান্স সিরিজের উত্তেজনাপূর্ণ ধারাবাহিকতার মঞ্চ তৈরি করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবিতা-গানের মনোমুগ্ধময় সন্ধ্যা― ‘আমার মুক্তি আলোয় আলোয়’

রেফারি বিতর্ক নিয়ে বার্সাকে ফের আক্রমণ রিয়াল সভাপতির

লেবাননে আবারও ইসরায়েলি হামলা

সাতক্ষীরা-৩ / আশ্বাস পেয়ে গণসংযোগে ব্যস্ত ডা. শহিদুল আলম

বিএনপির সাথে বৈঠক / খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন ভুটানের প্রধানমন্ত্রী

বরিশালের ৬টি আসনে এনসিপির মনোনয়ন চান ১১ জন, তিনটিতে একক প্রার্থী

কতজন প্রবাসী পোস্টাল ব্যালটের নিবন্ধন করেছেন জানাল ইসি

জামায়াত নেতার বিতর্কিত বক্তব্যের নিন্দা এনসিপির

ভূমিকম্পের সময় কী করা উচিত, জানাল ফায়ার সার্ভিস

নর্দান ইউনিভার্সিটির নতুন ভিসি অধ্যাপক ড. মো. মিজানুর রহমান

১০

বিএনপি বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাসেবা চালু করবে : আমীর খসরু

১১

এমপি হলে সৎপথে ব্যবসার লাইন দেখিয়ে দেব : আজহারুল ইসলাম মান্নান

১২

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

১৩

কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ

১৪

ইসলামবিরোধী আইন মেনে নেওয়া হবে না : মাওলানা রাব্বানী

১৫

বাবার ঋণের দায়ে ছেলেকে অপহরণ, স্বপ্নভঙ্গ পরীক্ষার্থীর

১৬

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে আমিরে জামায়াতের বৈঠক

১৭

ফাইনালে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

১৮

সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১৯

প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডেতে নতুন অধিনায়ক নিয়ে নামবে ভারত

২০
X