আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা না থাকায় কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে অংশ নিয়েছেন সাকিব ও লিটন দাস। অন্যদিকে মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ জিম্বাবুয়ের জিম আফ্রো টি-টেন লিগ মাতাচ্ছেন। জাতীয় দলে একসঙ্গে খেলা দুই সতীর্থ আজ রাতে প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে।
মঙ্গলবার (২৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ১১টায় মুশফিকুর রহিমের জোবার্গ বাফেলোসের বিপক্ষে মাঠে নামবে তাসকিনের দল বুলাওয়ে ব্রেভস।
জিম্বাবুয়ের এই টি-টেন লিগে ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন মুশফিক। অন্যদিকে শুরুর ম্যাচ থেকেই বল হাতে আগুন ঝড়াচ্ছেন গতি তারকা তাসকিন আহমেদও। প্রথম দিনেই দুই ম্যাচ খেলে শিকার করেন ৪ উইকেট। যার মধ্যে দ্বিতীয় ম্যাচেই শিকার করেন ৩টি উইকেট। সবমিলিয়ে এখনো পর্যন্ত ৩ ম্যাচ খেলে ৫ উইকেট পেয়েছেন তাসকিন।
বুলাওয়ে-জোবার্গের লড়াইয়ে অবশ্য এগিয়ে আছে বুলাওয়ে। ৫ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে অবস্থান করছে তাসকিনের দল। অন্যদিকে ৪ ম্যাচে মাত্র ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে মুশফিকুর রহিমের দল।
মন্তব্য করুন