স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ০৪:৫৭ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

টেস্টে রিজার্ভ ডে চায় ইংল্যান্ড

বৃষ্টিতে ভেস্তে যায় ইংল্যান্ডের অ্যাশেজ জয়ের স্বপ্ন। ছবি : সংগৃহীত
বৃষ্টিতে ভেস্তে যায় ইংল্যান্ডের অ্যাশেজ জয়ের স্বপ্ন। ছবি : সংগৃহীত

ক্রিকেট খেলাটি এবং এর শুরুর দিকের সকল নিয়মকানুন সৃষ্টি করেছে ইংল্যান্ড। ক্রিকেটের সবচেয়ে পুরোনো ফরম্যাট টেস্ট যে পাঁচ দিনের হবে তাও তাদের করা। তবে বিশ্ববাসীকে ক্রিকেটের নিয়মকানুন চেনানো এই দেশের এখন চাওয়া টেস্ট ক্রিকেটে বরাদ্দ রাখতে হবে রিজার্ভ ডে।

চলমান অ্যাশেজে সিরিজের চতুর্থ টেস্টে জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন বেন স্টোকসরা। কিন্তু বৃষ্টির কারণে শেষ দিনের খেলা পণ্ড হলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের। নাগালে থাকা জয় এভাবে হাতছাড়া হওয়ায় অ্যাশেজ জেতার সুযোগও শেষ হয়ে গেছে ইংল্যান্ডের।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) তাই এখন মনে হচ্ছে ভবিষ্যতে যাতে কোনো দলের এরকম কিছুর মুখোমুখি না হতে হয়, তাই এখনই উদ্যোগ নেওয়া দরকার। আবহাওয়ার ওপর যেহেতু নিয়ন্ত্রণের সুযোগ নেই, টেস্ট খেলার সূচিতেই পরিবর্তন চায় ইসিবি। এ জন্য ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে আবেদন জানানো হবে বলে জানিয়েছেন ইসিবির চেয়ারম্যান রিচার্ড থম্পসন।

ওল্ড ট্রাফোড টেস্টে শেষ দুদিনের ভারি বৃষ্টির কারণে মাত্র ৩০ ওভার খেলা হয়। এমন টেস্টও আবহাওয়ার কারণে জিততে না পারায় এবার রিজার্ভ ডে রাখার কথা ভাবছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যার জন্য আইসিসির কাছে তারা আবেদনও করবেন বলে ঠিক করেছে।

শুক্রবার বিবিসি রেডিও ৪-এর অনুষ্ঠানে ইসিবির চেয়ারম্যান রিচার্ড থম্পসন জানান ইসিবি এমন উদ্যোগ নেওয়ার কথা ভাবছে। তিনি বলেন, ‘এ নিয়ে বিতর্ক হওয়া দরকার। আমি তো আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলের সঙ্গে নিশ্চিতভাবেই কথা বলব, শুধু এটা বোঝাতে যে টেস্ট ক্রিকেটের জন্য ইংল্যান্ড কী করেছে। ক্রিকেটের এ সংস্করণকে আমরা এগিয়ে নিচ্ছি, বর্তমানে যেভাবে চলছে, সেটা পুনরাবিষ্কার করেছি। এখন টেস্ট ক্রিকেট নিয়ে উত্তেজনা বেড়েছে, আগ্রহ বেড়েছে।’

ইসিবি প্রধানের মতে, টেস্ট ক্রিকেটে বৃষ্টির ক্ষেত্রে বাড়তি দিন অথবা সূচি নিয়ে ভাবার দরকার, ‘এটা বৃহৎ আলোচনার অংশ। ম্যানচেস্টার টেস্টের মতো এমন অদ্ভুত পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে, এতে সূচির আরও নমনীয়তা নিশ্চিত করতে হবে। তবে এর জন্য আমাদের আলোচনায় বসা দরকার।’

বৃষ্টির কারণে খেলা না হলে টিকিট কাটা দর্শকরাও বঞ্চিত হন উল্লেখ করে ইসিবির চেয়ারম্যান থম্পসন সব টেস্টেই রিজার্ভ ডে রাখার পক্ষে যুক্তি দিয়েছেন, ‘আমরা বিনোদনমূলক ব্যবসায় কাজ করি। মানুষকে আনন্দ দেওয়া আমাদের লক্ষ্য। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে রিজার্ভ ডে রাখাটা ভালো আইডিয়া। তবে সেটা প্রতিটি টেস্টেই রাখা দরকার।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যানসারে আক্রান্ত সাবেক ব্রাজিল তারকা

বিকেলে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ, খেলা দেখবেন যেভাবে

নতুন ২ টিভির লাইসেন্স পেলেন যারা

দল হিসেবে আ.লীগের বিচারে আনুষ্ঠানিক তদন্ত শুরু, কর্মকর্তা নিয়োগ

সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে যা বললেন তারেক রহমান

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন তারেক রহমান

স্টার্ককে নিয়ে ভারত সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার

অকাল বার্ধক্য ডেকে আনছে আপনার প্রতিদিনের যে ২ খাবার

প্রধানমন্ত্রীর সংসদ ও দলীয় নেতৃত্বের প্রশ্নে যা বললেন তারেক রহমান

পৌনে ৩ ঘণ্টা পর সিলেট থেকে ট্রেন চলাচল শুরু

১০

দেশে ফিরে নির্বাচন নিয়ে যা বললেন জামায়াত নেতা তাহের

১১

সহকর্মীর গলায় ধারালো অস্ত্রের কোপ

১২

পুরোনো টুথব্রাশ ব্যবহার করলে হতে পারে যেসব ক্ষতি

১৩

বরাদ্দের চাল ‘জোরপূর্বক’ নিয়ে গেল নারী ইউপি সদস্য

১৪

অন্তর্বর্তী সরকার সফল হোক : তারেক রহমান

১৫

বিশ্বকাপের ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড

১৬

ভ্যানের ওপর গৃহবধূর মরদেহ রেখে পালালেন শ্বশুরবাড়ির লোকজন

১৭

সড়ক দুর্ঘটনার শিকার বিজয় দেবেরাকোন্ডা

১৮

‘ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে দেশের মানুষের বিরাগভাজন হলে আমাদের কিছু করার নাই'

১৯

বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় আ.লীগের ৫ নেতা গ্রেপ্তার

২০
X