স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ০৪:৫৭ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

টেস্টে রিজার্ভ ডে চায় ইংল্যান্ড

বৃষ্টিতে ভেস্তে যায় ইংল্যান্ডের অ্যাশেজ জয়ের স্বপ্ন। ছবি : সংগৃহীত
বৃষ্টিতে ভেস্তে যায় ইংল্যান্ডের অ্যাশেজ জয়ের স্বপ্ন। ছবি : সংগৃহীত

ক্রিকেট খেলাটি এবং এর শুরুর দিকের সকল নিয়মকানুন সৃষ্টি করেছে ইংল্যান্ড। ক্রিকেটের সবচেয়ে পুরোনো ফরম্যাট টেস্ট যে পাঁচ দিনের হবে তাও তাদের করা। তবে বিশ্ববাসীকে ক্রিকেটের নিয়মকানুন চেনানো এই দেশের এখন চাওয়া টেস্ট ক্রিকেটে বরাদ্দ রাখতে হবে রিজার্ভ ডে।

চলমান অ্যাশেজে সিরিজের চতুর্থ টেস্টে জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন বেন স্টোকসরা। কিন্তু বৃষ্টির কারণে শেষ দিনের খেলা পণ্ড হলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের। নাগালে থাকা জয় এভাবে হাতছাড়া হওয়ায় অ্যাশেজ জেতার সুযোগও শেষ হয়ে গেছে ইংল্যান্ডের।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) তাই এখন মনে হচ্ছে ভবিষ্যতে যাতে কোনো দলের এরকম কিছুর মুখোমুখি না হতে হয়, তাই এখনই উদ্যোগ নেওয়া দরকার। আবহাওয়ার ওপর যেহেতু নিয়ন্ত্রণের সুযোগ নেই, টেস্ট খেলার সূচিতেই পরিবর্তন চায় ইসিবি। এ জন্য ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে আবেদন জানানো হবে বলে জানিয়েছেন ইসিবির চেয়ারম্যান রিচার্ড থম্পসন।

ওল্ড ট্রাফোড টেস্টে শেষ দুদিনের ভারি বৃষ্টির কারণে মাত্র ৩০ ওভার খেলা হয়। এমন টেস্টও আবহাওয়ার কারণে জিততে না পারায় এবার রিজার্ভ ডে রাখার কথা ভাবছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যার জন্য আইসিসির কাছে তারা আবেদনও করবেন বলে ঠিক করেছে।

শুক্রবার বিবিসি রেডিও ৪-এর অনুষ্ঠানে ইসিবির চেয়ারম্যান রিচার্ড থম্পসন জানান ইসিবি এমন উদ্যোগ নেওয়ার কথা ভাবছে। তিনি বলেন, ‘এ নিয়ে বিতর্ক হওয়া দরকার। আমি তো আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলের সঙ্গে নিশ্চিতভাবেই কথা বলব, শুধু এটা বোঝাতে যে টেস্ট ক্রিকেটের জন্য ইংল্যান্ড কী করেছে। ক্রিকেটের এ সংস্করণকে আমরা এগিয়ে নিচ্ছি, বর্তমানে যেভাবে চলছে, সেটা পুনরাবিষ্কার করেছি। এখন টেস্ট ক্রিকেট নিয়ে উত্তেজনা বেড়েছে, আগ্রহ বেড়েছে।’

ইসিবি প্রধানের মতে, টেস্ট ক্রিকেটে বৃষ্টির ক্ষেত্রে বাড়তি দিন অথবা সূচি নিয়ে ভাবার দরকার, ‘এটা বৃহৎ আলোচনার অংশ। ম্যানচেস্টার টেস্টের মতো এমন অদ্ভুত পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে, এতে সূচির আরও নমনীয়তা নিশ্চিত করতে হবে। তবে এর জন্য আমাদের আলোচনায় বসা দরকার।’

বৃষ্টির কারণে খেলা না হলে টিকিট কাটা দর্শকরাও বঞ্চিত হন উল্লেখ করে ইসিবির চেয়ারম্যান থম্পসন সব টেস্টেই রিজার্ভ ডে রাখার পক্ষে যুক্তি দিয়েছেন, ‘আমরা বিনোদনমূলক ব্যবসায় কাজ করি। মানুষকে আনন্দ দেওয়া আমাদের লক্ষ্য। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে রিজার্ভ ডে রাখাটা ভালো আইডিয়া। তবে সেটা প্রতিটি টেস্টেই রাখা দরকার।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যানসিটি ছাড়ছেন আর্জেন্টিনার ‘নতুন মেসি’

‘৫১ লাখ টাকার স্টেডিয়াম ১৪ কোটিতে করার অনুমোদন’, কী ব্যাখ্যা দিলেন সচিব

জনপ্রিয় ব্রিটিশ পত্রিকায় বাংলাদেশ নারী দলের প্রশংসা

ইউআরপি ও ডিএলআর মডিউল প্রস্তুত / মালয়েশিয়ায় শ্রমিক যাবে শূন্য অভিবাসন ব্যয়ে

রাশিয়া শক্তিশালী, এটা মেনে নিতেই হবে : ট্রাম্প

ময়মনসিংহ থেকে বাস চলাচল শুরু, ভাঙচুরের ঘটনায় কমিটি

আইপিএলে ভালো করলেও ভারত দলে জায়গা নিশ্চিত নয়

ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে 

দুই শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় আহমাদুল্লাহর উদ্বেগ

সরকারি কর্মচারীরা দাফনের জন্য পাবেন টাকা

১০

দেড় যুগেও নির্মাণ হয়নি জহির রায়হান মিলনায়তন

১১

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, দুই উপদেষ্টাকে স্মারকলিপি

১২

৫ অভ্যাসে বার্ধক্যেও ভালো থাকবে হৎপিণ্ড

১৩

অনশন প্রত্যাহার করল বেরোবি শিক্ষার্থীরা

১৪

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

১৫

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

১৬

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

১৭

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

১৮

ছাত্র সংসদের দাবিতে ‘আমরণ অনশন’ ঘিরে বিভক্ত বেরোবির শিক্ষার্থীরা

১৯

বন্ধুত্ব চাইলে সীমান্ত হত্যা বন্ধ করুন : লায়ন ফারুক

২০
X