শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ০৭:০৪ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

চতুর্থ দিন শেষে ৯৪ রানে এগিয়ে বাংলাদেশ

মেহেদী হাসান মিরাজ (বাঁয়ে) ও মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত
মেহেদী হাসান মিরাজ (বাঁয়ে) ও মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে নিজেদের ক্রিকেট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৫৬৫ রানে অলআউট হয় টাইগাররা। ৯ রানের জন্য দ্বিশতক থেকে বঞ্চিত হন মুশফিকুর রহিম।

এ ছাড়া চতুর্থ দিন অর্ধশতক করেছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। ১১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ২৩ রান। ফলে এখনো ৯৪ রানে লিড বাংলাদেশের। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৪৮ রানে ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারায় পাকিস্তান। ওপেনার সাইম আইয়ুবকে সাজঘরে ফেরান শরীফুল ইসলাম। ব্যক্তিগত ১ রানে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ধরা পড়েন সাইম।

এরপর আর কোনো বিপদ হতে দেননি আবদুল্লাহ শফিক (১২*) ও অধিনায়ক শান মাসুদ (৯*)। ১ উইকেটে ২৩ রান নিয়ে পঞ্চম ও শেষ দিনের খেলার শুরু করবে পাকিস্তান। বড় কোনো ধরনের অঘটন না ঘটলে, ড্রতে শেষ হতে পারে রাওয়ালপিন্ডি টেস্ট।

এর আগে নিজেদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেকর্ড গড়েন বাংলাদেশের ব্যাটাররা। মুশফিকের ১৯১ রানের ইনিংস এবং চার ব্যাটার সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন ও মিরাজের অর্ধশতকে বড় সংগ্রহ পায় বাংলাদেশ।

হাবিবুল বাশার সুমন ও জাভেদ ওমর বেলিমের পর তৃতীয় ব্যাটার হিসেবে পাকিস্তানের মাটিতে শতক করেন মুশফিক। ২১ বছর পর পাকিস্তানের মাটিতে শতকের স্বাদ পান বাংলাদেশি কোনো ব্যাটার।

লম্বা ইনিংস খেলার পথে চতুর্থ দিনের শুরুতে লিটন দাসের সঙ্গে ১১৪ রানের জুটি গড়েন মুশফিক। পরে মিরাজের সঙ্গে সপ্তম উইকেট জুটিতে যোগ করেন ১৯৬ রান।

তবে মাত্র ৯ রানের জন্য ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি থেকে বঞ্চিত হন অভিজ্ঞ এ ব্যাটার। এর আগে মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি করা হয়নি আড়াই বছর পর জাতীয় দলে ফেরা ওপেনার সাদমান ইসলামের।

এ ছাড়া অর্ধশতক করেন আরও তিন ব্যাটার। মিরাজ ৭৭, লিটন ৫৬ ও মুমিনুলের ব্যাট থেকে আসে ৫০ রান। শেষ দিকে ১৪ বলে ২২ রানের ক্যামিও খেলেন শরীফুল।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন নাসিম শাহ। আর ২টি করে উইকেট শাহিন শাহ আফ্রিদি, খুররম শাহজাদ ও মোহাম্মদ আলীর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলনবিলের আয়তন কমেছে এক হাজার বর্গকিলোমিটার!

বিএনপি হিমালয়ের মতো শক্তিশালী দল : প্রিন্স

নারায়ণগঞ্জে লুট হওয়া অস্ত্রে বাড়ছে আতঙ্ক

দুই দেশের নাগরিকদের ফেরত দিল বিজিবি-বিএসএফ

শ্রমিকরাই দেশের উন্নয়নের মেরুদণ্ড : শেখ বাবলু

‘আ.লীগকে নিষিদ্ধ করতে প্রয়োজনে নতুন অভ্যুত্থান হবে’

এমএ আজিজ স্টেডিয়াম নিয়ে বিশৃঙ্খলা

‘রাজনৈতিক নেতাদের তোষামোদি না করে মেরুদণ্ড শক্ত করুন’

ঢাকাসহ ১২ জেলায় ঝড়ের সঙ্গে বজ্রবৃষ্টির পূর্বাভাস

ফিদের স্বীকৃতি পেলেন ওয়াদিফা

১০

নিরুত্তাপ লিগ শিরোপা তিতাস ক্লাবের

১১

বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম

১২

দেশের প্রথম ব্যাংকার হিসেবে মবিন মাছুদের ৬৪ জেলা ভ্রমণ

১৩

সাতক্ষীরায় দেশীয় ওয়ান শুটার গানসহ যুবক আটক

১৪

ধর্মের নামে কোনো ভেদাভেদ চাই না : রহমাতুল্লাহ

১৫

প্রথম শিরোপার আরও কাছে মোহামেডান

১৬

৭.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল আর্জেন্টিনা ও চিলি

১৭

যশোরে ‘মানবদেহে বার্ড ফ্লু সংক্রমণ’ সন্দেহে অনুসন্ধান

১৮

নতুন বাংলাদেশ গড়ার প্রধান কারিগর শ্রমিকরা : শিমুল বিশ্বাস

১৯

‘কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চাই’ ভিডিও ক্যাম্পেইন, থাকছে পুরস্কার

২০
X