স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ০৭:০৪ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

চতুর্থ দিন শেষে ৯৪ রানে এগিয়ে বাংলাদেশ

মেহেদী হাসান মিরাজ (বাঁয়ে) ও মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত
মেহেদী হাসান মিরাজ (বাঁয়ে) ও মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে নিজেদের ক্রিকেট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৫৬৫ রানে অলআউট হয় টাইগাররা। ৯ রানের জন্য দ্বিশতক থেকে বঞ্চিত হন মুশফিকুর রহিম।

এ ছাড়া চতুর্থ দিন অর্ধশতক করেছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। ১১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ২৩ রান। ফলে এখনো ৯৪ রানে লিড বাংলাদেশের। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৪৮ রানে ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারায় পাকিস্তান। ওপেনার সাইম আইয়ুবকে সাজঘরে ফেরান শরীফুল ইসলাম। ব্যক্তিগত ১ রানে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ধরা পড়েন সাইম।

এরপর আর কোনো বিপদ হতে দেননি আবদুল্লাহ শফিক (১২*) ও অধিনায়ক শান মাসুদ (৯*)। ১ উইকেটে ২৩ রান নিয়ে পঞ্চম ও শেষ দিনের খেলার শুরু করবে পাকিস্তান। বড় কোনো ধরনের অঘটন না ঘটলে, ড্রতে শেষ হতে পারে রাওয়ালপিন্ডি টেস্ট।

এর আগে নিজেদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেকর্ড গড়েন বাংলাদেশের ব্যাটাররা। মুশফিকের ১৯১ রানের ইনিংস এবং চার ব্যাটার সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন ও মিরাজের অর্ধশতকে বড় সংগ্রহ পায় বাংলাদেশ।

হাবিবুল বাশার সুমন ও জাভেদ ওমর বেলিমের পর তৃতীয় ব্যাটার হিসেবে পাকিস্তানের মাটিতে শতক করেন মুশফিক। ২১ বছর পর পাকিস্তানের মাটিতে শতকের স্বাদ পান বাংলাদেশি কোনো ব্যাটার।

লম্বা ইনিংস খেলার পথে চতুর্থ দিনের শুরুতে লিটন দাসের সঙ্গে ১১৪ রানের জুটি গড়েন মুশফিক। পরে মিরাজের সঙ্গে সপ্তম উইকেট জুটিতে যোগ করেন ১৯৬ রান।

তবে মাত্র ৯ রানের জন্য ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি থেকে বঞ্চিত হন অভিজ্ঞ এ ব্যাটার। এর আগে মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি করা হয়নি আড়াই বছর পর জাতীয় দলে ফেরা ওপেনার সাদমান ইসলামের।

এ ছাড়া অর্ধশতক করেন আরও তিন ব্যাটার। মিরাজ ৭৭, লিটন ৫৬ ও মুমিনুলের ব্যাট থেকে আসে ৫০ রান। শেষ দিকে ১৪ বলে ২২ রানের ক্যামিও খেলেন শরীফুল।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন নাসিম শাহ। আর ২টি করে উইকেট শাহিন শাহ আফ্রিদি, খুররম শাহজাদ ও মোহাম্মদ আলীর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুল কি সত্যিই ক্যানসার থেকে বাঁচায়? যা বলছে গবেষণা

ধানের শীষ বাংলাদেশের মানুষের শেষ আশ্রয়স্থল : দুলু

এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়ল প্রাইভেট কার, পথচারী নিহত

মোয়ানার টিজারে ক্যাথরিনের চমক

কারাগারে গাঁজাসহ দর্শনার্থীকে আটক, ৩ মাসের কারাদণ্ড

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ নিয়ে এনসিপির বিবৃতি

পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের প্রযুক্তি পাচ্ছে ভারত

এমপি হতে আসিনি, শুধু দোয়া চাই : নুরুদ্দিন আহাম্মেদ অপু

যুক্তরাষ্ট্রের খসড়া শান্তি প্রস্তাব / ইউক্রেনকে ভূমি ও সামরিক শক্তি কমানোর শর্ত

নতুন ক্যারিয়ার পোর্টাল ‘নেক্সটজবজ্’-এর যাত্রা শুরু

১০

দুধ দিয়ে কফি খাচ্ছেন, এই অভ্যাস ভালো নাকি ক্ষতিকর জানাল গবেষণা

১১

গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনারের দায়িত্ব গ্রহণ

১২

নিজ আসনে নুরের গণসংযোগ

১৩

বিচারকের ছেলে হত্যা : আসামি লিমন ফের ৫ দিনের রিমান্ডে

১৪

বিএসটিআই-এর সেবা মিলবে এখন অনলাইনে

১৫

টিভি পর্দায় রুক্মিনি মিত্র

১৬

টাইমস হায়ারের ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‌্যাংকিংয়ে দক্ষিণ এশিয়ায় প্রথম ঢাবি

১৭

যশোরে এবার রস-গুড় বিক্রির লক্ষ্যমাত্রা ১০০ কোটি টাকা

১৮

স্কুলে ভর্তির আবেদন শুরু শুক্রবার, কীভাবে করা যাবে জানাল মাউশি

১৯

মানব পাচার মোকাবিলায় বিচারিক প্রক্রিয়ার সহায়তায় বেঞ্চবুক উদ্বোধন

২০
X