স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৯ পিএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের পাকিস্তান সফর নিয়ে আশাবাদী পিসিবি চেয়ারম্যান

ভারত-পাকিস্তান ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত
ভারত-পাকিস্তান ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত

ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনার মধ্যেও ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারত পাকিস্তানে সফর করবে কিনা, তা নিয়ে পুরো ক্রিকেটাঙ্গনে প্রশ্ন এখনো রয়ে গেছে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি আশাবাদী যে, এই মর্যাদাপূর্ণ ইভেন্ট পাকিস্তানেই অনুষ্ঠিত হবে এবং ভারতও পাকিস্তানে খেলতে যাবে। তিনি জানান, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিবের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন।

‘চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানেই হবে, আমরা বিসিসিআই সচিবের সঙ্গে যোগাযোগে আছি,’ নাকভি বলেন এক মিডিয়া সাক্ষাৎকারে। তিনি আরও যোগ করেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী অন্য দলগুলোর বোর্ডের সঙ্গেও আমাদের যোগাযোগ চলছে।’ এর আগে ২০২৩ এশিয়া কাপে ভারত পাকিস্তান সফর করতে অস্বীকৃতি জানায়, যার ফলে সেই টুর্নামেন্টটি পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে যৌথভাবে আয়োজিত হয়েছিল।

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পিসিবি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামকে আধুনিকায়নের পরিকল্পনা করছে এবং এই টুর্নামেন্টের সম্ভাব্য সময় নির্ধারণ করেছে ১৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত। নাকভি জানান, ‘গাদ্দাফি স্টেডিয়ামের বেসমেন্টের কাজ ৩০ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন হবে। প্রতিটি ফ্লোর তিন সপ্তাহের মধ্যে শেষ করা হবে। সামনের ভবনটি একটি স্টিলের কাঠামো নিয়ে নির্মিত হবে। স্টেডিয়ামের মূল ভবনের কাজ ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে।’

নাকভি আরও জানান, ‘রাওয়ালপিন্ডি স্টেডিয়াম সম্পূর্ণরূপে ভেঙে পুনর্নির্মাণ করতে হবে, চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই সেখানে আসন বসানো হবে। করাচির ন্যাশনাল স্টেডিয়ামের সংস্কার কাজও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ হবে।’

অন্যদিকে পাকিস্তানের প্রাক্তন খেলোয়াড়দের দ্বারা স্টেডিয়ামের দুর্বল অবকাঠামো নিয়েও ব্যাপক সমালোচনা হয়েছে। নাকভি নিজেও এই বাস্তবতাটি স্বীকার করে বলেন, ‘যদি বিশ্বের স্টেডিয়ামগুলোর দিকে তাকান, আমাদের স্টেডিয়াম আর তাদের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। আমাদের স্টেডিয়ামগুলো আন্তর্জাতিক মানে পড়ে না।’

তিনি আরও বলেন, ‘আমাদের স্টেডিয়ামগুলোতে যথেষ্ট আসন এবং বাথরুমের অভাব রয়েছে। দর্শকরা প্রায় ৫০০ মিটার দূর থেকে খেলা দেখছে বলে মনে হয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসাপ্রধানদের জন্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা

বরাদ্দ পেল বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

স্থিতিশীল অর্থনীতির জন্য গ্যাস উৎপাদন বাড়ানোর দাবি ব্যবসায়ীদের

একদিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা

যে বয়সের আগেই শিশুকে ৮ শিক্ষা দেওয়া জরুরি

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ‘চাঁদাবাজ’ আখ্যা প্রধান শিক্ষকের, তদন্তে কমিটি

চট্টগ্রাম-৩ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী মিল্টন ভুঁইয়া

বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নিয়ে ‘সুখবর’ পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা

ফেসবুক পেজ জনপ্রিয় করার ৮ কৌশল

বাড়ির আঙিনায় বিষধর পদ্মগোখরা, অতঃপর...

১০

মোবাইল দিয়েই ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলার ৫ কৌশল

১১

বরইতলা নদীর ‘বাঁধ’ এখন মৃত্যু যন্ত্রণায় কাতর

১২

ইস্পাত খাতে বিশেষ তহবিল চান ব্যবসায়ীরা

১৩

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহী পাকিস্তান

১৪

উপকূলজুড়ে টানা বৃষ্টিপাত, জনজীবনে দুর্ভোগ

১৫

উমামা-সাদীর নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল ঘোষণা

১৬

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১১ জন

১৭

ডাকসু নির্বাচন / ডাকসু ভোটারদের মির্যা গালিবের ৩ পরামর্শ

১৮

বাংলাদেশি সন্দেহে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মারধর

১৯

মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কান্না করলে কি কবরে আজাব হয়?

২০
X