লম্বা সময় ধরে চোটে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী পেসার অভিষেক দাস অরণ্য। দীর্ঘদিন ধরে চিকিৎসা করিয়েও সুস্থ হয়ে উঠেননি তিনি। অবশেষে কাতার পাঠানো হচ্ছে উদীয়মান এ পেসারকে। জাতীয় দলের বাইরে থাকা পেসার মোহাম্মদ সাইফউদ্দিনের সঙ্গে অভিষেক ছাড়াও যাচ্ছেন পেসার আশিকুর রহমান। বোর্ডের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সাইফউদ্দিনের পুরোনো চোট আবার ফিরে আসায় চিকিৎসার জন্য কাতার পাঠানো হচ্ছে তাকে। সেখানে ‘এসপেটার’ নামের এক স্পোর্টস মেডিসিন হাসপাতালে এই পেস বোলিং অলরাউন্ডারের চিকিৎসা হবে। এই তিন ক্রিকেটারের মধ্যে খেলার মধ্যে ছিলেন একমাত্র সাইফউদ্দিনই। তিনি সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছেন আবাহনীর হয়ে। ১২ ম্যাচ খেলে ১৯ উইকেট নিয়েছেন এই পেসার।
অভিষেক খেলায় নেই দীর্ঘদিন। ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল ম্যাচের পর একই বছর ঢাকা প্রিমিয়ার লিগে একটি ম্যাচ খেলেছিলেন তিনি। এরপরই চোটে পড়েন। গত বছর প্রথম বিভাগ ক্রিকেট লিগে তিনি কিছু ম্যাচ খেলেছেন শুধুই ব্যাটসম্যান হিসেবে। ব্যথার জন্য বোলিং করা হয়নি তার।
আশিকুর সর্বশেষ পেশাদার ক্রিকেট খেলেছেন গত বিপিএলে, কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে। এর আগে ভারত ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের চার দিনের ম্যাচ খেলেছিলেন। গত বিসিএলেও তিনি ছিলেন নিয়মিত। কিন্তু বিপিএলের পর আর মাঠে নামা হয়নি এই পেসারের।
মন্তব্য করুন