স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৩ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

রিভিউ নিতে অধিনায়ককে যেভাবে ‘পটান’ মিরাজ

নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত
নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত

দেশের ক্রিকেটের অন্যতম সেরা দুই তারকা নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। দীর্ঘদিন ধরে একই পথচলা দুজনের। বয়সভিত্তিক দল থেকে সতীর্থ দুজন। দীর্ঘ এ পথ চলায় দুজনের বন্ধুত্ব বেশ গাঢ়। একই সঙ্গে মাতাচ্ছে জাতীয় দলের জার্সিতে।

ভারত সফরের আগে বিসিবির হোম অব ক্রিকেট নামক অনুষ্ঠানে যোগ দেন দুজন। জানান দুই বন্ধুর নানা অভিজ্ঞতা। ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) নেয়ার বিষয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে কিভাবে মিরাজ রাজি করান সেটিও উঠে আছে।

রিভিউ নেওয়ার ক্ষেত্রে মিরাজের উৎসাহটা বেশি দেখা যায়। শুরু নিজের বোলিং কিংবা ব্যাটিং নয়, রিভিউ নিয়ে অন্যদের চেয়ে বেশি উৎসাহ দেখা যায় মিরাজের মাঝে। এ বিষয়ে মিরাজ বলেন, ‘সত্যি কথা বলতে, আমি যদি রিভিউ নেই। যদি ভুলও হয় তারপরও ও (শান্ত) আমাকে বিশ্বাস করে।’

এ সময় মিরাজ মনে করিয়ে দেন, ‘আমি কিন্তু সফলও হয়েছি। শ্রীলঙ্কা সিরিজে আমি কিন্তু চান্দিমালকে রিভিউ নিয়ে আউট করেছিলাম।’ এ বিষয়ে অধিনায়ক শান্ত বলেন, ‘এরকম কিছু না (মিরাজকে মানা করতে হয়)। স্বাভাবিকভাবে যেটা হয়, বোলারদের একটা আবেগ তৈরি হয় ওই সময়। কারণ তারা সারাদিন বল করেছে। একটা সুযোগ তৈরি হয়েছে। ওইটা হারাতে চায় না। এরকমও অনেক সময় হয়, মনে হচ্ছে আউট না। দেখা গেল পরে আউট। এরকম জায়গায় কনফিউশন তৈরি হয়।’

মিরাজের আগ্রহ প্রসঙ্গে শান্ত বলেন, ‘মজার ব্যাপার হলো ওর (মিরাজের) ওই বিশ্বাসটা থাকে। আর ও কনভেন্স করে ফেলে। ও যেটা বললো, সফলও হয়। আমাদের উপমহাদেশে একটু কঠিন উইকেটের কারণে। খেয়াল করে দেখবেন, আমি রিভিউ নেই শেষ সেকেন্ডে বা দুই সেকেন্ড আছে সেই সময়ে। চিন্তা করে নেই। দেখা যায় যে খুব গুরুত্বপূর্ণ একটা রিভিউ। তবে ইনটেনশন তো ভালো থাকে।’

রিভিউ নিয়ে শান্ত আরও বলেন, ‘একটা জিনিস যেটা হয়, এটা যে ও (মিরাজ) করে তা না। বেশিরভাগ বোলাররাই কিন্তু এই জিনিসটা (রিভিউ নিতে আগ্রহ) করে। আবার এই জিনিসটায় (রিভিউ) যখন সফল হয় না, তখন অনেক সময় কিন্তু ভালো পরিবেশ তৈরি করে। অনেক সময় দেখা যায় অনেক গুরুত্বপূর্ণ ছিল। আবার অনেক সময় দেখা যায় এটা নিয়ে হাসি ঠাট্টা হচ্ছে। আমার তো ভালোই লাগে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

কোস্টারিকা-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন

ভারতে অনুপ্রবেশের সময় নারী-শিশুসহ আটক ২১

হার্টবিট শোনা কি চিন্তার কারণ

বিএনপিতে যোগ দিলেন জামায়াত ও জাপার ৩ শতাধিক নেতাকর্মী

শিক্ষা সংস্কারে সিদ্ধান্ত গ্রহণে তরুণদের যুক্ত করার আহ্বান ইউনেস্কো প্রধানের

নতুন জাতিসংঘ বানাচ্ছেন ট্রাম্প : ব্রাজিলের প্রেসিডেন্ট

ব্র্যাক ব্যাংকে চাকরি, থাকছে না বয়সসীমা 

ট্রাকচাপায় ইসলামী আন্দোলনের নেতা নিহত

চুয়েটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

১০

চ্যাম্পিয়ন দল পেল ২ কোটি ৭৫ লাখ, তানজিদ-শরিফুলরা পেলেন কত টাকা?

১১

তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা : রিজভী

১২

অস্ত্রসহ ছাত্রলীগ নেতা উজ্জ্বল আটক

১৩

প্রতীক পাওয়ার ২ দিন পর মাঠ ছাড়লেন প্রার্থী, হতাশ কর্মী-সমর্থক 

১৪

সুযোগ পেলে যুবকদের প্রত্যাশার বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

১৫

চট্টগ্রাম বন্দরে আয়ের ইতিহাস, সেবায় জট

১৬

দুর্বৃত্তদের গুলিতে ‘লেদা পুতু’ নিহত

১৭

রাজধানীতে ভবন থেকে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৮

জলবায়ু সংকট / আসছে মাথা ঘুরানো গরম, ভয়ংকর কিছু বাস্তবতা

১৯

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে পদ হারালেন মাসুদ

২০
X