বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই অন্যকিছু। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই ম্যাচটিকে বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচ বললেও ভুল হবে না। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত সূচি অনুযায়ী, এই ম্যাচটি হওয়ার কথা ছিল ১৫ অক্টোবর আহমেদাবাদে। তবে ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এক দিন এগিয়ে আনা হচ্ছে এই ম্যাচ।
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচটি আইসিসির দেওয়া সূচি অনুযায়ী আহমেদাবাদে ১৫ অক্টোবরে নির্ধারিত করা হলেও এখন সেটি এক দিন এগিয়ে ১৪ অক্টোবর করা হয়েছে। যদিও আইসিসি এখনো সংশোধিত সময়সূচি প্রকাশ করেনি, তবে তা এই সপ্তাহের শেষের দিকে প্রকাশিত হবে বলে খবর। এই নতুন সূচির সঙ্গে ভারত ও পাকিস্তান একমত পোষণ করেছে বলে জানিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।
এই ম্যাচের সূচি পরিবর্তনের প্রভাব পড়েছে হায়দ্রাবাদে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের ম্যাচটিতে। পাকিস্তানের ক্লান্তি এড়াতে ২ দিন পিছিয়ে যাচ্ছে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ। ভেন্যু এক থাকলেও খেলাটি এখন ১২ অক্টোবরের পরিবর্তে ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে।
ভারত-পাকিস্তান ম্যাচ পরিবর্তনের মূল কারণ হলো ১৫ অক্টোবর ম্যাচের দিন হিন্দুদের ধর্মীয় উৎসব নবরাত্রির প্রথম দিন। যে কারণে স্থানীয় পুলিশ উদ্বিগ্ন এক দিনে দুই দিকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া নিয়ে। এ নিয়ে আইসিসি কয়েকদিন আগে পিসিবিকে পরিবর্তনের বিষয়ে চিঠি দেয় এবং পিসিবিও এতে রাজি হয়েছে।
তবে বিসিসিআই সেক্রেটারি জয় শাহর দাবি, নবরাত্রির সাথে সংঘর্ষ পরিবর্তনের কারণ নয়। কয়েকটি পূর্ণ সদস্য দেশ বিশ্বকাপের সময়সূচিতে পরিবর্তনের জন্য অনুরোধ করেছে এবং তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটি পরিবর্তন করা হবে। সবমিলিয়ে ৬টি ম্যাচের দিন বদলানোর আভাস দিয়েছে আইসিসি এবং বিসিসিআই।
মন্তব্য করুন