স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১০ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ

শান্তদের বিপক্ষে ভারতীয় একাদশ জানালেন গম্ভীর?

গৌতম গম্ভীর। ছবি : সংগৃহীত
গৌতম গম্ভীর। ছবি : সংগৃহীত

বাংলাদেশ-ভারতের দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর)। এর আগে পরপর দুদিন সংবাদ সম্মেলনে কথা বলেন ভারতীয় অধিনায় রোহিত শর্মা ও প্রধান কোচ গৌতম গম্ভীর।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশের বিপক্ষে ভারতীয় একাদশে লোকেশ রাহুলের থাকার বিষয়টি নিশ্চিত করেছিলেন রোহিত। আর বুধবার (১৮ সেপ্টেম্বর) বাকি ১০ জনের কথা এক প্রকার জানিয়ে দিয়েছেন গম্ভীর।

জাদেজা-অশ্বিনের প্রশংসা

ভারতের অভিজ্ঞ দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। ম্যাচ শুরু আগে ইনজুরির ঘটনা না ঘটলে এ দুজনের একাদশে থাকা এক প্রকার নিশ্চিত। দুই স্পিনারের প্রশংসা করে গম্ভীর বলেন, ‘ভারতের ভাগ্য ভালো যে অশ্বিন ও জাদেজার মতো দুই স্পিনার রয়েছে। ওদের সঙ্গে আমি খেলেছি। ওদের ভালো ভাবে চিনি। চেন্নাইয়ের উইকেটে স্পিনাররা বাড়তি সুবিধা পাবে।’

বিশ্বের সেরা বোলার বুমরা

দুই স্পিনারের পাশাপাশি গম্ভীরের প্রশংসার বৃষ্টিতে ভিজেছেন জসপ্রিত বুমরা। বিশ্বের যে কোনো উইকেটে ভালো বল করার ক্ষমতা রয়েছে বলে জানান ভারতীয় কোচ, ‘বুমরা বিশ্বের সেরা বোলার। ও যে কোনো পিচে বল করতে পারে। এত দিন আমরা ব্যাটারদের সমর্থক ছিলাম। এ বার বোলারদের সমর্থক হতে হবে। ভারতের এই বোলারেরা দলের প্রধান শক্তি।’

পান্তের প্রত্যাবর্তন নিশ্চিত

ভারতীয় কোচের কথায় স্পষ্ট টেস্টে প্রত্যাবর্তন ঘটছে গাড়ি দূর্ঘটনা থেকে বেঁচে ফেরা ঋষভ পান্তের, ‘আমরা সকলেই জানি পান্ত কত বিধ্বংসী ব্যাটার। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটের পিছনেও দুর্দান্ত সে। অনেক সময় ওর ব্যাটিংয়ের জন্য কিপিংয়ের দিকে আমরা খেয়াল করি না। ওকে ফিরতে দেখে ভালো লাগছে।’

অপেক্ষায় জুরেল ও সরফরাজ

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় ধ্রুব জুরেল ও সরফরাজ খানের। দুজনই অভিষেকে জ্বলে উঠেছিলেন। তবে বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টে দুজনের একাদশের বাইরে রাখার ইঙ্গিত দিয়েছেন গম্ভীর, ‘আমরা কাউকে বাদ দিচ্ছি না। আমরা সেরা ১১ জনকে বেছে নিচ্ছি। পান্ত যখন ছিল না তখন জুরেল খুব ভাল খেলেছে। কিন্তু কখনও অপেক্ষা করতে হয়। সরফরাজের ক্ষেত্রেও আমি একই কথা বলব। সুযোগের অপেক্ষা করতে হবে।’

ভয় নয় বাংলাদেশকে সম্মান

পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানিয়েছেন গম্ভীর। তবে তার দল কাউকে ভয় পায় না বলেও উল্লেখ করেন তিনি। টাইগার স্পিনারদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের কোনো সমম্যা হবে না বলেও মনে করেন গম্ভীর।

ভারতীয় কোচের কথায় স্পষ্ট চেন্নাইয়ের উইকেট ৬ ব্যাটার ও ৫ বোলার নিয়ে একাদশ সাজাবে স্বাগতিকরা। ওপেনিংয়ে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ও যশস্বী জয়সওয়ালের খেলা নিশ্চিত। তিন-চারে শুভমন গিল এবং বিরাট কোহলিও নিশ্চিত। পাঁচ ও ছয় নম্বরে খেলবেন লোকেশ রাহুল আর পান্ত।

অশ্বিন-জাদেদা থাকবেন অলরাউন্ড-স্পিনার হিসেবে। তৃতীয় স্পিনারের নাম বলেননি গম্ভীর। তবে লড়াইটা হবে কুলদিপ যাদব ও অক্ষর প্যাটেলের। বাড়তি ব্যাটারের কথা চিন্তা করলে সুযোগ পাবেন অক্ষর। আর রিস্ট স্পিনার খেলাতে চাইলে এগিয়ে থাকবেন কুলদিপ।

দুই পেসারের মধ্যে বুমরার খেলা নিশ্চিত। দ্বিতীয় পেসারের হিসেবে আকাশ দিপ ও জশ দয়ালের চেয়ে অভিজ্ঞতায় এগিয়ে থাকবেন মোহাম্মদ সিরাজ।

বাংলাদেশের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পান্ত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জসপ্রিত বুমরা, মোহাম্মদ সিরাজ, কুলদিপ যাদব/অক্ষর প্যাটেল

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮ মামলায় ইমরান খানের জামিন

মাদ্রাসাপ্রধানদের জন্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা

বরাদ্দ পেল বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

স্থিতিশীল অর্থনীতির জন্য গ্যাস উৎপাদন বাড়ানোর দাবি ব্যবসায়ীদের

একদিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা

যে বয়সের আগেই শিশুকে ৮ শিক্ষা দেওয়া জরুরি

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ‘চাঁদাবাজ’ আখ্যা প্রধান শিক্ষকের, তদন্তে কমিটি

চট্টগ্রাম-৩ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী মিল্টন ভুঁইয়া

বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নিয়ে ‘সুখবর’ পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা

ফেসবুক পেজ জনপ্রিয় করার ৮ কৌশল

১০

বাড়ির আঙিনায় বিষধর পদ্মগোখরা, অতঃপর...

১১

মোবাইল দিয়েই ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলার ৫ কৌশল

১২

বরইতলা নদীর ‘বাঁধ’ এখন মৃত্যু যন্ত্রণায় কাতর

১৩

ইস্পাত খাতে বিশেষ তহবিল চান ব্যবসায়ীরা

১৪

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহী পাকিস্তান

১৫

উপকূলজুড়ে টানা বৃষ্টিপাত, জনজীবনে দুর্ভোগ

১৬

উমামা-সাদীর নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল ঘোষণা

১৭

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১১ জন

১৮

ডাকসু নির্বাচন / ডাকসু ভোটারদের মির্যা গালিবের ৩ পরামর্শ

১৯

বাংলাদেশি সন্দেহে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মারধর

২০
X