স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১০ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ

শান্তদের বিপক্ষে ভারতীয় একাদশ জানালেন গম্ভীর?

গৌতম গম্ভীর। ছবি : সংগৃহীত
গৌতম গম্ভীর। ছবি : সংগৃহীত

বাংলাদেশ-ভারতের দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর)। এর আগে পরপর দুদিন সংবাদ সম্মেলনে কথা বলেন ভারতীয় অধিনায় রোহিত শর্মা ও প্রধান কোচ গৌতম গম্ভীর।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশের বিপক্ষে ভারতীয় একাদশে লোকেশ রাহুলের থাকার বিষয়টি নিশ্চিত করেছিলেন রোহিত। আর বুধবার (১৮ সেপ্টেম্বর) বাকি ১০ জনের কথা এক প্রকার জানিয়ে দিয়েছেন গম্ভীর।

জাদেজা-অশ্বিনের প্রশংসা

ভারতের অভিজ্ঞ দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। ম্যাচ শুরু আগে ইনজুরির ঘটনা না ঘটলে এ দুজনের একাদশে থাকা এক প্রকার নিশ্চিত। দুই স্পিনারের প্রশংসা করে গম্ভীর বলেন, ‘ভারতের ভাগ্য ভালো যে অশ্বিন ও জাদেজার মতো দুই স্পিনার রয়েছে। ওদের সঙ্গে আমি খেলেছি। ওদের ভালো ভাবে চিনি। চেন্নাইয়ের উইকেটে স্পিনাররা বাড়তি সুবিধা পাবে।’

বিশ্বের সেরা বোলার বুমরা

দুই স্পিনারের পাশাপাশি গম্ভীরের প্রশংসার বৃষ্টিতে ভিজেছেন জসপ্রিত বুমরা। বিশ্বের যে কোনো উইকেটে ভালো বল করার ক্ষমতা রয়েছে বলে জানান ভারতীয় কোচ, ‘বুমরা বিশ্বের সেরা বোলার। ও যে কোনো পিচে বল করতে পারে। এত দিন আমরা ব্যাটারদের সমর্থক ছিলাম। এ বার বোলারদের সমর্থক হতে হবে। ভারতের এই বোলারেরা দলের প্রধান শক্তি।’

পান্তের প্রত্যাবর্তন নিশ্চিত

ভারতীয় কোচের কথায় স্পষ্ট টেস্টে প্রত্যাবর্তন ঘটছে গাড়ি দূর্ঘটনা থেকে বেঁচে ফেরা ঋষভ পান্তের, ‘আমরা সকলেই জানি পান্ত কত বিধ্বংসী ব্যাটার। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটের পিছনেও দুর্দান্ত সে। অনেক সময় ওর ব্যাটিংয়ের জন্য কিপিংয়ের দিকে আমরা খেয়াল করি না। ওকে ফিরতে দেখে ভালো লাগছে।’

অপেক্ষায় জুরেল ও সরফরাজ

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় ধ্রুব জুরেল ও সরফরাজ খানের। দুজনই অভিষেকে জ্বলে উঠেছিলেন। তবে বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টে দুজনের একাদশের বাইরে রাখার ইঙ্গিত দিয়েছেন গম্ভীর, ‘আমরা কাউকে বাদ দিচ্ছি না। আমরা সেরা ১১ জনকে বেছে নিচ্ছি। পান্ত যখন ছিল না তখন জুরেল খুব ভাল খেলেছে। কিন্তু কখনও অপেক্ষা করতে হয়। সরফরাজের ক্ষেত্রেও আমি একই কথা বলব। সুযোগের অপেক্ষা করতে হবে।’

ভয় নয় বাংলাদেশকে সম্মান

পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানিয়েছেন গম্ভীর। তবে তার দল কাউকে ভয় পায় না বলেও উল্লেখ করেন তিনি। টাইগার স্পিনারদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের কোনো সমম্যা হবে না বলেও মনে করেন গম্ভীর।

ভারতীয় কোচের কথায় স্পষ্ট চেন্নাইয়ের উইকেট ৬ ব্যাটার ও ৫ বোলার নিয়ে একাদশ সাজাবে স্বাগতিকরা। ওপেনিংয়ে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ও যশস্বী জয়সওয়ালের খেলা নিশ্চিত। তিন-চারে শুভমন গিল এবং বিরাট কোহলিও নিশ্চিত। পাঁচ ও ছয় নম্বরে খেলবেন লোকেশ রাহুল আর পান্ত।

অশ্বিন-জাদেদা থাকবেন অলরাউন্ড-স্পিনার হিসেবে। তৃতীয় স্পিনারের নাম বলেননি গম্ভীর। তবে লড়াইটা হবে কুলদিপ যাদব ও অক্ষর প্যাটেলের। বাড়তি ব্যাটারের কথা চিন্তা করলে সুযোগ পাবেন অক্ষর। আর রিস্ট স্পিনার খেলাতে চাইলে এগিয়ে থাকবেন কুলদিপ।

দুই পেসারের মধ্যে বুমরার খেলা নিশ্চিত। দ্বিতীয় পেসারের হিসেবে আকাশ দিপ ও জশ দয়ালের চেয়ে অভিজ্ঞতায় এগিয়ে থাকবেন মোহাম্মদ সিরাজ।

বাংলাদেশের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পান্ত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জসপ্রিত বুমরা, মোহাম্মদ সিরাজ, কুলদিপ যাদব/অক্ষর প্যাটেল

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

সাদ্দামের মতো পরিণতি কোনো দলের কর্মীর না হোক : রুমিন ফারহানা

চানখাঁরপুল হত্যা মামলার রায় আজ

আজ থেকে রেকর্ড দামে বিক্রি হবে স্বর্ণ

জনগণই হবে ভোটের পাহারাদার : তারেক রহমান

মির্জা ফখরুলের জন্মদিন আজ

সাড়ে তিনশ মানুষ নিয়ে ফিলিপাইনে ফেরি ডুবি

বাস–অটোরিকশা সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ৩

ইথিওপিয়ায় এক প্রকল্পেই ১১ লাখের বেশি কর্মসংস্থান সৃষ্টি

আজ টানা ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১০

হাসনাতকে সমর্থন দিয়ে ভোটের মাঠ ছাড়লেন আরেক প্রার্থী 

১১

খালেদা জিয়ার সম্মানে ধানের শীষকে জনগণ বিজয়ী করবে : রহমাতুল্লাহ

১২

আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

যেসব কারণে অফিসে ব্যক্তিগত কথা বলবেন না

১৪

সোমবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ

১৫

ধানের শীষকে বিজয়ী করে ষড়যন্ত্রকারীদের জবাব দেব : নজরুল ইসলাম

১৬

সফল দিনের শুরু করতে যেসব কাজ করবেন না

১৭

এক্সিকিউটিভ পদে নিয়োগ দিচ্ছে রূপায়ন গ্রুপ

১৮

২৬ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৯

বগুড়া-৬ আসনে তারেক রহমানের জন্য ভোটের প্রচারণায় ডা. বিটু 

২০
X