স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

চেন্নাইয়ে হাসানের ইতিহাস

হাসান মাহমুদ । ছবি : সংগৃহীত
হাসান মাহমুদ । ছবি : সংগৃহীত

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে চলমান টেস্টে ভারতের বিপক্ষে বাংলাদেশের পেসার হাসান মাহমুদ এক নতুন ইতিহাস রচনা করেছেন। টানা দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট শিকার করে, ভারতীয়দের প্রথম ইনিংসে ৩৭৬ রানে থামানোয় বড় কৃতিত্ব আছে এই তরুণ পেসারের। যশপ্রীত বুমরাহকে তৃতীয় স্লিপে ক্যাচ বানিয়ে তার ইনিংসের পঞ্চম উইকেটটি অর্জন করেন হাসান, যা বাংলাদেশের পেস আক্রমণের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।

এই সাফল্য শুধু হাসানের ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশেরও। কারণ, ভারতের মাটিতে বাংলাদেশের কোনো বোলার প্রথমবারের মতো ইনিংসে পাঁচ উইকেট শিকার করল। এমনকি এর আগে খেলা তিন টেস্টে কোনো বাংলাদেশি স্পিনারও এই কৃতিত্ব দেখাতে পারেননি। হাসান মাহমুদের এই পারফরম্যান্স তাকে ভারতীয় মাটিতে সাম্প্রতিক বছরগুলোর অন্যতম সেরা পেসারদের কাতারে নিয়ে গেছে। ২০২০ সাল থেকে এখন পর্যন্ত ভারতের মাটিতে পাঁচ উইকেট নেওয়া মাত্র দ্বিতীয় পেসার হলেন তিনি, এর আগে এই কৃতিত্ব আছে কেবল নিউজিল্যান্ডের টিম সাউদির। সাউদি ২০২১ সালের কানপুর টেস্টে ৫ উইকেট শিকার করেছিলেন।

হাসানের এই অসাধারণ পারফরম্যান্স বাংলাদেশের পুরোনো স্মৃতিও ফিরিয়ে এনেছে। চলতি মাসের শুরুতে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টেও দ্বিতীয় ইনিংসে ৪৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। এর আগে বাংলাদেশের পেসারদের মধ্যে টানা দুই টেস্ট ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছিলেন কেবল রবিউল ইসলাম, ২০১৩ সালের জিম্বাবুয়ে সফরে। বিদেশের মাটিতে দুইবার ফাইফার নেওয়ার কৃতিত্বও এখন রবিউল এবং হাসানের মধ্যেই সীমাবদ্ধ।

ভারতের মাটিতে এশিয়ার বোলারদের মধ্যে পাঁচ উইকেট শিকারের আগের কৃতিত্ব ছিল পাকিস্তানের ইয়াসির আরাফাতের, ২০০৭ সালের বেঙ্গালুরু টেস্টে। আর বাংলাদেশি বোলারদের মধ্যে ভারতে এ পর্যন্ত সেরা পারফরম্যান্স ছিল আবু জায়েদের, যিনি ২০১৯ সালে ইন্দোরে ৪ উইকেট নিয়েছিলেন।

হাসানের এই ধারাবাহিক পারফরম্যান্স শুধু তার নয়, বাংলাদেশের বোলিং আক্রমণের জন্যও নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনা অস্ত্রোপচারে ৮ নবজাতকের জন্ম

রেকর্ড গড়ে স্বর্ণের নতুন দাম ২ লাখ ছুঁইছুঁই

যদি বেঁচে থাকি, ভবিষ্যতে তাদের গলায়ও গামছা পরাব : নুর

যেখানে ইতিহাস আর ভালোবাসা মিলেমিশে একাকার

সাংবাদিকদের দুই দিন সাপ্তাহিক ছুটির দাবি 

কর্ণফুলী টানেলে মিনিবাস উল্টে আহত ৪

মার্কস অলরাউন্ডারে ১ কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি

চট্টগ্রামে প্লাস্টিকের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

সাদাপাথর লুটের ঘটনায় এবার আ.লীগ নেতা গ্রেপ্তার

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতাসহ ৪১ জন

১০

রাবির ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

১১

বিএফইউজে নির্বাহী কমিটির সভা / নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠনসহ ১০ দফা দাবি

১২

সুরাহা না হলে রাজপথে থেকেই ‘জুলাই সনদ’ আদায় করে নিতে হবে : হাদি

১৩

দরপত্র ছাড়াই কর্মকর্তাদের যোগসাজশে বনের গাছ বিক্রির অভিযোগ

১৪

ফ্লোটিলার জাহাজে ড্রোন হামলার নির্দেশ দিয়েছিলেন নেতানিয়াহু

১৫

ভারতকে ট্রফি না দেওয়ায় জাতীয় সম্মাননা পাচ্ছেন মহসিন নকভি

১৬

সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৩৭ অধিকারকর্মীকে তুরস্কে পাঠাল ইসরায়েল

১৭

মা ইলিশ রক্ষায় কীর্তনখোলা নদীতে নৌ-র‍্যালি

১৮

পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগী তাজবীর কারাগারে

১৯

জামায়াত ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় : শফিকুর রহমান

২০
X