স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

চেন্নাইয়ে হাসানের ইতিহাস

হাসান মাহমুদ । ছবি : সংগৃহীত
হাসান মাহমুদ । ছবি : সংগৃহীত

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে চলমান টেস্টে ভারতের বিপক্ষে বাংলাদেশের পেসার হাসান মাহমুদ এক নতুন ইতিহাস রচনা করেছেন। টানা দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট শিকার করে, ভারতীয়দের প্রথম ইনিংসে ৩৭৬ রানে থামানোয় বড় কৃতিত্ব আছে এই তরুণ পেসারের। যশপ্রীত বুমরাহকে তৃতীয় স্লিপে ক্যাচ বানিয়ে তার ইনিংসের পঞ্চম উইকেটটি অর্জন করেন হাসান, যা বাংলাদেশের পেস আক্রমণের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।

এই সাফল্য শুধু হাসানের ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশেরও। কারণ, ভারতের মাটিতে বাংলাদেশের কোনো বোলার প্রথমবারের মতো ইনিংসে পাঁচ উইকেট শিকার করল। এমনকি এর আগে খেলা তিন টেস্টে কোনো বাংলাদেশি স্পিনারও এই কৃতিত্ব দেখাতে পারেননি। হাসান মাহমুদের এই পারফরম্যান্স তাকে ভারতীয় মাটিতে সাম্প্রতিক বছরগুলোর অন্যতম সেরা পেসারদের কাতারে নিয়ে গেছে। ২০২০ সাল থেকে এখন পর্যন্ত ভারতের মাটিতে পাঁচ উইকেট নেওয়া মাত্র দ্বিতীয় পেসার হলেন তিনি, এর আগে এই কৃতিত্ব আছে কেবল নিউজিল্যান্ডের টিম সাউদির। সাউদি ২০২১ সালের কানপুর টেস্টে ৫ উইকেট শিকার করেছিলেন।

হাসানের এই অসাধারণ পারফরম্যান্স বাংলাদেশের পুরোনো স্মৃতিও ফিরিয়ে এনেছে। চলতি মাসের শুরুতে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টেও দ্বিতীয় ইনিংসে ৪৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। এর আগে বাংলাদেশের পেসারদের মধ্যে টানা দুই টেস্ট ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছিলেন কেবল রবিউল ইসলাম, ২০১৩ সালের জিম্বাবুয়ে সফরে। বিদেশের মাটিতে দুইবার ফাইফার নেওয়ার কৃতিত্বও এখন রবিউল এবং হাসানের মধ্যেই সীমাবদ্ধ।

ভারতের মাটিতে এশিয়ার বোলারদের মধ্যে পাঁচ উইকেট শিকারের আগের কৃতিত্ব ছিল পাকিস্তানের ইয়াসির আরাফাতের, ২০০৭ সালের বেঙ্গালুরু টেস্টে। আর বাংলাদেশি বোলারদের মধ্যে ভারতে এ পর্যন্ত সেরা পারফরম্যান্স ছিল আবু জায়েদের, যিনি ২০১৯ সালে ইন্দোরে ৪ উইকেট নিয়েছিলেন।

হাসানের এই ধারাবাহিক পারফরম্যান্স শুধু তার নয়, বাংলাদেশের বোলিং আক্রমণের জন্যও নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরিষা ফুলের হলুদ মোহ দেখতে দর্শনার্থীদের ভিড়

একীভূত হচ্ছে সরকারের ৬ প্রতিষ্ঠান

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ম খা আলমগীরসহ ১৩ জনের বিরুদ্ধে ইইউবি’র মামলা

বিশ্বকাপে না থাকা বাংলাদেশের প্রতি যে বার্তা দিল স্কটল্যান্ড

দেশে মাদক সেবনকারী ৮২ লাখ, প্রায় ৬১ লাখই গাঁজাখোর

চমক রেখে বিশ্বকাপের জন্য দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : দুলু

ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদ গ্রেপ্তার

ছবি তোলায় আদালত চত্বরে সাংবাদিকের ওপর হামলা বিআরটিএ’র কর্মকর্তার

৫ শীর্ষ ব্যবসায়ীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ঘণ্টাব্যাপী বিশেষ বৈঠক

১০

আগামীতে নারীদের প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে : জামায়াত

১১

ডেমোক্র্যাটের মুসলিম নারী সদস্যের সম্পদ নিয়ে তদন্তের ঘোষণা ট্রাম্পের

১২

ভোটের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, ফলাফল নিয়ে ঘরে ফিরবেন : কায়কোবাদ

১৩

‘ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জাতি দায়মুক্ত হতে পারে না’

১৪

সন্ত্রাসী হামলায় ১০ সাংবাদিক আহত

১৫

বিশ্বকাপ বয়কটের দাবি জোরালো হচ্ছে

১৬

সাফে ব্যর্থতার নেপথ্যে কি ইনতিশার!

১৭

নারীদের মর্যাদা নিশ্চিত হবে এমন বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির

১৮

ফুটবল মাঠে বন্দুকধারীদের তাণ্ডব, প্রাণ গেল ১১ জনের

১৯

আইইউবিএটির সমাবর্তনে বৈশ্বিক শিক্ষার ওপর গুরুত্ব পররাষ্ট্র উপদেষ্টার

২০
X