স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

চেন্নাইয়ে হাসানের ইতিহাস

হাসান মাহমুদ । ছবি : সংগৃহীত
হাসান মাহমুদ । ছবি : সংগৃহীত

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে চলমান টেস্টে ভারতের বিপক্ষে বাংলাদেশের পেসার হাসান মাহমুদ এক নতুন ইতিহাস রচনা করেছেন। টানা দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট শিকার করে, ভারতীয়দের প্রথম ইনিংসে ৩৭৬ রানে থামানোয় বড় কৃতিত্ব আছে এই তরুণ পেসারের। যশপ্রীত বুমরাহকে তৃতীয় স্লিপে ক্যাচ বানিয়ে তার ইনিংসের পঞ্চম উইকেটটি অর্জন করেন হাসান, যা বাংলাদেশের পেস আক্রমণের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।

এই সাফল্য শুধু হাসানের ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশেরও। কারণ, ভারতের মাটিতে বাংলাদেশের কোনো বোলার প্রথমবারের মতো ইনিংসে পাঁচ উইকেট শিকার করল। এমনকি এর আগে খেলা তিন টেস্টে কোনো বাংলাদেশি স্পিনারও এই কৃতিত্ব দেখাতে পারেননি। হাসান মাহমুদের এই পারফরম্যান্স তাকে ভারতীয় মাটিতে সাম্প্রতিক বছরগুলোর অন্যতম সেরা পেসারদের কাতারে নিয়ে গেছে। ২০২০ সাল থেকে এখন পর্যন্ত ভারতের মাটিতে পাঁচ উইকেট নেওয়া মাত্র দ্বিতীয় পেসার হলেন তিনি, এর আগে এই কৃতিত্ব আছে কেবল নিউজিল্যান্ডের টিম সাউদির। সাউদি ২০২১ সালের কানপুর টেস্টে ৫ উইকেট শিকার করেছিলেন।

হাসানের এই অসাধারণ পারফরম্যান্স বাংলাদেশের পুরোনো স্মৃতিও ফিরিয়ে এনেছে। চলতি মাসের শুরুতে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টেও দ্বিতীয় ইনিংসে ৪৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। এর আগে বাংলাদেশের পেসারদের মধ্যে টানা দুই টেস্ট ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছিলেন কেবল রবিউল ইসলাম, ২০১৩ সালের জিম্বাবুয়ে সফরে। বিদেশের মাটিতে দুইবার ফাইফার নেওয়ার কৃতিত্বও এখন রবিউল এবং হাসানের মধ্যেই সীমাবদ্ধ।

ভারতের মাটিতে এশিয়ার বোলারদের মধ্যে পাঁচ উইকেট শিকারের আগের কৃতিত্ব ছিল পাকিস্তানের ইয়াসির আরাফাতের, ২০০৭ সালের বেঙ্গালুরু টেস্টে। আর বাংলাদেশি বোলারদের মধ্যে ভারতে এ পর্যন্ত সেরা পারফরম্যান্স ছিল আবু জায়েদের, যিনি ২০১৯ সালে ইন্দোরে ৪ উইকেট নিয়েছিলেন।

হাসানের এই ধারাবাহিক পারফরম্যান্স শুধু তার নয়, বাংলাদেশের বোলিং আক্রমণের জন্যও নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বন্দর বিদেশিদের দিলে জাতীয় স্বার্থ ক্ষুণ্ন হবে : নেজামে ইসলাম

রেস্তোরাঁয় এসে খাবার খাচ্ছে মাছ

ইসির কর্মকর্তাদের রিটার্নিং অফিসার করার প্রস্তাব বিএনপির

রূপালী ব্যাংকে জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

দিল্লিতে অজিত দোভালের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

দেশের শীর্ষস্থানীয় ১০ শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে বিইউএফটির সমঝোতা স্বাক্ষর

শ্রদ্ধা-ভালোবাসায় দ্বীপকে শেষ বিদায় দিলেন বাহুবলবাসী

এবার আর্জেন্টিনা-ব্রাজিলও খেলবে নেশনস লিগ!

রাতে আলো জ্বালিয়ে ঘুমানো ভালো নাকি ক্ষতিকর? যা বলছে গবেষণা

ঢাকা-৫ আসনে আজহারির প্রার্থিতার খবর গুজব

১০

টিনশেড কলোনিতে ভয়াবহ আগুন, ১০০ ঘর পুড়ে ছাই

১১

জুটি বাঁধলেন খাইরুল বাসার ও সাদনিমা

১২

জোবায়েদ হত্যা / জবানবন্দিতে বর্ষাকে নিয়ে যা বললেন জবি ছাত্র সৈকত

১৩

অবৈধ মোবাইল ফোন বন্ধের বিষয় স্পষ্ট করলেন ফয়েজ তৈয়্যব

১৪

‘ধানের শীষকে বিজয়ী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে’

১৫

প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ ও প্রতারণা, প্রধান শিক্ষককে কারাদণ্ড

১৬

আমিরে জামায়াতের সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৭

ঢাবির ফার্মেসি অনুষদে ডিনস অ্যাওয়ার্ড ও বৃত্তি প্রদান

১৮

গ্লোবাল এন্টারপ্রেনারশিপ উইক ২০২৫-এর জাতীয় পর্বের উদ্বোধন

১৯

মামলা করলেন ‘কেজিএফ’ তারকা যশের মা

২০
X