ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ০৯:২২ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বৈঠকে যে সিদ্ধান্ত নিতে পারেন তামিম

বৈঠকে যে সিদ্ধান্ত নিতে পারেন তামিম

রাত ৭টা ৪৩ মিনিটের দিকে একটি চকলেট রঙের গাড়িতে চেপে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় প্রবেশ করলেন তামিম ইকবাল। বাঁ হাতি ব্যাটারের গাড়ি দেখেই দূর থেকে সংবাদকর্মীদের ভিড় জমতে শুরু করে সেখানে। ভিড়ের মধ্যে গাড়ি থেকে নামার জন্য জায়গা চেয়েনিলেন তিনি।

তামিম বললেন, ‘নামার জন্য একটু জায়গা দেন।’ বিসিবি সভাপতির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের ঘিরে চিন্তার ছাপ ছিল বাংলাদেশ ওপেনারের চোখেমুখে। সংবাদকর্মীদের ভিড় ঠেলে দ্রুত বিসিবি সভাপতির বাসায় প্রবেশ করেন তিনি। অধিনায়কত্ব ও ক্রিকেটে ফেরার বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে তাদের।

তামিমের সঙ্গে বৈঠক ঘিরে সাড়ে ৭টার দিকে বিসিবি সভাপতির বাসায় যান ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। তবে যার সঙ্গে আলোচনা, সে বিসিবি প্রধানই এসেছেন সবার পরে। রাত ৮টার ১০ মিনিটের পর বাসায় প্রবেশ করেন তিনি।

এ সময় মিটিংয়ের বিষয়ে প্রশ্ন করা হলে পাপন বলেছেন, ‘এখনো জানি না, ভেতরে গেলে বুঝতে পারব।’ এর পর পরই ভেতরে প্রবেশ করেন বিসিবি সভাপতি।

খোঁজ নিয়ে জানা গেছে, ব্যক্তিগত কাজ সেরে বাসায় ফিরতে দেরি হয়েছে পাপনের। যদিও বিসিবির মিডিয়া গ্রুপে দেওয়া তথ্য অনুযায়ী রাত ৮টায় বৈঠকের বিষয়ে সংবাদ সম্মেলন করার কথা তাদের। তবে পাপনের কথায় স্পষ্ট, সেটা আর রাত ৮টায় তো হচ্ছেই না। ঠিক কখন হবে সেটাও বলা যাচ্ছে না। কেননা ভেতরে আলোচনার পরই সংবাদ সম্মেলন করবেন তারা।

বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে গেছে, এশিয়া কাপ ও বিশ্বকাপে অধিনায়কত্ব করার বিষয়টি গুরুত্ব পাবে বৈঠকে। তবে তামিমের বিভিন্ন ঘনিষ্ঠ সূত্র বলছে, অধিনায়কত্ব না করে খেলা চালিয়ে চাওয়াকেই প্রাধান্য দেবেন তামিম। তবে দ ‘পক্ষের আলোচনার পরই আসতে পারে মূল সিদ্ধান্ত। আপাতত এ রিপোর্ট লেখা পর্যন্ত তামিম, পাপন ও জালাল ইউনুস বৈঠকে বসেছেন। সেখানে হওয়া আলোচনার পরবর্তী সিদ্ধান্তগুলো কালবেলার পাঠকদের জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন : ফিটনেস টেস্টে সবার সেরা শান্ত

ঘটনার শুরু তামিমের অবসর কাণ্ড ঘিরে। আফগানিস্তান সিরিজের মাঝপথে সবাইকে চমকে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন তামিম। ২৪ ঘণ্টা পেরোনোর আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন তিনি। এরপর অবসরের সিদ্ধান্ত তুলে নিয়ে আবারও ক্রিকেটে ফেরার কথা জানান তামিম। যদিও তখনো তার অধিনায়কত্ব নিয়ে ধোঁয়াশা ছিল। বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে খোলাসা কোনো উত্তর দেননি তিনি। চোট থাকায় চিকিৎসার জন্য দেড় মাস ছুটি নিয়েছিলেন। এরপর চিকিৎসা শেষে দেশে ফিরে সেসব সিদ্ধান্ত নিতেই বিসিবি সভাপতির সঙ্গে বসেছেন তামিম। কয়েকদিন পরই এশিয়া কাপের দল ঘোষণা হতে পারে, তার আগেই অধিনায়ক ও তামিম নিয়ে সব প্রশ্নের উত্তর দিতে যাচ্ছে বিসিবি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগুনে ঘি ঢালল ভারত, দুঃসংবাদ বাংলাদেশি ক্রিকেটারদের

জকসুর ৮ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপি পদে হাড্ডাহাড্ডি লাড়াই

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় যুক্ত হলো বাংলাদেশ

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ডের শক্তিশালী দল ঘোষণা

আসুন আমাকে তুলে নিয়ে যান, ট্রাম্পকে কলম্বিয়ার প্রেসিডেন্ট

সুন্দরবনের পর্যটনবাহী নৌযান মালিকদের ধর্মঘট প্রত্যাহার

বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশের প্রতিপক্ষ

টিকিট চাওয়ায় ছাত্র পরিচয়ে টিটিইকে মারধর, ভিডিও ভাইরাল

কুয়াশা ও তীব্র শীতে ক্ষতির মুখে বোরো বীজতলা, দুশ্চিন্তায় কৃষকরা

১০

জকসু নির্বাচন:  / সিইসি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং কেন্দ্রের ফল প্রকাশ, এগিয়ে ছাত্রশিবির 

১১

ভারতে বিশ্বকাপ খেলতে না গেলে কী হবে বাংলাদেশের

১২

শীতে ত্বক সুস্থ ও উজ্জ্বল রাখবেন যেভাবে

১৩

বিক্ষোভে উত্তাল ইরান, নিহত ২৫, গ্রেপ্তার হাজারের বেশি

১৪

তীব্র শীতে কাঁপছে তেঁতুলিয়া

১৫

ঢাকায় শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

১৬

ইরাক যুদ্ধের সঙ্গে ভেনেজুয়েলার তুলনা করলেন ট্রাম্প

১৭

জকসু নির্বাচন : ভিপি-জিএস-এজিএসে এগিয়ে ছাত্রশিবির

১৮

শীতে আপনার সন্তানকে সুস্থ রাখবেন যেভাবে

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X